স্বামী-স্ত্রীতে ঝগড়া: পৃথক ঘটনায় স্ত্রী ও স্বামীর ‘আত্মহত্যা’

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ০৯ মে ২০২৩, ১৬: ৩৮

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় স্বামী-স্ত্রীতে ঝগড়ার জেরে পৃথক ঘটনায় স্ত্রী ও স্বামী ‘আত্মহত্যা’ করেছেন। দুটি ঘটনাই ঘটেছে আজ মঙ্গলবার সকালে।

জানা গেছে, উপজেলার মোহনপুর ইউনিয়নের আটিয়ারপাড়া এলংজানী গ্রামের বাসিন্দা শরিফুল ইসলামের সঙ্গে তাঁর স্ত্রী সুমি খাতুনের (২৮) ঝগড়া হয়। পরে রাগে-ক্ষোভে সুমি খাতুন গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। আজ মঙ্গলবার সকালে এই ঘটনা ঘটে।

শরিফুল ইসলামের চাচাতো ভাই মো. বুলু মিয়া বলেন, শরিফুল ঢাকায় চাকরি করেন। বেশ কিছুদিন ধরে স্ত্রীর চাকরি নেওয়া নিয়ে দুজনের মধ্যে ঝগড়া হচ্ছিল। আজ মঙ্গলবার সকালে স্বামী-স্ত্রী মোবাইল ফোনে কথা বলার সময় কথা-কাটাকাটি হয়। পরে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন সুমি খাতুন।

অপরদিকে উপজেলার বড়পাঙ্গাসী ইউনিয়নে স্ত্রীর সঙ্গে ঝগড়া করে কাসেম আলী (৫৫) নামের এক ব্যক্তি ‘আত্মহত্যা’ করেন। আজ মঙ্গলবার সকালে এই ঘটনা ঘটে।

এ বিষয়ে বড়পাঙ্গাসী ইউনিয়ন পরিষদের (ইউপি) ৭ নম্বর ওয়ার্ড সদস্য মুন্নাফ হোসেন বলেন, কাসেম আলী একজন শারীরিক প্রতিবন্ধী ছিলেন। স্ত্রী অন্যের বাড়িতে কাজ করে সংসার চালাতেন। আজ সকালে স্ত্রীর কাছে তিনি ১০০ টাকা চাইলে ৫০ টাকা দেওয়া হয়। এ নিয়ে স্ত্রীর সঙ্গে তাঁর ঝগড়া হয়। পরে ঘরের আড়ার সঙ্গে ঝুলে আত্মহত্যা করেন তিনি।

এ বিষয়ে জানতে চাইলে উল্লাপাড়া মডেল থানার উপপরিদর্শক (এসআই) মোতাহার হোসেন আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে এলংজানী গ্রাম থেকে সুমি খাতুনের লাশ উদ্ধার করা হয়েছে। বড়পাঙ্গাসী গ্রাম থেকে কাসেম আলীর লাশ উদ্ধারের প্রক্রিয়া চলছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হবে। ময়নাতদন্তের পর তাঁদের মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত