আদমদীঘিতে বিদ্যুতায়িত হয়ে একজনের মৃত্যু

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
Thumbnail image

বগুড়ার আদমদীঘিতে বিদ্যুতের খুঁটি থেকে তার অপসারণ করতে গিয়ে আনিছুর রহমান (৫২) নামের এক ব্যক্তি বিদ্যুতায়িত হয়ে মারা গেছেন। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার উজ্জলতা গ্রামে এ ঘটনা ঘটে।

আনিছুর রহমান ওই গ্রামের মৃত রজিব উদ্দিনের ছেলে। তিনি গ্রামাঞ্চলের বিভিন্ন বাড়িতে বিদ্যুতের সংযোগ দেওয়া ও মেরামতের কাজ করতেন।

স্থানীয়রা জানান, আনিছুর রহমান সকালে তার গ্রামের এক ব্যক্তির বাড়িতে পুরোনো খুঁটি থেকে তার অপসারণের জন্য ওঠেন। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার সময় খুঁটিতে বিদ্যুতায়িত হয়ে মাটিতে পড়ে যান। তাঁকে উদ্ধার করে আদমদীঘি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক আনিছুর রহমানকে মৃত ঘোষণা করেন।

আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত