রাব্বিউল হাসান, কালাই (জয়পুরহাট)
জয়পুরহাটের কালাই উপজেলার পুনট হাট থেকে পাঁচটি গ্রামে যাওয়ার মূল পাঁচ কিলোমিটার রাস্তার একটি কালভার্ট ভেঙে যাওয়ায় এবং অনেক স্থানে গর্তের সৃষ্টি হওয়ায় যেন মরণফাঁদে পরিণত হয়েছে সড়কটি। অথচ এই ব্যস্ততম রাস্তা দিয়ে প্রতিদিন হাজারো মানুষ যাতায়াত করে। এ ছাড়া সড়কটিতে পণ্যবাহী গাড়ি, মোটরসাইকেল, ব্যাটারিচালিত অটোভ্যান, ইজিবাইকসহ চলে বিভিন্ন যানবাহন।
সরেজমিনে দেখা গেছে, উপজেলার পুনট পূর্ব নয়াপাড়া জামে মসজিদসংলগ্ন পুরোনো কালভার্টটি ভেঙে পড়ে গেছে। কালভার্টের অনেকাংশে ঢালাই নেই। ঢালাই পড়ে যাওয়ায় খালি জায়গায় শুধু রড দৃশ্যমান। এ ছাড়া রাস্তার অনেক স্থানে পিচ, বিটুমিন, পাথর, খোয়া উঠে গিয়ে খানাখন্দের সৃষ্টি হওয়ায় চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।
স্থানীয়রা জানান, পুনট হাট ব্রিটিশ আমলের হওয়ায় পুনট ইউনিয়নের মানুষ ছাড়াও উপজেলার জিন্দারপুর ইউনিয়ন ও পার্শ্ববর্তী বগুড়ার শিবগঞ্জ উপজেলার আটমূল ইউনিয়নের মানুষের প্রধান সংযোগ সড়ক এটি। এই হাটে অনেক ব্যবসাপ্রতিষ্ঠান ছাড়াও একটি প্রাথমিক বিদ্যালয়, একটি উচ্চবিদ্যালয়, একটি বালিকা উচ্চবিদ্যালয়, একটি মাদ্রাসা, দুটি কওমি মাদ্রাসা এবং একটি উপস্বাস্থ্য কেন্দ্র রয়েছে। ফলে এই রাস্তা দিয়ে প্রতিদিন ঝুঁকি নিয়ে যাতায়াত করছে হাজারো মানুষ।
মোটরসাইকেল আরোহী সুজন আহম্মেদ বলেন, `পুনট হাটে আমার ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে। এ জন্য প্রতিদিন এই রাস্তা দিয়ে যেতে হয়। কিছুদিন আগে রাতের বেলায় বাড়িতে যাওয়ার সময় রাস্তার গর্তের কারণে দুর্ঘটনা হয়। অল্পের জন্য বেঁচে গেছি।'
উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রকৌশলী সিরাজুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, কালভার্টের অনুমোদন হয়েছে। তবে কাজ শুরু হতে সময় লাগবে। এ ছাড়া রাস্তার গর্ত খোয়া ও বালু দিয়ে সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে।
কালাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মিনফুজুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ভেঙে যাওয়া কালভার্ট ও রাস্তার গর্ত সংস্কারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য উপজেলা প্রকৌশলীকে বলা হয়েছে। আশা করি দ্রুত সময়ের মধ্যে এই সমস্যার সমাধান হবে।
জয়পুরহাটের কালাই উপজেলার পুনট হাট থেকে পাঁচটি গ্রামে যাওয়ার মূল পাঁচ কিলোমিটার রাস্তার একটি কালভার্ট ভেঙে যাওয়ায় এবং অনেক স্থানে গর্তের সৃষ্টি হওয়ায় যেন মরণফাঁদে পরিণত হয়েছে সড়কটি। অথচ এই ব্যস্ততম রাস্তা দিয়ে প্রতিদিন হাজারো মানুষ যাতায়াত করে। এ ছাড়া সড়কটিতে পণ্যবাহী গাড়ি, মোটরসাইকেল, ব্যাটারিচালিত অটোভ্যান, ইজিবাইকসহ চলে বিভিন্ন যানবাহন।
সরেজমিনে দেখা গেছে, উপজেলার পুনট পূর্ব নয়াপাড়া জামে মসজিদসংলগ্ন পুরোনো কালভার্টটি ভেঙে পড়ে গেছে। কালভার্টের অনেকাংশে ঢালাই নেই। ঢালাই পড়ে যাওয়ায় খালি জায়গায় শুধু রড দৃশ্যমান। এ ছাড়া রাস্তার অনেক স্থানে পিচ, বিটুমিন, পাথর, খোয়া উঠে গিয়ে খানাখন্দের সৃষ্টি হওয়ায় চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।
স্থানীয়রা জানান, পুনট হাট ব্রিটিশ আমলের হওয়ায় পুনট ইউনিয়নের মানুষ ছাড়াও উপজেলার জিন্দারপুর ইউনিয়ন ও পার্শ্ববর্তী বগুড়ার শিবগঞ্জ উপজেলার আটমূল ইউনিয়নের মানুষের প্রধান সংযোগ সড়ক এটি। এই হাটে অনেক ব্যবসাপ্রতিষ্ঠান ছাড়াও একটি প্রাথমিক বিদ্যালয়, একটি উচ্চবিদ্যালয়, একটি বালিকা উচ্চবিদ্যালয়, একটি মাদ্রাসা, দুটি কওমি মাদ্রাসা এবং একটি উপস্বাস্থ্য কেন্দ্র রয়েছে। ফলে এই রাস্তা দিয়ে প্রতিদিন ঝুঁকি নিয়ে যাতায়াত করছে হাজারো মানুষ।
মোটরসাইকেল আরোহী সুজন আহম্মেদ বলেন, `পুনট হাটে আমার ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে। এ জন্য প্রতিদিন এই রাস্তা দিয়ে যেতে হয়। কিছুদিন আগে রাতের বেলায় বাড়িতে যাওয়ার সময় রাস্তার গর্তের কারণে দুর্ঘটনা হয়। অল্পের জন্য বেঁচে গেছি।'
উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রকৌশলী সিরাজুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, কালভার্টের অনুমোদন হয়েছে। তবে কাজ শুরু হতে সময় লাগবে। এ ছাড়া রাস্তার গর্ত খোয়া ও বালু দিয়ে সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে।
কালাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মিনফুজুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ভেঙে যাওয়া কালভার্ট ও রাস্তার গর্ত সংস্কারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য উপজেলা প্রকৌশলীকে বলা হয়েছে। আশা করি দ্রুত সময়ের মধ্যে এই সমস্যার সমাধান হবে।
সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল সরকারি কলেজের সঙ্গে ডেমরার ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া ও পাল্টা ধাওয়া এবং সংঘর্ষের ঘটনায় কেউ নিহত হয়নি। তবে ২৫ জন শিক্ষার্থী আহত হয়েছে
২৪ মিনিট আগেচট্টগ্রামে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন) নেতা চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীকে গ্রেপ্তারের প্রতিবাদে বিক্ষোভ হয়েছে। বিকেলে গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে নগরীর জামালখানে তাঁর অনুসারীরা জড়ো হতে থাকেন।
২৯ মিনিট আগেঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্তদের জন্য উত্তরা দিয়াবাড়ীতে নির্মিত পুনর্বাসন ভিলেজে লটারির মাধ্যমে প্রথম ধাপে ফ্ল্যাট বরাদ্দ দেওয়া হয়েছে। আজ সোমবার বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের সম্মেলন কক্ষে এই লটারি অনুষ্ঠানের আয়োজন করা হয়।
৩৪ মিনিট আগেরাজধানী ঢাকায় পুলিশের গুলিভর্তি ম্যাগাজিন চুরি ও এপিসি গাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগে ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজসহ বিভিন্ন কলেজের অজ্ঞাতনামা আট হাজার শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।
১ ঘণ্টা আগে