সিরাজগঞ্জ প্রতিনিধি
আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনে দুই চেয়ারম্যান প্রার্থীকে শোকজ করেছেন রিটার্নিং কর্মকর্তা। আজ সোমবার জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
এতে অভিযুক্ত চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ রিয়াজ উদ্দিনকে (আনারস) ১২ ঘণ্টা এবং রাশেদ ইউসুফ জুয়েলকে (দোয়াত কলম) ২৪ ঘণ্টার মধ্যে শোকজের লিখিত জবাব দিতে বলা হয়েছে।
নোটিশে বলা হয়েছে, চেয়ারম্যান প্রার্থী রাশেদ ইউসুফ জুয়েলের (দোয়াত কলম) বিরুদ্ধে কর্মী-সমর্থক দিয়ে নির্বাচনী প্রচারণায় বাধা সৃষ্টি ও ভয়ভীতি প্রদর্শন করছেন মর্মে প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোহাম্মদ রিয়াজ উদ্দিন লিখিত অভিযোগ করেছেন।
যা উপজেলা পরিষদ (নির্বাচন আচরণ) বিধিমালা ২০১৬ এর বিধি ৩ ও বিধি ৩১ এর পরিপন্থী। এ অবস্থায় আচরণবিধি লঙ্ঘনের কারণে তার বিরুদ্ধে কেন ব্যবস্থা গ্রহণ করা হবে না তা জানতে নোটিশ দেওয়া হয়েছে। নোটিশে আগামী ২৪ ঘণ্টার মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে।
অপর নোটিশে রোববার (৫ মে) রাতে সদর উপজেলার কাদাই গার্ডেন প্যালেসে ভোটগ্রহণ কর্মকর্তাদের সঙ্গে গোপন বৈঠক করে অর্থ লেনদেনের চেষ্টা করেন মর্মে অভিযোগ পাওয়া গেছে। এ ছাড়া প্রার্থী মোহাম্মদ রিয়াজ উদ্দিনের সমর্থক রিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি ফজলুর রহমান ফজলু আনারস প্রতীকের টি-শার্ট পরে শহরের মাহমুদপুর এলাকায় ভোটারদের মধ্যে টাকা বিতরণ করেছেন মর্মে লিখিত অভিযোগ করেন প্রতিদ্বন্দ্বী প্রার্থী রাশেদ ইউসুফ জুয়েল।
এমন কর্মকাণ্ড উপজেলা পরিষদ (নির্বাচন আচরণ) বিধিমালা ২০১৬ এর বিধি ১৭ এর পরিপন্থী। এ অবস্থায় আচরণবিধি লঙ্ঘনের কারণে তার বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না তা জানতে আগামী ১২ ঘণ্টার মধ্যে সশরীরে উপস্থিত হয়ে লিখিত ও মৌখিকভাবে জবাব দিতে বলা হয়েছে।
প্রথম ধাপে আগামী ৮ মে সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ হবে। এই নির্বাচনে মোট পাঁচজন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন–সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এস এম নাসিম রেজা নুর, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম সজল, সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মোহাম্মদ রিয়াজ উদ্দিন, জেলা যুবলীগের আহ্বায়ক ও প্রয়াত স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের ভাতিজা রাশেদ ইউসুফ জুয়েল ও আওয়ামী লীগ কর্মী এস. এম আহসান হাবিব।
আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনে দুই চেয়ারম্যান প্রার্থীকে শোকজ করেছেন রিটার্নিং কর্মকর্তা। আজ সোমবার জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
এতে অভিযুক্ত চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ রিয়াজ উদ্দিনকে (আনারস) ১২ ঘণ্টা এবং রাশেদ ইউসুফ জুয়েলকে (দোয়াত কলম) ২৪ ঘণ্টার মধ্যে শোকজের লিখিত জবাব দিতে বলা হয়েছে।
নোটিশে বলা হয়েছে, চেয়ারম্যান প্রার্থী রাশেদ ইউসুফ জুয়েলের (দোয়াত কলম) বিরুদ্ধে কর্মী-সমর্থক দিয়ে নির্বাচনী প্রচারণায় বাধা সৃষ্টি ও ভয়ভীতি প্রদর্শন করছেন মর্মে প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোহাম্মদ রিয়াজ উদ্দিন লিখিত অভিযোগ করেছেন।
যা উপজেলা পরিষদ (নির্বাচন আচরণ) বিধিমালা ২০১৬ এর বিধি ৩ ও বিধি ৩১ এর পরিপন্থী। এ অবস্থায় আচরণবিধি লঙ্ঘনের কারণে তার বিরুদ্ধে কেন ব্যবস্থা গ্রহণ করা হবে না তা জানতে নোটিশ দেওয়া হয়েছে। নোটিশে আগামী ২৪ ঘণ্টার মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে।
অপর নোটিশে রোববার (৫ মে) রাতে সদর উপজেলার কাদাই গার্ডেন প্যালেসে ভোটগ্রহণ কর্মকর্তাদের সঙ্গে গোপন বৈঠক করে অর্থ লেনদেনের চেষ্টা করেন মর্মে অভিযোগ পাওয়া গেছে। এ ছাড়া প্রার্থী মোহাম্মদ রিয়াজ উদ্দিনের সমর্থক রিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি ফজলুর রহমান ফজলু আনারস প্রতীকের টি-শার্ট পরে শহরের মাহমুদপুর এলাকায় ভোটারদের মধ্যে টাকা বিতরণ করেছেন মর্মে লিখিত অভিযোগ করেন প্রতিদ্বন্দ্বী প্রার্থী রাশেদ ইউসুফ জুয়েল।
এমন কর্মকাণ্ড উপজেলা পরিষদ (নির্বাচন আচরণ) বিধিমালা ২০১৬ এর বিধি ১৭ এর পরিপন্থী। এ অবস্থায় আচরণবিধি লঙ্ঘনের কারণে তার বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না তা জানতে আগামী ১২ ঘণ্টার মধ্যে সশরীরে উপস্থিত হয়ে লিখিত ও মৌখিকভাবে জবাব দিতে বলা হয়েছে।
প্রথম ধাপে আগামী ৮ মে সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ হবে। এই নির্বাচনে মোট পাঁচজন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন–সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এস এম নাসিম রেজা নুর, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম সজল, সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মোহাম্মদ রিয়াজ উদ্দিন, জেলা যুবলীগের আহ্বায়ক ও প্রয়াত স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের ভাতিজা রাশেদ ইউসুফ জুয়েল ও আওয়ামী লীগ কর্মী এস. এম আহসান হাবিব।
রাজধানীর সবুজবাগ থানাধীন ভাইগদিয়া এলাকায় মো. নয়ন আহম্মেদ ওরফে রমজান নামের এক যুবককে পিটিয়ে মেরেছে স্থানীয় জনতা। গতকাল বুধবার বিকেলে এ ঘটনা ঘটে। এ সময় রমজানের এক সহযোগীকে জনরোষ থেকে উদ্ধার করে মুগদা জেনারেল হাসপাতালে ভর্তি করেছে পুলিশ।
৬ ঘণ্টা আগেরাজধানীর মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পের খোলা স্পটে বর্জ্য অপসারণের সময় বোমা বিস্ফোরণে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) চারজন পরিচ্ছন্নতা কর্মী আহত হয়েছেন। তারা হলেন মো. আলমগীর হোসেন (৩৬), মো. ইয়াছিন (৪০), আসাদ মিয়া (৫৮) ও সাইফুল ইসলাম (৪৭)। আহত পরিচ্ছন্নতা কর্মীরা বর্তমানে রাজধানীর শহীদ সোহ্রাওয
৭ ঘণ্টা আগেরাজধানীর বনশ্রীতে লেগুনা স্ট্যান্ডের টাকা তোলাকে কেন্দ্র করে মো. হাসান হাওলাদার (১৯) হত্যা মামলায় এজাহারনামীয় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে রামপুরা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
৭ ঘণ্টা আগেপটুয়াখালীর দশমিনা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষার সময় সূচি পরিবর্তন করে ওই স্কুল মাঠে ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি নুরুল হক নুরের জনসভা হয়েছে। এ নিয়ে উপজেলায় চলছে আলোচনা সমালোচনার ঝড়।
৭ ঘণ্টা আগে