Ajker Patrika

ভ্যান চালককে নির্যাতনের অভিযোগে জেল হাজতে ইউপি সদস্য 

প্রতিনিধি, সিংড়া (নাটোর)
ভ্যান চালককে নির্যাতনের অভিযোগে জেল হাজতে ইউপি সদস্য 

সিংড়ায় মো. মিজু আহমেদ (২২) নামের এক ভ্যান চালককে বাঁশের খুঁটির সঙ্গে বেঁধে বেধড়ক মারপিটের অভিযোগে ইউপি সদস্য ফজর আলীর বিরুদ্ধে। এ ঘটনার পর ইউপি সদস্যকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠানো হয়েছে। আজ মঙ্গলবার ভোর রাতে খরসতি গ্রামে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে সিংড়া থানা–পুলিশ। 

গ্রেপ্তারকৃত ফজর আলী উপজেলার তাজপুর ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ড সদস্য ও খরসতি গ্রামের আবুল কালামের ছেলে। 

তাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মিনহাজ উদ্দিন ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল সোমবার রাত সাড়ে ১০টার দিকে ক্ষরসতি বাজারে ইউপি সদস্য ফজর আলীর দ্বিতীয় স্ত্রী রেখার মুদি দোকানে রুটি কিনতে যায় স্থানীয় ভ্যান চালক মিজু আহমেদ। এ সময় ইউপি সদস্য ফজর আলী মিজুকে রড দিয়ে বেধড়ক মারপিট শুরু করেন। পরে বাঁশের খুঁটির সঙ্গে বেঁধে পাশবিক নির্যাতন চালানো হয়। এলাকাবাসী থানায় খবর দিলে পুলিশ তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। 

ইউপি সদস্যের স্ত্রীকে ভ্যান চালক ইভটিজিং করেছেন এমন অভিযোগ এনে তাঁকে মারধর করেন বলে জানান স্থানীয়রা। 

সিংড়া থানার ওসি তদন্ত রফিকুল ইসলাম বলেন, এই ঘটনায় ইউপি সদস্য ফজর আলী সহ চারজনের নামে থানায় মামলা হয়েছে। এখন পর্যন্ত ইউপি সদস্যকে আটক করে জেল হাজতে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের ভিসা নীতি দুই দেশের মানুষের মধ্যে সম্পর্কে প্রভাব ফেলছে: বলছেন কূটনীতিকেরা

ফাইনালে ভারতের ‘যম’কে খেলানো নিয়ে দোটানায় নিউজিল্যান্ড

বিকেলে সংবাদ সম্মেলন ডেকেছে ছাত্রদল ও এনসিপি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বিলুপ্তের সিদ্ধান্ত হয়নি, নাহিদের মন্তব্যের জবাবে উমামা

আ.লীগ নেতার গ্রেপ্তার নিয়ে রাজশাহীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত