রাবি প্রতিনিধি
উপমহাদেশের প্রখ্যাত কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের মরদেহ আজ মঙ্গলবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে সমাহিত করা হবে। এ তথ্য নিশ্চিত করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক মলয় কুমার ভৌমিক।
অধ্যাপক মলয় কুমার ভৌমিক জানান, বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক তাঁর কবর বিশ্ববিদ্যালয়ের ভেতরে কোথাও নির্ধারণ করার কথা বলেছেন। পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে তাঁর মরদেহ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে নেওয়ার কথা রয়েছে। সেখানে সর্বস্তরের মানুষ তাঁকে শ্রদ্ধা জানাবেন। এরপর বাদ জোহর বিশ্ববিদ্যালয় জামে মসজিদে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে দাফন করা হবে।
প্রসঙ্গত, একুশে পদক, স্বাধীনতা পুরস্কার, বাংলা একাডেমি পুরস্কারসহ বহু সম্মাননা পাওয়া গুণী এই কথাশিল্পী গতকাল সোমবার রাত সোয়া ৯টায় মারা যান। তিনি বিশ্ববিদ্যালয় শিক্ষকদের আবাসিক এলাকা বিহাসে নিজ বাড়ি উজানে শেষ নিশ্বাস ত্যাগ করেন। বাংলা সাহিত্যের শক্তিশালী কথাসাহিত্যিক হাসান আজিজুল হক ১৯৩৯ সালে ভারতের বর্ধমানের যবগ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৭৩ থেকে ২০০৪ সাল পর্যন্ত ৩১ বছর তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দর্শন বিভাগে শিক্ষকতা করেন। বেশ কিছুদিন ধরে তিনি বার্ধক্যজনিত নানা অসুখে ভুগছিলেন। কিন্তু করোনা সংক্রমণের ভয়ে তাঁকে হাসপাতালেও ভর্তি করানো হচ্ছিল না। চিকিৎসা চলছিল বাড়িতেই।
কিন্তু শারীরিক অবস্থার অবনতি হলে গত ২১ আগস্ট তাঁকে এয়ার অ্যাম্বুলেন্সে রাজশাহী থেকে ঢাকায় নেওয়া হয়। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ১৯ দিন তাঁর চিকিৎসা চলে। এরপর তাঁকে আবার রাজশাহীর বাড়িতে নেওয়া হয়। কিন্তু বাড়িতে এসে মাত্র সপ্তাহখানেক ভালো ছিলেন কিংবদন্তি এই কথাসাহিত্যিক। আবার চেপে বসে অসুস্থতা। তিনি সপ্তাহখানেক ধরে কিছু খেতেও পারছিলেন না। শারীরিক অবস্থার অবনতি হলে গতকাল রাতে মারা যান এই কিংবদন্তি।
উপমহাদেশের প্রখ্যাত কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের মরদেহ আজ মঙ্গলবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে সমাহিত করা হবে। এ তথ্য নিশ্চিত করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক মলয় কুমার ভৌমিক।
অধ্যাপক মলয় কুমার ভৌমিক জানান, বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক তাঁর কবর বিশ্ববিদ্যালয়ের ভেতরে কোথাও নির্ধারণ করার কথা বলেছেন। পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে তাঁর মরদেহ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে নেওয়ার কথা রয়েছে। সেখানে সর্বস্তরের মানুষ তাঁকে শ্রদ্ধা জানাবেন। এরপর বাদ জোহর বিশ্ববিদ্যালয় জামে মসজিদে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে দাফন করা হবে।
প্রসঙ্গত, একুশে পদক, স্বাধীনতা পুরস্কার, বাংলা একাডেমি পুরস্কারসহ বহু সম্মাননা পাওয়া গুণী এই কথাশিল্পী গতকাল সোমবার রাত সোয়া ৯টায় মারা যান। তিনি বিশ্ববিদ্যালয় শিক্ষকদের আবাসিক এলাকা বিহাসে নিজ বাড়ি উজানে শেষ নিশ্বাস ত্যাগ করেন। বাংলা সাহিত্যের শক্তিশালী কথাসাহিত্যিক হাসান আজিজুল হক ১৯৩৯ সালে ভারতের বর্ধমানের যবগ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৭৩ থেকে ২০০৪ সাল পর্যন্ত ৩১ বছর তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দর্শন বিভাগে শিক্ষকতা করেন। বেশ কিছুদিন ধরে তিনি বার্ধক্যজনিত নানা অসুখে ভুগছিলেন। কিন্তু করোনা সংক্রমণের ভয়ে তাঁকে হাসপাতালেও ভর্তি করানো হচ্ছিল না। চিকিৎসা চলছিল বাড়িতেই।
কিন্তু শারীরিক অবস্থার অবনতি হলে গত ২১ আগস্ট তাঁকে এয়ার অ্যাম্বুলেন্সে রাজশাহী থেকে ঢাকায় নেওয়া হয়। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ১৯ দিন তাঁর চিকিৎসা চলে। এরপর তাঁকে আবার রাজশাহীর বাড়িতে নেওয়া হয়। কিন্তু বাড়িতে এসে মাত্র সপ্তাহখানেক ভালো ছিলেন কিংবদন্তি এই কথাসাহিত্যিক। আবার চেপে বসে অসুস্থতা। তিনি সপ্তাহখানেক ধরে কিছু খেতেও পারছিলেন না। শারীরিক অবস্থার অবনতি হলে গতকাল রাতে মারা যান এই কিংবদন্তি।
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় জমি দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। আজ শুক্রবার দুপুরে উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের গেন্দুকুড়ি এলাকায় এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে পুলিশ ও বিজিবি ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এতে ইউপি সদস্যসহ অন্তত ১১ জন আহত হন।
১ few সেকেন্ড আগেব্যবসায়ীদের সংগঠন দ্য চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালনা পর্ষদের ২০২৪-২৬ মেয়াদে নির্বাচন অনুষ্ঠিত হবে আগামীকাল শনিবার। সংগঠনটিতে ২২ জন পরিচালকের মধ্যে চারজন ট্রেড গ্রুপ থেকে ইতিমধ্যে মনোনীত হয়েছেন। ভোটাভুটি হবে ১৮ পরিচালক পদে। এর মধ্যে ১৩ জন সাধারণ ও ৫ জন সহযোগী পরিচালক।
২০ মিনিট আগেঘূর্ণিঝড় মিধিলির সময় বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলারসহ নিখোঁজ বরগুনার পাথরঘাটার ২৫ জেলে এক বছরেও ফেরেননি। তাঁরা আদৌ বেঁচে আছেন কি-না, জানেন না স্বজনেরা। তবু প্রিয়জনের আশায় বুক বেঁধে নীরব অপেক্ষায় দিন কাটছে এসব জেলের পরিবারের সদস্যদের।
৩১ মিনিট আগেঅধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘৫ আগস্টের চার দিন আগে জামায়াতকে নিষিদ্ধ করা হয়েছিল। কিন্তু তারপর চার দিনও টিকতে পারেনি আওয়ামী লীগ। জনরোষে পড়ে দেশ ছেড়ে ভারতে পালাতে বাধ্য হয়েছেন শেখ হাসিনা ও তাঁর আত্মীয়স্বজন। তাঁর বিচার জনগণই করবে। তারা নির্বাচনে আসতে পারবে কি না, সেটি জনগণের ওপর নির্ভর করবে...
১ ঘণ্টা আগে