Ajker Patrika

রাবির শিক্ষক সুজন সেনকে সাময়িক অব্যাহতি

রাবি প্রতিনিধি
আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৪, ১৯: ২৩
রাবির শিক্ষক সুজন সেনকে সাময়িক অব্যাহতি

পছন্দের শিক্ষার্থীকে সুবিধা দেওয়াসহ নানা অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগের সহযোগী অধ্যাপক ড. সুজন সেনকে একাডেমিক কার্যক্রম থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। আজ সোমবার বিভাগের একাডেমিক কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। 

সভার সিদ্ধান্ত অনুযায়ী তাঁর বিরুদ্ধে আনীত অভিযোগের তদন্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এ অব্যাহতি বলবৎ থাকবে বলে জানানো হয়। 

এর আগে গতকাল রোববার বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে অর্থ আত্মসাৎ, ব্যবহারিক বিষয় হাতে-কলমে না শেখানো, পছন্দের শিক্ষার্থীকে পরীক্ষার আগে প্রশ্নপত্র ও লুজ সিট সরবরাহ, পরীক্ষার খাতায় অনৈতিক সুবিধা দেওয়াসহ নানা অনিয়মের তথ্য–প্রমাণাদিসহ সাত পৃষ্ঠার অভিযোগ জমা দেন শিক্ষার্থীরা। 

অভিযোগে তাঁকে চাকরিচ্যুত ও অপসারণের দাবি জানান তাঁরা। একই সঙ্গে তদন্তে চলাকালীন ড. সুজন সেনকে যেন বিভাগের কোনো ধরনের একাডেমিক কার্যক্রমে না থাকেন সেই মর্মে বিভাগের সভাপতির কাছে আবেদন করেন শিক্ষার্থীরা। 

এ বিষয়ে বিভাগের সভাপতি অধ্যাপক মো. বনি আদম আজকের পত্রিকাকে বলেন, ‘ড. সুজন সেনের বিরুদ্ধে শিক্ষার্থীরা প্রশাসনের কাছে কিছু অভিযোগপত্র জমা দেয়। পরবর্তী সময় তারা আবেদন করে যে তদন্ত না হওয়া পর্যন্ত যেন অভিযুক্ত শিক্ষক কোনো প্রকার একাডেমিক কার্যক্রমের সঙ্গে যুক্ত না থাকে। শিক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে একাডেমিক কমিটির সভায় সর্বসম্মতিক্রমে তাঁকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত