নাটোরে সাবেক যুবলীগ নেতার কবজি কর্তন: আ. লীগ নেতা কারাগারে

নাটোর প্রতিনিধি
প্রকাশ : ২৭ জুলাই ২০২৩, ১৮: ২৪
আপডেট : ২৭ জুলাই ২০২৩, ১৯: ০২

নাটোরে পৌর যুবলীগ নেতার কবজি কাটার মামলায় জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মোর্ত্তোজা আলী বাবলুকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। 

আজ বৃহস্পতিবার আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে নাটোর সদর আমলি আদালতের বিচারক রওশন আলম এই আদেশ দেন। 

এ ছাড়া মামলার অন্য আসামিদের মধ্যে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান, পৌর আওয়ামী লীগের সভাপতি মোস্তাক আলী মুকুল, পৌর যুবলীগের সদস্য সেন্টু আলী ও নাসির উদ্দিনের জামিন মঞ্জুর করেছেন আদালত। তাঁদের পুলিশ প্রতিবেদন দাখিল পর্যন্ত অস্থায়ী জামিন মঞ্জুর করা হয়েছে। 

নাটোর কোর্ট ইন্সপেক্টর নাসরিন আকতার জানান, পৌর যুবলীগের ৩ নম্বর ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক মিঠুন আলীসহ (৪০) কয়েকজনকে কুপিয়ে জখম করার মামলায় আসামিরা আমলি আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে সৈয়দ মোর্ত্তোজা আলী বাবলুর জামিনের আবেদন না মঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। অন্য আসামিদের পুলিশ প্রতিবেদন দাখিল পর্যন্ত অস্থায়ী জামিন মঞ্জুর করেন। 

 ২৩ জুলাই রাত সাড়ে ৯টায় শহরের বলারিপাড়া এলাকায় দুর্বৃত্তরা সাবেক যুবলীগের সাধারণ সম্পাদক মিঠুন আলীসহ কয়েকজনকে কুপিয়ে জখম করে। এতে মিঠুনের ডান হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে যায়। বর্তমানে তিনি ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় তাঁর ভাই বাদশাহ রহমান স্বপ্ন বাদী হয়ে ৪০ জনের বিরুদ্ধে সদর থানায় মামলা করেন।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত