রূপপুর বিদ্যুৎকেন্দ্রের গাড়িচালককে হত্যা: বন্ধু মমিন রিমান্ডে

পাবনা প্রতিনিধি
আপডেট : ২৮ মার্চ ২০২৩, ১৮: ৪৯
Thumbnail image

পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের গাড়িচালক সম্রাট হোসেন হত্যা মামলায় গ্রেপ্তার আব্দুল মমিনকে এক দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে শুনানি শেষে এ আদেশ দেন পাবনা আমলি আদালতের বিচারক শামসুজ্জামান। বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্ত কর্মকর্তা ও ঈশ্বরদী থানার উপপরিদর্শক (এসআই) তহিদ হোসেন। 

এ নিয়ে এসআই তহিদ হোসেন জানান, জিজ্ঞাসাবাদের জন্য সম্রাটের বন্ধু মমিনকে আজ মঙ্গলবার (২৮ মার্চ) দুপুরে পাবনার আমলি আদালত-২ এ হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হয়। পরে শুনানি শেষে বিচারক শামসুজ্জামান এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে রোববার (২৬ মার্চ) রাতে তাঁকে ঢাকার বাংলামটর এলাকা থেকে গ্রেপ্তার করে সিরাজগঞ্জের র‍্যাবের একটি দল। এর আগে দুই দিনের রিমান্ডে নেওয়া হয়েছে মমিনের স্ত্রী সীমা খাতুনকে। রিমান্ডে জিজ্ঞাসাবাদ শেষে আজ মঙ্গলবার তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। 

উল্লেখ্য, নিখোঁজের দুই দিন পর গত শনিবার (২৫ মার্চ) সকালে কুষ্টিয়ার শিলাইদহের ঘাট এলাকা থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের গাড়িচালক সম্রাট হোসেনের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ নিয়ে শনিবার রাতেই সম্রাটের বাবা আবু বক্কার বাদী হয়ে ঈশ্বরদী থানায় হত্যা মামলা করেন। মামলায় সম্রাটের বন্ধু মমিন ও তাঁর স্ত্রী সীমা ও অজ্ঞাতনামা আরও ৩ থেকে ৪ জনকে আসামি করা হয়। এর আগে শুক্রবার রাতে বাড়ি থেকে মমিনের স্ত্রী সীমা খাতুনকে আটক করে পুলিশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত