নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
বিএনপির চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা মিজানুর রহমান মিনু বলেছেন, ‘বিএনপির আন্দোলনের কারণে এই সরকারের ভিত নড়ে গেছে। তাই হয়রানি, রাহাজানি, গায়েবি মামলা ও নির্যাতন বেড়ে গেছে।’
আজ রোববার বেলা সাড়ে ১১টায় রাজশাহীতে বিএনপির পদযাত্রার আগে এক সমাবেশে তিনি এসব কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে মিনু বলেন, ‘দেশে এখন ভয়ানক অবস্থা বিরাজ করছে। সামনে দুর্ভিক্ষের হাতছানি দিচ্ছে। নিত্যপণ্যের ঊর্ধ্বগতিতে মানুষ দিশেহারা হয়ে পড়েছে। এ অবস্থা থেকে দেশের মানুষকে রক্ষায় গণতন্ত্র পুনরুদ্ধার করা দরকার। নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দরকার।’
মিনু অভিযোগ করেন, ‘বিএনপির আন্দোলনে ভীত হয়ে নেতা-কর্মীদের নামে গায়েবি মামলা দিয়ে অযথা গ্রেপ্তার করে হয়রানি করা হচ্ছে। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ বক্তব্য দিতে গিয়ে মুখ ফসকে এক কথা বলে ফেলেন। এ পরিপ্রেক্ষিতে দেশব্যাপী তাঁর বিরুদ্ধে আন্দোলন শুরু হয়। বর্তমানে এই সরকারের আজ্ঞাবহ পেটোয়া বাহিনী তাঁকে আটক করে রিমান্ডে নিয়েছে।’
রাজশাহীর ঐতিহাসিক ভুবনমোহন পার্কে আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ আলী ঈশা। বিশেষ অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশবিষয়ক সম্পাদক মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম মার্শাল, জেলা বিএনপির সাবেক সভাপতি তোফাজ্জল হোসেন তপু, মহানগর বিএনপির সদস্যসচিব মামুন-অর-রশিদ প্রমুখ।
মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম শাফিক সমাবেশ সঞ্চালনা করেন। সমাবেশ শেষে নেতা-কর্মীরা একটি পদযাত্রা বের করেন। ভুবনমোহন পার্কের সামনে থেকে পদযাত্রা শুরু হয়। নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে পদযাত্রা শেষ হয়।
বিএনপির চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা মিজানুর রহমান মিনু বলেছেন, ‘বিএনপির আন্দোলনের কারণে এই সরকারের ভিত নড়ে গেছে। তাই হয়রানি, রাহাজানি, গায়েবি মামলা ও নির্যাতন বেড়ে গেছে।’
আজ রোববার বেলা সাড়ে ১১টায় রাজশাহীতে বিএনপির পদযাত্রার আগে এক সমাবেশে তিনি এসব কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে মিনু বলেন, ‘দেশে এখন ভয়ানক অবস্থা বিরাজ করছে। সামনে দুর্ভিক্ষের হাতছানি দিচ্ছে। নিত্যপণ্যের ঊর্ধ্বগতিতে মানুষ দিশেহারা হয়ে পড়েছে। এ অবস্থা থেকে দেশের মানুষকে রক্ষায় গণতন্ত্র পুনরুদ্ধার করা দরকার। নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দরকার।’
মিনু অভিযোগ করেন, ‘বিএনপির আন্দোলনে ভীত হয়ে নেতা-কর্মীদের নামে গায়েবি মামলা দিয়ে অযথা গ্রেপ্তার করে হয়রানি করা হচ্ছে। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ বক্তব্য দিতে গিয়ে মুখ ফসকে এক কথা বলে ফেলেন। এ পরিপ্রেক্ষিতে দেশব্যাপী তাঁর বিরুদ্ধে আন্দোলন শুরু হয়। বর্তমানে এই সরকারের আজ্ঞাবহ পেটোয়া বাহিনী তাঁকে আটক করে রিমান্ডে নিয়েছে।’
রাজশাহীর ঐতিহাসিক ভুবনমোহন পার্কে আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ আলী ঈশা। বিশেষ অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশবিষয়ক সম্পাদক মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম মার্শাল, জেলা বিএনপির সাবেক সভাপতি তোফাজ্জল হোসেন তপু, মহানগর বিএনপির সদস্যসচিব মামুন-অর-রশিদ প্রমুখ।
মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম শাফিক সমাবেশ সঞ্চালনা করেন। সমাবেশ শেষে নেতা-কর্মীরা একটি পদযাত্রা বের করেন। ভুবনমোহন পার্কের সামনে থেকে পদযাত্রা শুরু হয়। নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে পদযাত্রা শেষ হয়।
সিলেটে মাদক সেবনকালে আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের তিন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে নগরের তালতলা এলাকার একটি ব্যবসাপ্রতিষ্ঠানের ভেতর থেকে তাঁদের আটক করা হয়।
৬ মিনিট আগেবরগুনার তালতলীতে তরমুজচাষিদের কাছে চাঁদা দাবির অভিযোগে উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা মো. জহিরুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় গতকাল মঙ্গলবার রাতে তরমুজচাষি রাকিব ভদ্দর বাদী হয়ে তালতলী থানায় শহীদুল ইসলামসহ আটজনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দায়ের করেন।
১১ মিনিট আগেজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) প্রশাসন জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করছে বলে অভিযোগ করেছে শিক্ষার্থীদের একাংশ। আজ বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এক মানববন্ধনে তাঁরা এ অভিযোগ করেন।
১৫ মিনিট আগেপদ্মা বহুমুখী সেতু প্রকল্পে ভূমি অধিগ্রহণে দুর্নীতির অভিযোগে একজন সিনিয়র সহকারী সচিব ও দুই সার্ভেয়ারসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলায় তাঁদের বিরুদ্ধে ভূমি মালিকদের ক্ষতিপূরণের প্রায় ১০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে...
৩৩ মিনিট আগে