‘সমন্বয়ক, মৃত্যুর জন্য প্রস্তুত হ’ লিখে সংগঠককে হুমকি, থানায় জিডি

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
Thumbnail image
চারঘাট উপজেলার সংগঠক ফা-আরদ্বীন রহমানের বাড়ির দেয়াল। ছবি: আজকের পত্রিকা

‘সমন্বয়ক, মৃত্যুর জন্য প্রস্তুত হ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।’ এমন কথা লিখে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহীর চারঘাট উপজেলার সংগঠক ফা-আরদ্বীন রহমানের বাড়ির দেয়ালে। গতকাল রোববার রাতে উপজেলার সরদহ ইউনিয়নের পশ্চিম বালিয়াডাঙ্গা গ্রামে তাঁর বাড়ির দেয়ালে এটি লেখা হয়।

ফা-আরদ্বীন সিটি পলিটেকনিক অ্যান্ড টেক্সটাইল ইনস্টিটিউটের ইলেকট্রিক্যাল বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। তাঁর বাবার নাম বজলুর রহমান।

এটিকে হত্যার হুমকি বলছেন ফা-আরদ্বীন। এ ঘটনায় তাঁর পরিবারের সদস্যদের মাঝে আতঙ্ক সৃষ্টি হয়েছে। এ নিয়ে থানায় একটি লিখিত অভিযোগ করেছেন ফা-আরদ্বীন রহমান। পুলিশ বলেছে, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

জানা যায়, গত ১৮ জুলাই চারঘাট উপজেলার পল্লী বিদ্যুৎ মোড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে মিছিল বের করেন শিক্ষার্থীরা। সেই মিছিল থেকে ফা-আরদ্বীন রহমানসহ আট শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়। পরদিন তাঁদের কারাগারে পাঠানো হয়। আওয়ামী সরকারের পতনের পরদিন তিনি মুক্তি পান।

ফা-আরদ্বীনের দাবি, তিনি শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে ফেসবুকে সোচ্চার ছিলেন। তাই জেলে থাকা অবস্থায় ২১ জুলাই রাতে কারাগারের টর্চার সেলে নিয়ে হাত-পা বেঁধে শারীরিক নির্যাতন করা হয়। এখনো তিনি ঠিকমতো হাঁটতে পারেন না। এ অবস্থায় বাড়ির দেয়ালে মৃত্যুর হুমকি পাওয়ায় তিনি ও তাঁর পরিবার নিরাপত্তাহীনতায় ভুগেছেন।

তিনি বলেন, ‘রোববার রাতে ১০টার দিকে বাবার সঙ্গে বাজার থেকে বাসায় ফিরি। এ সময় দেয়ালে লেখাটি দেখতে পাই। বিকেলে লেখাটি ছিল না। অধিকাংশ সময় বাবা-মা বাড়িতে একা থাকেন। তাঁদের নিরাপত্তার কথা ভেবে আতঙ্কিত হচ্ছি। এ বিষয়ে থানায় অভিযোগ করেছি।’

চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন বলেন, ‘এ বিষয়ে ফা-আরদ্বীন রহমান থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।’ এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় নিয়ে আসতে কাজ চলছে বলেও জানান ওসি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত