সিরাজগঞ্জে নিখোঁজ যুবকের লাশ মিলল পুকুরে 

সিরাজগঞ্জ প্রতিনিধি
Thumbnail image

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নিখোঁজের দুদিন পর এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে উল্লাপাড়া উপজেলার দহপাড়া গ্রামের মাজেম প্রামাণিকের পুকুর থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত যুবকের নাম আশরাফুল ইসলাম (৩৬)। উল্লাপাড়া উপজেলার বামনঘিয়ালা গ্রামের মোহাম্মদ ইদ্রিস সরকারের ছেলে তিনি।

পুলিশ জানায়, গত রোববার (১৫ সেপ্টেম্বর) ঝপঝপিয়া বাজারে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয় আশরাফুল। এরপর থেকে তাঁর কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না।

আজ মঙ্গলবার সকালে বাড়ি থেকে প্রায় তিন কিলোমিটার দূরে দহগ্রামের মাজেম প্রামাণিকের পুকুরে তাঁর মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে নিহতের স্বজনেরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি আশরাফুল ইসলামের বলে শনাক্ত করেন।

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান জানান, মরদেহ উদ্ধার করে সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় মামলা করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত