Ajker Patrika

নওগাঁয় রেড ক্রিসেন্টের সম্পাদক বহিষ্কার

প্রতিনিধি, নওগাঁ
নওগাঁয় রেড ক্রিসেন্টের সম্পাদক বহিষ্কার

নওগাঁয় মাদক মামলায় জড়িত থাকায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির নওগাঁ ইউনিটের সাধারণ সম্পাদক নজমুল হক মন্টুকে বহিষ্কার করা হয়েছে। রোববার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে রেড ক্রিসেন্ট সোসাইটির নওগাঁ ইউনিটের চেয়ারম্যান ও জেলা পরিষদের চেয়ারম্যান ফজলে রাব্বী (বকু) বিষয়টি নিশ্চিত করেছেন। 

বহিষ্কৃত নজমুল হক মন্টু নওগাঁ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ছিলেন। 

অ্যাড একেএম ফজলে রাব্বী বলেন, সম্প্রতি শহরের খুচরা চাল বাজারে পাশে মার্কেটের একটি ভবনের অফিস কক্ষ থেকে মাদক উদ্ধার করে র‍্যাব। এ ঘটনায় গত ২৬ জুলাই মাদক মামলায় জড়িত থাকায় তাঁর নামে নওগাঁ সদর থানায় মামলা হয়েছে। বিষয়টি গত ২৮ জুলাই জানার পর তাৎক্ষণিকভাবে তাঁকে নির্বাহী কমিটির সভায় সাময়িক বরখাস্ত করে নির্বাহী সদস্য সারোয়ার তানজিদ সম্রাটকে ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবে দায়িত্ব প্রদান করে এ বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হয়। 

তদন্ত কমিটির প্রতিবেদন সাপেক্ষে তাঁকে গত ২৩ আগস্ট স্থায়ীভাবে বরখাস্তসহ আজীবন সদস্য পদ বাতিল করে কেন্দ্রকে অবগত করার ব্যবস্থা করা গ্রহণ করা হয়েছে বলে জানান তিনি। 

এ বিষয়ে সদ্য বহিষ্কৃত নজমুল হক বলেন, ‘মাদক এর ঘটনার সাথে আমি কোন ভাবেই জড়িত নই। ২০১৮ সালের পর মাদক উদ্ধার হওয়া ওই ঘর আমি আর ব্যবহার করি না। ঘটনার দিন আমি ত্রাণ বিতরণে ব্যস্ত ছিলাম।' 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত