চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি
অনিয়ম ও দুর্নীতির প্রতিবেদন করায় ঢাকা প্রতিদিনের সম্পাদক মনজুরুল বারী নয়নকে হত্যার হুমকি দেওয়ায় কাস্টমস কর্মকর্তার বিচারের দাবি জানিয়েছে চৌহালীর সাংবাদিকরা। আজ মঙ্গলবার সকালে উপজেলার প্রেসক্লাব চত্বরে আয়োজিত এক মানববন্ধনে এই দাবি জানানো হয়।
চৌহালী উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল লতিফের সঞ্চালনায় ও রাশেদুল হাসান জুয়েলের সভাপতিত্বে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, একজন কাস্টমস কর্মকর্তা হয়ে কীভাবে কোটি কোটি টাকার মালিক হলেন ড. তাজুল ইসলাম। তার কাছে লাইসেন্স করা অস্ত্রও রয়েছে। এ অস্ত্র তিনি কীভাবে পেলেন তা সরকারকে খতিয়ে দেখতে হবে। পাশাপাশি তার সম্পদ খতিয়ে দেখতে দুর্নীতি দমন কমিশন কর্মকর্তাদেরও দৃষ্টি আকর্ষণ করা হয়। অবিলম্বে ওই কাস্টমস কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা।
বক্তারা আরও বলেন, ড. তাজুলের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির সংবাদ প্রকাশ করায় মনজুরুল বারী নয়নের অফিসে এসে অস্ত্রের ভয়ভীতি দেখানো হয়। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমেও তাঁকে হেয় করা হয়েছে।
আগামী সাত দিনের মধ্যে তাজুলের বিরুদ্ধে দৃশ্যমান কোনো ব্যবস্থা গ্রহণ করা না হলে পরবর্তী সময়ে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন সাংবাদিক নেতারা।
মানববন্ধন কর্মসূচিতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, চৌহালী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ শাহাবুদ্দিন, শিক্ষক প্রতিনিধি আব্দুল লতিফ, মুন্সী আব্দুল লতিফ, আব্দুল জলিল, চৌহালী উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহমুদুল হাসান প্রমুখ।
অনিয়ম ও দুর্নীতির প্রতিবেদন করায় ঢাকা প্রতিদিনের সম্পাদক মনজুরুল বারী নয়নকে হত্যার হুমকি দেওয়ায় কাস্টমস কর্মকর্তার বিচারের দাবি জানিয়েছে চৌহালীর সাংবাদিকরা। আজ মঙ্গলবার সকালে উপজেলার প্রেসক্লাব চত্বরে আয়োজিত এক মানববন্ধনে এই দাবি জানানো হয়।
চৌহালী উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল লতিফের সঞ্চালনায় ও রাশেদুল হাসান জুয়েলের সভাপতিত্বে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, একজন কাস্টমস কর্মকর্তা হয়ে কীভাবে কোটি কোটি টাকার মালিক হলেন ড. তাজুল ইসলাম। তার কাছে লাইসেন্স করা অস্ত্রও রয়েছে। এ অস্ত্র তিনি কীভাবে পেলেন তা সরকারকে খতিয়ে দেখতে হবে। পাশাপাশি তার সম্পদ খতিয়ে দেখতে দুর্নীতি দমন কমিশন কর্মকর্তাদেরও দৃষ্টি আকর্ষণ করা হয়। অবিলম্বে ওই কাস্টমস কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা।
বক্তারা আরও বলেন, ড. তাজুলের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির সংবাদ প্রকাশ করায় মনজুরুল বারী নয়নের অফিসে এসে অস্ত্রের ভয়ভীতি দেখানো হয়। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমেও তাঁকে হেয় করা হয়েছে।
আগামী সাত দিনের মধ্যে তাজুলের বিরুদ্ধে দৃশ্যমান কোনো ব্যবস্থা গ্রহণ করা না হলে পরবর্তী সময়ে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন সাংবাদিক নেতারা।
মানববন্ধন কর্মসূচিতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, চৌহালী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ শাহাবুদ্দিন, শিক্ষক প্রতিনিধি আব্দুল লতিফ, মুন্সী আব্দুল লতিফ, আব্দুল জলিল, চৌহালী উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহমুদুল হাসান প্রমুখ।
অহিংস গণ-অভ্যুত্থানের অন্যতম সংগঠক মাহবুবুল আলম চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশনের একটি টিম
২ ঘণ্টা আগেজামিনে কারাগার থেকে মুক্তি পাওয়ার পরই গ্রেপ্তার হয়েছেন রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সাবেক এমপি ও আওয়ামী লীগ নেতা রাহেনুল হক। সোমবার (২৫ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে তিনি রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান এবং এরপরই জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা তাঁকে গ্রেপ্তার করেন
৩ ঘণ্টা আগেঅবশেষে কক্সবাজার-সেন্ট মার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে জেলা প্রশাসন। আগামী বৃহস্পতিবার কক্সবাজার শহরের নুনিয়ারছড়া বিআইডব্লিউটিএর ঘাট থেকে কেয়ারি সিন্দাবাদ নামক একটি জাহাজ পর্যটক নিয়ে সেন্ট মার্টিন যাবে
৩ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলাকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল শাখা ছাত্রলীগের আপ্যায়নবিষয়ক সম্পাদক ইমন খান জীবনকে (২৮) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। রোববার (২৪ নভেম্বর) রাতে নারায়ণগঞ্জ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়
৩ ঘণ্টা আগে