প্রতিনিধি
রাজশাহী: টাকায় একটি লেবু। এক হালির দাম চার টাকা। আর আমের কেজি মাত্র ১০ টাকা। রাজশাহীতে এখন আম ও লেবুর দাম একরকম পানির চেয়েও কম। তবুও ক্রেতা নেই।
রাজশাহীতে চলছে লকডাউন। তবে খোলা আছে কাঁচাবাজার। কিন্তু করোনার ভীতিকর পরিস্থিতিতে মানুষ বাজারে যাওয়া কমিয়ে দিয়েছে। দেখা দিয়েছে ক্রেতার সংকট। তার ওপর শুক্রবার শহরে থেমে থেমে বৃষ্টি। এই বৃষ্টিতে ক্রেতারা বাজারে যাননি। এমন পরিস্থিতিতে ৪ টাকা হালি লেবু আর ১০ টাকা কেজি আম বিক্রি করছিলেন নগরীর মাস্টারপাড়া কাঁচাবাজারের ব্যবসায়ীরা।
বাজারে গিয়ে দেখা যায়, বিক্রেতারা ডালাতে করে লেবু ও আম নিয়ে বসে আছেন। ক্রেতাদের দৃষ্টি আকর্ষণে বলে যাচ্ছিলেন, ‘৪ টাকা হালি লেবু’, ‘১০ টাকা কেজি আম।’ তবুও ক্রেতার দেখা মিলছিল না।
আবদুল মালেক নামের এক লেবু বিক্রেতা জানালেন, লকডাউনে বিক্রি কমে গেছে। সবুজ লেবু পেকে হলুদ হয়ে গেছে। এখন বিক্রি করতে না পারলে পচে যাবে। তখন পুরোটাই ক্ষতি। তাই এক টাকা পিস লেবু বিক্রি করে দিচ্ছেন। এসব লেবু তাঁর দুই টাকা করে কেনা।
পাশেই আম বিক্রি করছিলেন রজব আলী। ডালার পাকা আম দেখিয়ে বললেন, ‘এই আম আর রাখার জো নাই। সব পেকে গেছে। আজ বিক্রি না হলে ফেলে দিতে হবে। তাই কম দামেই দিচ্ছি।’ রজব আলী এসব আম ২০ টাকা কেজি দরে কিনেছিলেন বলে জানালেন।
বাজারে এসেছিলেন গৃহিণী সালমা বেগম। আম না কিনলেও দুই হালি লেবু কিনলেন। বললেন, তাঁর বাগানেই আম আছে। না থাকলে কিনতেন। কম দামে লেবু পেয়ে দুই হালি কিনে নিলেন।
রাজশাহী: টাকায় একটি লেবু। এক হালির দাম চার টাকা। আর আমের কেজি মাত্র ১০ টাকা। রাজশাহীতে এখন আম ও লেবুর দাম একরকম পানির চেয়েও কম। তবুও ক্রেতা নেই।
রাজশাহীতে চলছে লকডাউন। তবে খোলা আছে কাঁচাবাজার। কিন্তু করোনার ভীতিকর পরিস্থিতিতে মানুষ বাজারে যাওয়া কমিয়ে দিয়েছে। দেখা দিয়েছে ক্রেতার সংকট। তার ওপর শুক্রবার শহরে থেমে থেমে বৃষ্টি। এই বৃষ্টিতে ক্রেতারা বাজারে যাননি। এমন পরিস্থিতিতে ৪ টাকা হালি লেবু আর ১০ টাকা কেজি আম বিক্রি করছিলেন নগরীর মাস্টারপাড়া কাঁচাবাজারের ব্যবসায়ীরা।
বাজারে গিয়ে দেখা যায়, বিক্রেতারা ডালাতে করে লেবু ও আম নিয়ে বসে আছেন। ক্রেতাদের দৃষ্টি আকর্ষণে বলে যাচ্ছিলেন, ‘৪ টাকা হালি লেবু’, ‘১০ টাকা কেজি আম।’ তবুও ক্রেতার দেখা মিলছিল না।
আবদুল মালেক নামের এক লেবু বিক্রেতা জানালেন, লকডাউনে বিক্রি কমে গেছে। সবুজ লেবু পেকে হলুদ হয়ে গেছে। এখন বিক্রি করতে না পারলে পচে যাবে। তখন পুরোটাই ক্ষতি। তাই এক টাকা পিস লেবু বিক্রি করে দিচ্ছেন। এসব লেবু তাঁর দুই টাকা করে কেনা।
পাশেই আম বিক্রি করছিলেন রজব আলী। ডালার পাকা আম দেখিয়ে বললেন, ‘এই আম আর রাখার জো নাই। সব পেকে গেছে। আজ বিক্রি না হলে ফেলে দিতে হবে। তাই কম দামেই দিচ্ছি।’ রজব আলী এসব আম ২০ টাকা কেজি দরে কিনেছিলেন বলে জানালেন।
বাজারে এসেছিলেন গৃহিণী সালমা বেগম। আম না কিনলেও দুই হালি লেবু কিনলেন। বললেন, তাঁর বাগানেই আম আছে। না থাকলে কিনতেন। কম দামে লেবু পেয়ে দুই হালি কিনে নিলেন।
খোয়াজপুরে বালু ব্যবসাকে কেন্দ্র করে স্থানীয় মো. শাজাহান ও মতিন মোল্যার সঙ্গে একই এলাকার সাইফুল সরদারের দ্বন্দ্ব চলছিল। এর জের ধরে আজ দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। এ সময় সাইফুল ও তাঁর ভাই আতাউরকে কুপিয়ে হত্যা করা হয়।
৬ মিনিট আগেমাগুরায় শিশুটিকে নির্যাতনের ঘটনা নিয়ে ক্ষোভ বিরাজ করছে। বিভিন্ন সংগঠনের ব্যানারে আজ শনিবার দিনভর বিক্ষোভ মিছিল করার কথা রয়েছে। তবে এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি বলে জানিয়েছেন মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী। মামলার প্রক্রিয়া চলছে বলে জানান তিনি। আজ শনিবার সকালে জানা গেছে...
২০ মিনিট আগেমাগুরায় আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগের ঘটনায় এলাকায় চরম ক্ষোভ বিরাজ করছে। বিভিন্ন সংগঠনের ব্যানারে আজ শনিবার দিনভর বিক্ষোভ মিছিল করার কথা রয়েছে। গতকাল বিক্ষুব্ধ মানুষ থানাও ঘেরাও করতে গেলে সেনাবাহিনীর উপস্থিতিতে তারা ছত্রভঙ্গ হয়ে যায়।
২ ঘণ্টা আগেনিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীরের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) দুই শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ প্রশাসন। গতকাল শুক্রবার রাতে কোতোয়ালি মডেল থানায় মামলাটি করা হয়।
২ ঘণ্টা আগে