সিরাজগঞ্জ প্রতিনিধি
আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনে দুই চেয়ারম্যান প্রার্থীকে শোকজ করেছেন রিটার্নিং কর্মকর্তা। আজ সোমবার জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
এতে অভিযুক্ত চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ রিয়াজ উদ্দিনকে (আনারস) ১২ ঘণ্টা এবং রাশেদ ইউসুফ জুয়েলকে (দোয়াত কলম) ২৪ ঘণ্টার মধ্যে শোকজের লিখিত জবাব দিতে বলা হয়েছে।
নোটিশে বলা হয়েছে, চেয়ারম্যান প্রার্থী রাশেদ ইউসুফ জুয়েলের (দোয়াত কলম) বিরুদ্ধে কর্মী-সমর্থক দিয়ে নির্বাচনী প্রচারণায় বাধা সৃষ্টি ও ভয়ভীতি প্রদর্শন করছেন মর্মে প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোহাম্মদ রিয়াজ উদ্দিন লিখিত অভিযোগ করেছেন।
যা উপজেলা পরিষদ (নির্বাচন আচরণ) বিধিমালা ২০১৬ এর বিধি ৩ ও বিধি ৩১ এর পরিপন্থী। এ অবস্থায় আচরণবিধি লঙ্ঘনের কারণে তার বিরুদ্ধে কেন ব্যবস্থা গ্রহণ করা হবে না তা জানতে নোটিশ দেওয়া হয়েছে। নোটিশে আগামী ২৪ ঘণ্টার মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে।
অপর নোটিশে রোববার (৫ মে) রাতে সদর উপজেলার কাদাই গার্ডেন প্যালেসে ভোটগ্রহণ কর্মকর্তাদের সঙ্গে গোপন বৈঠক করে অর্থ লেনদেনের চেষ্টা করেন মর্মে অভিযোগ পাওয়া গেছে। এ ছাড়া প্রার্থী মোহাম্মদ রিয়াজ উদ্দিনের সমর্থক রিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি ফজলুর রহমান ফজলু আনারস প্রতীকের টি-শার্ট পরে শহরের মাহমুদপুর এলাকায় ভোটারদের মধ্যে টাকা বিতরণ করেছেন মর্মে লিখিত অভিযোগ করেন প্রতিদ্বন্দ্বী প্রার্থী রাশেদ ইউসুফ জুয়েল।
এমন কর্মকাণ্ড উপজেলা পরিষদ (নির্বাচন আচরণ) বিধিমালা ২০১৬ এর বিধি ১৭ এর পরিপন্থী। এ অবস্থায় আচরণবিধি লঙ্ঘনের কারণে তার বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না তা জানতে আগামী ১২ ঘণ্টার মধ্যে সশরীরে উপস্থিত হয়ে লিখিত ও মৌখিকভাবে জবাব দিতে বলা হয়েছে।
প্রথম ধাপে আগামী ৮ মে সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ হবে। এই নির্বাচনে মোট পাঁচজন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন–সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এস এম নাসিম রেজা নুর, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম সজল, সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মোহাম্মদ রিয়াজ উদ্দিন, জেলা যুবলীগের আহ্বায়ক ও প্রয়াত স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের ভাতিজা রাশেদ ইউসুফ জুয়েল ও আওয়ামী লীগ কর্মী এস. এম আহসান হাবিব।
আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনে দুই চেয়ারম্যান প্রার্থীকে শোকজ করেছেন রিটার্নিং কর্মকর্তা। আজ সোমবার জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
এতে অভিযুক্ত চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ রিয়াজ উদ্দিনকে (আনারস) ১২ ঘণ্টা এবং রাশেদ ইউসুফ জুয়েলকে (দোয়াত কলম) ২৪ ঘণ্টার মধ্যে শোকজের লিখিত জবাব দিতে বলা হয়েছে।
নোটিশে বলা হয়েছে, চেয়ারম্যান প্রার্থী রাশেদ ইউসুফ জুয়েলের (দোয়াত কলম) বিরুদ্ধে কর্মী-সমর্থক দিয়ে নির্বাচনী প্রচারণায় বাধা সৃষ্টি ও ভয়ভীতি প্রদর্শন করছেন মর্মে প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোহাম্মদ রিয়াজ উদ্দিন লিখিত অভিযোগ করেছেন।
যা উপজেলা পরিষদ (নির্বাচন আচরণ) বিধিমালা ২০১৬ এর বিধি ৩ ও বিধি ৩১ এর পরিপন্থী। এ অবস্থায় আচরণবিধি লঙ্ঘনের কারণে তার বিরুদ্ধে কেন ব্যবস্থা গ্রহণ করা হবে না তা জানতে নোটিশ দেওয়া হয়েছে। নোটিশে আগামী ২৪ ঘণ্টার মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে।
অপর নোটিশে রোববার (৫ মে) রাতে সদর উপজেলার কাদাই গার্ডেন প্যালেসে ভোটগ্রহণ কর্মকর্তাদের সঙ্গে গোপন বৈঠক করে অর্থ লেনদেনের চেষ্টা করেন মর্মে অভিযোগ পাওয়া গেছে। এ ছাড়া প্রার্থী মোহাম্মদ রিয়াজ উদ্দিনের সমর্থক রিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি ফজলুর রহমান ফজলু আনারস প্রতীকের টি-শার্ট পরে শহরের মাহমুদপুর এলাকায় ভোটারদের মধ্যে টাকা বিতরণ করেছেন মর্মে লিখিত অভিযোগ করেন প্রতিদ্বন্দ্বী প্রার্থী রাশেদ ইউসুফ জুয়েল।
এমন কর্মকাণ্ড উপজেলা পরিষদ (নির্বাচন আচরণ) বিধিমালা ২০১৬ এর বিধি ১৭ এর পরিপন্থী। এ অবস্থায় আচরণবিধি লঙ্ঘনের কারণে তার বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না তা জানতে আগামী ১২ ঘণ্টার মধ্যে সশরীরে উপস্থিত হয়ে লিখিত ও মৌখিকভাবে জবাব দিতে বলা হয়েছে।
প্রথম ধাপে আগামী ৮ মে সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ হবে। এই নির্বাচনে মোট পাঁচজন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন–সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এস এম নাসিম রেজা নুর, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম সজল, সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মোহাম্মদ রিয়াজ উদ্দিন, জেলা যুবলীগের আহ্বায়ক ও প্রয়াত স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের ভাতিজা রাশেদ ইউসুফ জুয়েল ও আওয়ামী লীগ কর্মী এস. এম আহসান হাবিব।
খাগড়াছড়ির পানছড়িতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আঞ্চলিক দুই সশস্ত্র সংগঠনের গোলাগুলিতে রূপসী চাকমা নামে এক গৃহবধূ নিহতের খবর পাওয়া গেছে। আজ সোমবার উপজেলার দুর্গম মাচ্ছাছড়া এলাকায় আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ এবং জেএসএস (সন্তু) গ্রুপের মধ্যে গোলাগুলির সময় ওই গৃহবধূ গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন।
৭ মিনিট আগেসম্প্রতি রাজধানীর কাওরানবাজার ও চট্টগ্রামের পতেঙ্গাসহ দেশের বিভিন্ন স্থানে পুলিশ সদস্যদের সঙ্গে উচ্ছৃঙ্খল ও সমাজবিরোধী কিছু ব্যক্তির অসৌজন্যমূলক ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন। সংগঠনটি এক বিবৃতিতে জানিয়েছে, এ ধরনের ঘটনা পুলিশ বাহিনীর জন্য ‘মর্মান্তিক, চরম উদ্বেগজনক
১১ মিনিট আগেমোহন মিয়া (২৮) নামের এক যুবককে ডেকে নিয়ে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে সাবেক স্ত্রীর বিরুদ্ধে। আহত যুবককে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ সোমবার বগুড়া শহরতলির সাবগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।
৩ ঘণ্টা আগেবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাবি শাখার সমন্বয়ক সালাহউদ্দিন আম্মার আজকের পত্রিকাকে বলেন, ‘আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্ট কেউ যদি বিশ্ববিদ্যালয়ে নিয়োগ পান, তাহলে তাঁর বিষয়টি বিশেষভাবে খতিয়ে দেখতে হবে। তাঁকে মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়েছে কি না, সেটি দেখতে হবে। এত তড়িঘড়ি করে নিয়োগ দিতে হবে কেন?’
৩ ঘণ্টা আগে