চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
এক দফা দাবি আদায়ে অনেক দিন ধরে আন্দোলন-সংগ্রাম করে আসছে বিএনপি। চলছে হরতাল, অবরোধসহ বিভিন্ন কর্মসূচি। দলের সঙ্গে থেকে সরকারবিরোধী আন্দোলনে সক্রিয় ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক মেয়র মাওলানা আব্দুল মতিন। কিন্তু দুই দিনের ব্যবধানে তিনি হঠাৎ বদলে গেলেন। ব্যক্তিগত কারণ দেখিয়ে বিএনপি থেকে পদত্যাগ করে নির্বাচন কমিশনের নতুন নিবন্ধন পাওয়া রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) থেকে দলীয় মনোনয়ন নিয়ে জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন আব্দুল মতিন।
গতকাল বৃহস্পতিবার চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর উপজেলা) আসনের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে আব্দুল মতিন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে গিয়ে মনোনয়নপত্র জমা দেন। এ সময় বিএনএমের কোনো নেতা-কর্মীকে দেখা যায়নি। তবে তাঁর কয়েকজন সমর্থক এ সময় উপস্থিত ছিলেন। এদিকে দলত্যাগ করে নির্বাচনে অংশ নেওয়ায় সমালোচনা চলছে দলটির নেতা-কর্মীদের মধ্যে।
নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে মাওলানা আব্দুল মতিন বলেন, ‘অনেক দিন ধরে আন্দোলন-সংগ্রাম করে সরকারকে হটানো যায়নি। প্রকাশ্যে কোনো নেতা কথা বলতে পারছেন না। সংসদ সদস্য নির্বাচিত হয়ে জনগণের ন্যায্য দাবিগুলো তুলে ধরতে চাই।’
আব্দুল মতিন জানান, বিএনপির কোনো নেতা প্রকাশ্যে নাই। তাঁর পদত্যাগপত্রটিও জমা দেওয়ার জন্য বিএনপির কোনো নেতাকে খুঁজে পাননি। তিনি বলেন, ‘আমি দুর্নীতিবাজ নই। মানুষ মারার রাজনীতি করি না। যেখানে আমার চিন্তার অবমূল্যায়ন, সেখানে না থাকায় শ্রেয়।’
এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) রাজশাহী বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত বলেন, ‘বর্তমান জনবিচ্ছিন্ন দল আওয়ামী লীগ। তারা ক্ষমতায় টিকে থাকার জন্য নানান ষড়যন্ত্রে লিপ্ত। তারা দল ও দলের বাইরে কিছু নেতাদের প্রলোভন দেখাচ্ছে। তাদের মধ্যে কেউ পাতানো ফাঁদে পা দিচ্ছেন, কেউ দিচ্ছেন না। যাঁরা ফাঁদে পড়ছেন, তাঁরা নীতি-আদর্শহীন নেতা। একদিন তাদেরও জনগণ প্রতিহত করবে।’
এক দফা দাবি আদায়ে অনেক দিন ধরে আন্দোলন-সংগ্রাম করে আসছে বিএনপি। চলছে হরতাল, অবরোধসহ বিভিন্ন কর্মসূচি। দলের সঙ্গে থেকে সরকারবিরোধী আন্দোলনে সক্রিয় ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক মেয়র মাওলানা আব্দুল মতিন। কিন্তু দুই দিনের ব্যবধানে তিনি হঠাৎ বদলে গেলেন। ব্যক্তিগত কারণ দেখিয়ে বিএনপি থেকে পদত্যাগ করে নির্বাচন কমিশনের নতুন নিবন্ধন পাওয়া রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) থেকে দলীয় মনোনয়ন নিয়ে জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন আব্দুল মতিন।
গতকাল বৃহস্পতিবার চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর উপজেলা) আসনের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে আব্দুল মতিন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে গিয়ে মনোনয়নপত্র জমা দেন। এ সময় বিএনএমের কোনো নেতা-কর্মীকে দেখা যায়নি। তবে তাঁর কয়েকজন সমর্থক এ সময় উপস্থিত ছিলেন। এদিকে দলত্যাগ করে নির্বাচনে অংশ নেওয়ায় সমালোচনা চলছে দলটির নেতা-কর্মীদের মধ্যে।
নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে মাওলানা আব্দুল মতিন বলেন, ‘অনেক দিন ধরে আন্দোলন-সংগ্রাম করে সরকারকে হটানো যায়নি। প্রকাশ্যে কোনো নেতা কথা বলতে পারছেন না। সংসদ সদস্য নির্বাচিত হয়ে জনগণের ন্যায্য দাবিগুলো তুলে ধরতে চাই।’
আব্দুল মতিন জানান, বিএনপির কোনো নেতা প্রকাশ্যে নাই। তাঁর পদত্যাগপত্রটিও জমা দেওয়ার জন্য বিএনপির কোনো নেতাকে খুঁজে পাননি। তিনি বলেন, ‘আমি দুর্নীতিবাজ নই। মানুষ মারার রাজনীতি করি না। যেখানে আমার চিন্তার অবমূল্যায়ন, সেখানে না থাকায় শ্রেয়।’
এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) রাজশাহী বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত বলেন, ‘বর্তমান জনবিচ্ছিন্ন দল আওয়ামী লীগ। তারা ক্ষমতায় টিকে থাকার জন্য নানান ষড়যন্ত্রে লিপ্ত। তারা দল ও দলের বাইরে কিছু নেতাদের প্রলোভন দেখাচ্ছে। তাদের মধ্যে কেউ পাতানো ফাঁদে পা দিচ্ছেন, কেউ দিচ্ছেন না। যাঁরা ফাঁদে পড়ছেন, তাঁরা নীতি-আদর্শহীন নেতা। একদিন তাদেরও জনগণ প্রতিহত করবে।’
রাজধানীর সবুজবাগ থানাধীন ভাইগদিয়া এলাকায় মো. নয়ন আহম্মেদ ওরফে রমজান নামের এক যুবককে পিটিয়ে মেরেছে স্থানীয় জনতা। গতকাল বুধবার বিকেলে এ ঘটনা ঘটে। এ সময় রমজানের এক সহযোগীকে জনরোষ থেকে উদ্ধার করে মুগদা জেনারেল হাসপাতালে ভর্তি করেছে পুলিশ।
৬ ঘণ্টা আগেরাজধানীর মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পের খোলা স্পটে বর্জ্য অপসারণের সময় বোমা বিস্ফোরণে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) চারজন পরিচ্ছন্নতা কর্মী আহত হয়েছেন। তারা হলেন মো. আলমগীর হোসেন (৩৬), মো. ইয়াছিন (৪০), আসাদ মিয়া (৫৮) ও সাইফুল ইসলাম (৪৭)। আহত পরিচ্ছন্নতা কর্মীরা বর্তমানে রাজধানীর শহীদ সোহ্রাওয
৭ ঘণ্টা আগেরাজধানীর বনশ্রীতে লেগুনা স্ট্যান্ডের টাকা তোলাকে কেন্দ্র করে মো. হাসান হাওলাদার (১৯) হত্যা মামলায় এজাহারনামীয় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে রামপুরা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
৭ ঘণ্টা আগেপটুয়াখালীর দশমিনা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষার সময় সূচি পরিবর্তন করে ওই স্কুল মাঠে ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি নুরুল হক নুরের জনসভা হয়েছে। এ নিয়ে উপজেলায় চলছে আলোচনা সমালোচনার ঝড়।
৭ ঘণ্টা আগে