Ajker Patrika

টানা ৩ দিন সোনামসজিদ স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
আপডেট : ১৭ মার্চ ২০২২, ১১: ৫৬
টানা ৩ দিন সোনামসজিদ স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে টানা তিন দিন ভারত-বাংলাদেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি বাণিজ্যসহ বন্দরের সব ধরনের কার্যক্রম বন্ধ থাকবে। আজ বৃহস্পতিবার থেকে কার্যক্রম বন্ধ রয়েছে। আগামী শনিবার পর্যন্ত এটি অব্যাহত থাকবে। তবে সোনামসজিদ ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারত থেকে পাসপোর্টধারী যাত্রী চলাচল চালু থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। 

সোনামসজিদ সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মো. হারুন-অর রশিদ বলেন, আজ বৃহস্পতিবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস। এ উপলক্ষে সরকারি ছুটি থাকায় সোনামসজিদ কাস্টমস দিয়ে দুই দেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি বাণিজ্যসহ সব ধরনের কার্যক্রম বন্ধ রয়েছে। 

সভাপতি আরও বলেন, আগামীকাল শুক্রবার সাপ্তাহিক ছুটি ও শনিবার পবিত্র শবে বরাত উপলক্ষে সরকারি ছুটি রয়েছে। এ কারণে ওই দুই দিনও বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বাণিজ্যসহ সব কার্যক্রম বন্ধ থাকবে। পরদিন রোববার থেকে পুনরায় বন্দরের কার্যক্রম স্বাভাবিকভাবে চলবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত