ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
রেলমন্ত্রীর তিন আত্মীয়কে বিনা টিকিটে ট্রেন ভ্রমণের দায়ে জরিমানা করায় ওই ট্রেনের টিটিই শফিকুল ইসলামের বরখাস্তের ঘটনার তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে তদন্ত কমিটি। আজ সোমবার সাড়ে ১১টায় নিজ কার্যালয়ে প্রতিবেদন জমা দেন পাবনার ঈশ্বরদীর পাকশী বিভাগীয় রেলওয়ের ব্যবস্থাপক (ডিআরএম) মো. শাহীদুল ইসলাম। পাকশী বিভাগীয় রেলওয়ে সহকারী পরিবহন কর্মকর্তা (এটিও) সাজেদুল ইসলামের নেতৃত্বে ২ সদস্যের কমিটি ৪৭ পৃষ্ঠার এ প্রতিবেদন জমা দেন।
জানা যায়, গত ৭ মে ঘটনার প্রকৃত কারণ খুঁজে বের করতে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। এতে পাকশী বিভাগীয় রেলওয়ে সহকারী পরিবহন কর্মকর্তা (এটিও) সাজেদুল ইসলামকে প্রধান এবং সহকারী নির্বাহী প্রকৌশলী (এইএন) শিপন আলী ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সহকারী কমান্ড্যান্ট (এসিআরএনবি) আবু হেনা মোস্তফা কামালকে সদস্য করা হয়। দুই কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা থাকলেও পরে আরও তিন দিন সময় বৃদ্ধি করা হয়। গত বৃহস্পতিবার প্রতিবেদন দাখিল করার দিন ধার্য করা থাকলেও পাকশী বিভাগীয় রেলওয়ের ব্যবস্থাপক (ডিআরএম) ঢাকায় মিটিংয়ে অংশগ্রহণ এবং সরকারি ছুটি থাকায় তিন দিন পর আজ এ প্রতিবেদন জমা দেওয়া হয়।
প্রতিবেদনে সংক্ষিপ্ত চিত্র তুলে ধরে পাকশী বিভাগীয় রেলওয়ের ব্যবস্থাপক শাহীদুল ইসলাম বলেন, প্রতিবেদনে টিটিইকে সম্পূর্ণ নির্দোষ ও ঘটনায় ট্রেনে ওই রাতে কর্তব্যরত ট্রেনের পরিচালক শরিফুল ইসলামের প্ররোচনা রয়েছে বলে জানানো হয়েছে।
ডিআরএমন আরও বলেন, তদন্ত প্রতিবেদনে শুধুমাত্র ওই রাতের ঘটনা তদন্ত করা হয়েছে। এতে অভিযুক্ত টিটিই শফিকুল ইসলাম নির্দোষ প্রমাণিত হয়েছেন। টিটিই কোনো যাত্রীর সঙ্গে খারাপ আচরণও করেননি। তবে ট্রেনের পরিচালক শরিফুল ইসলাম বিষয়টি নিয়ে বিনা টিকিটের যাত্রী ঈশ্বরদীর প্রান্তকে টিটিইর বিরুদ্ধে লিখিত অভিযোগ দিতে প্ররোচিত করেন। তদন্ত কমিটি এ জন্য ট্রেন পরিচালক শরিফুল ইসলামের বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করেছে।
তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার পর টিটিই শফিকুল ইসলাম বলেন, ‘সত্যের জয় হয়েছে, আমি ন্যায়-বিচার পেয়েছি। দোয়া করবেন, আমি যেন সব সময় ন্যায়ের সঙ্গে থাকতে পারি। এ জন্য আমি রেলমন্ত্রী ও গণমাধ্যমকর্মী, সংশ্লিষ্ট সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।’
উল্লেখ্য, গত ৬ মে রেলমন্ত্রীর আত্মীয় পরিচয় দিয়ে বিনা টিকিটে রেল ভ্রমণ করায় তিন যাত্রীকে জরিমানা করায় সাময়িক বরখাস্ত করা হয় খুলনা থেকে ঢাকাগামী সুন্দরবন এক্সপ্রেসের ভ্রাম্যমাণ টিটিই শফিকুল ইসলামকে। এ বিষয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর গত ৮ মে দুপুরে টিটিই শফিকুল ইসলামের বরখাস্তের আদেশ প্রত্যাহার করে তাঁকে স্বপদে বহাল করেন পাকশী বিভাগীয় রেলওয়ের ব্যবস্থাপক শাহীদুল ইসলাম। একই সঙ্গে তিনি বরখাস্তকারী পাকশী বিভাগীয় রেলওয়ে বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও) নাসির উদ্দিনকে শোকজ করেন।
টিটিই শফিকুল সম্পর্কিত পড়ুন:
রেলমন্ত্রীর তিন আত্মীয়কে বিনা টিকিটে ট্রেন ভ্রমণের দায়ে জরিমানা করায় ওই ট্রেনের টিটিই শফিকুল ইসলামের বরখাস্তের ঘটনার তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে তদন্ত কমিটি। আজ সোমবার সাড়ে ১১টায় নিজ কার্যালয়ে প্রতিবেদন জমা দেন পাবনার ঈশ্বরদীর পাকশী বিভাগীয় রেলওয়ের ব্যবস্থাপক (ডিআরএম) মো. শাহীদুল ইসলাম। পাকশী বিভাগীয় রেলওয়ে সহকারী পরিবহন কর্মকর্তা (এটিও) সাজেদুল ইসলামের নেতৃত্বে ২ সদস্যের কমিটি ৪৭ পৃষ্ঠার এ প্রতিবেদন জমা দেন।
জানা যায়, গত ৭ মে ঘটনার প্রকৃত কারণ খুঁজে বের করতে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। এতে পাকশী বিভাগীয় রেলওয়ে সহকারী পরিবহন কর্মকর্তা (এটিও) সাজেদুল ইসলামকে প্রধান এবং সহকারী নির্বাহী প্রকৌশলী (এইএন) শিপন আলী ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সহকারী কমান্ড্যান্ট (এসিআরএনবি) আবু হেনা মোস্তফা কামালকে সদস্য করা হয়। দুই কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা থাকলেও পরে আরও তিন দিন সময় বৃদ্ধি করা হয়। গত বৃহস্পতিবার প্রতিবেদন দাখিল করার দিন ধার্য করা থাকলেও পাকশী বিভাগীয় রেলওয়ের ব্যবস্থাপক (ডিআরএম) ঢাকায় মিটিংয়ে অংশগ্রহণ এবং সরকারি ছুটি থাকায় তিন দিন পর আজ এ প্রতিবেদন জমা দেওয়া হয়।
প্রতিবেদনে সংক্ষিপ্ত চিত্র তুলে ধরে পাকশী বিভাগীয় রেলওয়ের ব্যবস্থাপক শাহীদুল ইসলাম বলেন, প্রতিবেদনে টিটিইকে সম্পূর্ণ নির্দোষ ও ঘটনায় ট্রেনে ওই রাতে কর্তব্যরত ট্রেনের পরিচালক শরিফুল ইসলামের প্ররোচনা রয়েছে বলে জানানো হয়েছে।
ডিআরএমন আরও বলেন, তদন্ত প্রতিবেদনে শুধুমাত্র ওই রাতের ঘটনা তদন্ত করা হয়েছে। এতে অভিযুক্ত টিটিই শফিকুল ইসলাম নির্দোষ প্রমাণিত হয়েছেন। টিটিই কোনো যাত্রীর সঙ্গে খারাপ আচরণও করেননি। তবে ট্রেনের পরিচালক শরিফুল ইসলাম বিষয়টি নিয়ে বিনা টিকিটের যাত্রী ঈশ্বরদীর প্রান্তকে টিটিইর বিরুদ্ধে লিখিত অভিযোগ দিতে প্ররোচিত করেন। তদন্ত কমিটি এ জন্য ট্রেন পরিচালক শরিফুল ইসলামের বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করেছে।
তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার পর টিটিই শফিকুল ইসলাম বলেন, ‘সত্যের জয় হয়েছে, আমি ন্যায়-বিচার পেয়েছি। দোয়া করবেন, আমি যেন সব সময় ন্যায়ের সঙ্গে থাকতে পারি। এ জন্য আমি রেলমন্ত্রী ও গণমাধ্যমকর্মী, সংশ্লিষ্ট সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।’
উল্লেখ্য, গত ৬ মে রেলমন্ত্রীর আত্মীয় পরিচয় দিয়ে বিনা টিকিটে রেল ভ্রমণ করায় তিন যাত্রীকে জরিমানা করায় সাময়িক বরখাস্ত করা হয় খুলনা থেকে ঢাকাগামী সুন্দরবন এক্সপ্রেসের ভ্রাম্যমাণ টিটিই শফিকুল ইসলামকে। এ বিষয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর গত ৮ মে দুপুরে টিটিই শফিকুল ইসলামের বরখাস্তের আদেশ প্রত্যাহার করে তাঁকে স্বপদে বহাল করেন পাকশী বিভাগীয় রেলওয়ের ব্যবস্থাপক শাহীদুল ইসলাম। একই সঙ্গে তিনি বরখাস্তকারী পাকশী বিভাগীয় রেলওয়ে বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও) নাসির উদ্দিনকে শোকজ করেন।
টিটিই শফিকুল সম্পর্কিত পড়ুন:
অহিংস গণ-অভ্যুত্থানের অন্যতম সংগঠক মাহবুবুল আলম চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশনের একটি টিম
৭ ঘণ্টা আগেজামিনে কারাগার থেকে মুক্তি পাওয়ার পরই গ্রেপ্তার হয়েছেন রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সাবেক এমপি ও আওয়ামী লীগ নেতা রাহেনুল হক। সোমবার (২৫ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে তিনি রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান এবং এরপরই জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা তাঁকে গ্রেপ্তার করেন
৭ ঘণ্টা আগেঅবশেষে কক্সবাজার-সেন্ট মার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে জেলা প্রশাসন। আগামী বৃহস্পতিবার কক্সবাজার শহরের নুনিয়ারছড়া বিআইডব্লিউটিএর ঘাট থেকে কেয়ারি সিন্দাবাদ নামক একটি জাহাজ পর্যটক নিয়ে সেন্ট মার্টিন যাবে
৮ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলাকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল শাখা ছাত্রলীগের আপ্যায়নবিষয়ক সম্পাদক ইমন খান জীবনকে (২৮) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। রোববার (২৪ নভেম্বর) রাতে নারায়ণগঞ্জ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়
৮ ঘণ্টা আগে