বগুড়া প্রতিনিধি
বগুড়ায় ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি নিয়ে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। পুলিশি বাধায় আদালত চত্বরে যেতে না পারলেও শহরের জলেশ্বরীতলা এলাকায় বিক্ষোভ মিছিল করেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।
আজ বুধবার বেলা ১১টা থেকে দেড়টা পর্যন্ত তাঁরা সড়কে অবস্থান করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বুধবার বেলা ১১টায় শহরের জলেশ্বরীতলা কালীবাড়ি মোড়ে সমবেত হতে শুরু করেন শিক্ষার্থীরা। সেখান থেকে তাঁরা মিছিল নিয়ে আদালত চত্বরের দিকে রওনা দেন। আলতাফুন নেছা খেলার মাঠ পার হলে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাধার সম্মুখীন হন তাঁরা। পরে সেখানে বসে পড়ে নানা স্লোগান দিতে থাকেন বিক্ষোভকারীরা।
সেখানে আধা ঘণ্টা অবস্থানের পর খেলার মাঠের রাস্তা ধরে তাঁরা আবারও জলেশ্বরীতলা শহীদ আব্দুল জব্বার সড়কে গিয়ে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। সেখান থেকে মিছিল নিয়ে তাঁরা জেলখানা মোড়ে যান এবং সেখানকার সড়কে বসে বিক্ষোভ সমাবেশ করে বেলা দেড়টায় কর্মসূচি শেষ করেন।
সমাবেশে গণগ্রেপ্তার ও মামলার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভকারী শিক্ষার্থীরা বলেন, অবিলম্বে গ্রেপ্তারকৃত ছাত্রদের মুক্তি দিতে হবে এবং ছাত্রদের নামে দায়েরকৃত মামলা প্রত্যাহার করতে হবে। সেই সঙ্গে তাঁরা হত্যা ও হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণেরও দাবি করেন।
সার্বিক বিষয়ে বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শাহীনুজ্জামান শাহীন আজকের পত্রিকাকে বলেন, ‘শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে তাদের কর্মসূচি পালন করে ফিরে গেছে। কর্মসূচি চলাকালে শহরের কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।’
বগুড়ায় ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি নিয়ে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। পুলিশি বাধায় আদালত চত্বরে যেতে না পারলেও শহরের জলেশ্বরীতলা এলাকায় বিক্ষোভ মিছিল করেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।
আজ বুধবার বেলা ১১টা থেকে দেড়টা পর্যন্ত তাঁরা সড়কে অবস্থান করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বুধবার বেলা ১১টায় শহরের জলেশ্বরীতলা কালীবাড়ি মোড়ে সমবেত হতে শুরু করেন শিক্ষার্থীরা। সেখান থেকে তাঁরা মিছিল নিয়ে আদালত চত্বরের দিকে রওনা দেন। আলতাফুন নেছা খেলার মাঠ পার হলে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাধার সম্মুখীন হন তাঁরা। পরে সেখানে বসে পড়ে নানা স্লোগান দিতে থাকেন বিক্ষোভকারীরা।
সেখানে আধা ঘণ্টা অবস্থানের পর খেলার মাঠের রাস্তা ধরে তাঁরা আবারও জলেশ্বরীতলা শহীদ আব্দুল জব্বার সড়কে গিয়ে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। সেখান থেকে মিছিল নিয়ে তাঁরা জেলখানা মোড়ে যান এবং সেখানকার সড়কে বসে বিক্ষোভ সমাবেশ করে বেলা দেড়টায় কর্মসূচি শেষ করেন।
সমাবেশে গণগ্রেপ্তার ও মামলার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভকারী শিক্ষার্থীরা বলেন, অবিলম্বে গ্রেপ্তারকৃত ছাত্রদের মুক্তি দিতে হবে এবং ছাত্রদের নামে দায়েরকৃত মামলা প্রত্যাহার করতে হবে। সেই সঙ্গে তাঁরা হত্যা ও হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণেরও দাবি করেন।
সার্বিক বিষয়ে বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শাহীনুজ্জামান শাহীন আজকের পত্রিকাকে বলেন, ‘শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে তাদের কর্মসূচি পালন করে ফিরে গেছে। কর্মসূচি চলাকালে শহরের কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।’
রাজধানীর যাত্রাবাড়ীতে ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজে হামলা ও ভাঙচুর ও শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় তিনজন নিহত হয়েছেন বলে দাবি করেছে কলেজ কর্তৃপক্ষ। এ ঘটনায় শিক্ষকসহ শতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন বলেও জানানো হয়েছে। সেই সঙ্গে এই হামলা, লুটপাটের ন্যায়বিচারের দাবিতে প্রশাসনের হস্তক্ষেপ
২৯ মিনিট আগেছাগলকাণ্ডে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্যপদ ও ভ্যাট আপিলাত ট্রাইব্যুনালের প্রেসিডেন্টের পদ হারানো মতিউর রহমান বিদেশ যাওয়ার অনুমতি চেয়ে রিট করেছিলেন। তবে রিট উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। আজ সোমবার বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মুবিনা আসাফের বেঞ্চ এ আদেশ দেন।
৪২ মিনিট আগেরোববার দিবাগত রাত ১টার পর থেকেই বাস, পিকআপ ও মাইক্রোবাসে করে বিভিন্ন জেলা থেকে লোকজন ঢাকায় আসতে শুরু করেন। রাত ১টা থেকে ভোরে শত শত মানুষ শাহবাগে এসে পৌঁছাতে শুরু করেন। অধিকাংশই জানতেন না কী ঘটতে চলেছে।
২ ঘণ্টা আগেরিকশা-ভ্যানে কোনো চাঁদাবাজি হবে না। গরিবদের কষ্টার্জিত অর্থ কেউ নিতে পারবে না। স্থানীয় লোকাল মাস্তানেরা চাঁদাবাজির টাকা ভাগ করে খায়। যদি পুলিশের কোনো লোক চাঁদাবাজির সঙ্গে জড়িত থাকে, তাহলে তাঁর আর রক্ষা নেই। গরিবের কষ্টার্জিত টাকা কেউ নিলেই ব্যবস্থা...
২ ঘণ্টা আগে