ইউরেনিয়ামের ষষ্ঠ চালান পৌঁছাল রূপপুরে

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
আপডেট : ০৩ নভেম্বর ২০২৩, ১৫: ৪৫
Thumbnail image

ইউরেনিয়ামের ষষ্ঠ চালান পৌঁছেছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে। যথারীতি নিরাপত্তার মধ্য দিয়ে আজ শুক্রবার সকালে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের ‘ফ্রেশ নিউক্লিয়ার ফুয়েল’ বা ইউরেনিয়ামের ষষ্ঠ চালান পাবনার ঈশ্বরদীর রূপপুরে এসে পৌঁছায়। 

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপন প্রকল্পের পরিচালক ড. শৌকত আকবর ষষ্ঠ চালান প্রকল্পের অভ্যন্তরে পৌঁছানোর বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন। তিনি বলেন, প্রথম ইউনিটের জন্য ইউরেনিয়ামের সপ্তম চালানটিও শিগগিরই দেশে এসে পৌঁছাবে। 

জানা যায়, সেনাবাহিনীর কড়া নিরাপত্তায় শুক্রবার সকাল ৯টার দিকে ইউরেনিয়াম বহনকারী গাড়িবহর রূপপুর প্রকল্পের ভেতরে প্রবেশ করে। এর আগে গতকাল বৃহস্পতিবার বিকেলে রাশিয়া থেকে বিশেষ বিমানে ঢাকায় এসে পৌঁছায় রূপপুরের জন্য আনা ইউরেনিয়াম। 

উল্লেখ্য, গত ৫ অক্টোবর রূপপুরে বর্ণাঢ্য অনুষ্ঠানে রাশিয়ার পক্ষ থেকে বাংলাদেশ সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে পারমাণবিক জ্বালানি সনদ হস্তান্তর করা হয়। এই অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে যুক্ত হন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত