জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটে পুলিশ, ছাত্রলীগ ও আন্দোলনকারী শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন অন্তত ১৭ জন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত চলে এ সংঘর্ষ।
সরেজমিন দেখে যায়, জয়পুরহাট রামদেও বাজলা সরকারি উচ্চবিদ্যালয়ে সকাল ১০টার কয়েক শ শিক্ষার্থী সমবেত হন। এরপর সকাল সোয়া ১০টার দিকে তাঁরা সড়কে নামেন। এরপর আন্দোলনকারী প্রধান সড়ক ধরে পুলিশ সুপার কার্যালয় মোড়ে এসে সড়কে অবস্থান নেন। এ সময় সড়কে শত শত যানবাহন আটকে যায়।
একই সময়ে আন্দোলনকারীদের বিপরীত দিকে অবস্থান নেয় পুলিশ। এর কিছুক্ষণ পরে আন্দোলনকারীরা সেখানে থেকে জেলা শহরের জিরো পয়েন্ট পাঁচুর মোড়ের দিকে রওনা দেন। বিক্ষোভ মিছিলটি জেলা শহরের জিরো পয়েন্ট পাঁচুর মোড়ের চিত্রারোধ এলাকায় পৌঁছান সকাল সাড়ে ১০টার দিকে।
সেখানে আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতা-কর্মীদের সঙ্গে আন্দোলনকারীদের দেখা হয়। তখন আন্দোলনকারীরা তাদের উদ্দেশে বিভিন্ন স্লোগান দেন। এতে ছাত্রলীগের সঙ্গে আন্দোলনকারীদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এরপর বেলা ১১টার দিকে পুলিশের ভ্যান ঘটনাস্থলে পৌঁছে আন্দোলনকারীদের ধাওয়া করে ছত্রভঙ্গের চেষ্টা করে। তখন আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।
এরপর পরিস্থিতি স্বাভাবিক হলে দুপুর ১২টার দিকে পাঁচুর মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ করেন শিক্ষার্থীরা। এরপর তাঁরা পুনরায় রামদেও বাজলা সরকারি উচ্চবিদ্যালয়ে ফিরে যান।
নাম প্রকাশে অনিচ্ছুক আন্দোলনকারীদের দাবি, পুলিশ ও ছাত্রলীগের হামলায় অন্তত ১০ জন শিক্ষার্থী আহত হয়েছেন।
জয়পুরহাট থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির জানান, শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে তাঁদের ছোড়া পাথর আঘাতে সাতজন পুলিশ সদস্য আহত হয়েছেন। তবে বর্তমানে (বেলা ২টা পর্যন্ত) পরিস্থিতি স্বাভাবিক আছে।
জয়পুরহাটে পুলিশ, ছাত্রলীগ ও আন্দোলনকারী শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন অন্তত ১৭ জন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত চলে এ সংঘর্ষ।
সরেজমিন দেখে যায়, জয়পুরহাট রামদেও বাজলা সরকারি উচ্চবিদ্যালয়ে সকাল ১০টার কয়েক শ শিক্ষার্থী সমবেত হন। এরপর সকাল সোয়া ১০টার দিকে তাঁরা সড়কে নামেন। এরপর আন্দোলনকারী প্রধান সড়ক ধরে পুলিশ সুপার কার্যালয় মোড়ে এসে সড়কে অবস্থান নেন। এ সময় সড়কে শত শত যানবাহন আটকে যায়।
একই সময়ে আন্দোলনকারীদের বিপরীত দিকে অবস্থান নেয় পুলিশ। এর কিছুক্ষণ পরে আন্দোলনকারীরা সেখানে থেকে জেলা শহরের জিরো পয়েন্ট পাঁচুর মোড়ের দিকে রওনা দেন। বিক্ষোভ মিছিলটি জেলা শহরের জিরো পয়েন্ট পাঁচুর মোড়ের চিত্রারোধ এলাকায় পৌঁছান সকাল সাড়ে ১০টার দিকে।
সেখানে আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতা-কর্মীদের সঙ্গে আন্দোলনকারীদের দেখা হয়। তখন আন্দোলনকারীরা তাদের উদ্দেশে বিভিন্ন স্লোগান দেন। এতে ছাত্রলীগের সঙ্গে আন্দোলনকারীদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এরপর বেলা ১১টার দিকে পুলিশের ভ্যান ঘটনাস্থলে পৌঁছে আন্দোলনকারীদের ধাওয়া করে ছত্রভঙ্গের চেষ্টা করে। তখন আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।
এরপর পরিস্থিতি স্বাভাবিক হলে দুপুর ১২টার দিকে পাঁচুর মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ করেন শিক্ষার্থীরা। এরপর তাঁরা পুনরায় রামদেও বাজলা সরকারি উচ্চবিদ্যালয়ে ফিরে যান।
নাম প্রকাশে অনিচ্ছুক আন্দোলনকারীদের দাবি, পুলিশ ও ছাত্রলীগের হামলায় অন্তত ১০ জন শিক্ষার্থী আহত হয়েছেন।
জয়পুরহাট থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির জানান, শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে তাঁদের ছোড়া পাথর আঘাতে সাতজন পুলিশ সদস্য আহত হয়েছেন। তবে বর্তমানে (বেলা ২টা পর্যন্ত) পরিস্থিতি স্বাভাবিক আছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্র ইউনিয়নের (একাংশ) সভাপতি মেঘমল্লার বসুর নামে রাজধানীর শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। শনিবার (১৮ জানুয়ারি) যুবাইর বিন নেছারী নামের এক শিক্ষার্থী এ জিডি করেন।
৪ মিনিট আগেনুর নবী সরকার কালাইয়ের কিডনি বেচাকেনার দালাল চক্রের সদস্য। এ অপরাধে তিনি আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছিলেন। তাঁর বিরুদ্ধে কিডনি, অস্ত্র ও মানবপাচারসহ একাধিক মামলা চলমান।
২৮ মিনিট আগেঅন্তর্বর্তী সরকারের কাছে জনগণের যে প্রত্যাশা ছিল, সেটা ধাক্কা খেয়েছে। আমরা ভেবেছিলাম অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে একটি সর্বদলীয় সরকার হবে। যেখানে গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারী দলের প্রতিনিধিরা থাকবেন। কিন্তু দুঃখজনক...
২ ঘণ্টা আগেসেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত একটি সংলাপে খুলনার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে একটি অন্তর্ভুক্তিমূলক নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়েছেন। আজ শনিবার...
২ ঘণ্টা আগে