নওগাঁ প্রতিনিধি
নওগাঁর মহাদেবপুরে বাড়ি থেকে এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ওই নারী নিজেই বঁটি দিয়ে গলা কেটেছেন বলে প্রাথমিক ধারণা পুলিশের। তিনি ছোট থেকেই খানিকটা মানসিক ভারসাম্যহীন বলে দাবি পরিবার ও স্থানীয়দের।
নিহত ওই নারীর নাম নার্গিস বেগম (৪৫)। তিনি উপজেলার ঘোষপাড়া এলাকার বাসিন্দা আনোয়ার হোসেন (৪৭)। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা সদরের মডেল স্কুল মোড় এলাকায় একটি বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পরিবার, পুলিশ ও স্থানীয়রা বলছে, নার্গিস বেগম ছোট থেকেই কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলেন। দুই বছর আগে আনোয়ার হোসেনের সঙ্গে পারিবারিকভাবে তাঁর বিয়ে হয়। এক মাস আগে ক্যানসারে আক্রান্ত হয়ে তাঁর স্বামী আনোয়ার হোসেন মারা যান। স্বামীর মৃত্যুর পর তিনি মায়ের সঙ্গে মডেল স্কুল মোড় এলাকায় বাসায় থাকতেন। স্বামীর মৃত্যুর পর তিনি দুবার আত্মহত্যার চেষ্টা করেছেন।
আজ ভোরে তার মা মেরিনা আক্তার নামাজ শেষে নার্গিসের গলার আওয়াজ শুনে বাথরুমে যান। সেখানে গিয়ে মেয়েকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। এ সময় তাঁর চিৎকারে প্রতিবেশীরা ছুটে গিয়ে নার্গিসকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে সকালে পুলিশ মরদেহ উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করে মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন আজকের পত্রিকাকে বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাথরুমে ঢুকে নার্গিস নিজেই বঁটি দিয়ে নিজের গলা কেটে আত্মহত্যা করেছেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।’
তিনি আরও বলেন, ‘প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা হলেও ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। তদন্তে হত্যাকাণ্ড হিসেবে তথ্য-প্রমাণ পাওয়া গেলে দায়ী ব্যক্তিকে চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।’
নওগাঁর মহাদেবপুরে বাড়ি থেকে এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ওই নারী নিজেই বঁটি দিয়ে গলা কেটেছেন বলে প্রাথমিক ধারণা পুলিশের। তিনি ছোট থেকেই খানিকটা মানসিক ভারসাম্যহীন বলে দাবি পরিবার ও স্থানীয়দের।
নিহত ওই নারীর নাম নার্গিস বেগম (৪৫)। তিনি উপজেলার ঘোষপাড়া এলাকার বাসিন্দা আনোয়ার হোসেন (৪৭)। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা সদরের মডেল স্কুল মোড় এলাকায় একটি বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পরিবার, পুলিশ ও স্থানীয়রা বলছে, নার্গিস বেগম ছোট থেকেই কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলেন। দুই বছর আগে আনোয়ার হোসেনের সঙ্গে পারিবারিকভাবে তাঁর বিয়ে হয়। এক মাস আগে ক্যানসারে আক্রান্ত হয়ে তাঁর স্বামী আনোয়ার হোসেন মারা যান। স্বামীর মৃত্যুর পর তিনি মায়ের সঙ্গে মডেল স্কুল মোড় এলাকায় বাসায় থাকতেন। স্বামীর মৃত্যুর পর তিনি দুবার আত্মহত্যার চেষ্টা করেছেন।
আজ ভোরে তার মা মেরিনা আক্তার নামাজ শেষে নার্গিসের গলার আওয়াজ শুনে বাথরুমে যান। সেখানে গিয়ে মেয়েকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। এ সময় তাঁর চিৎকারে প্রতিবেশীরা ছুটে গিয়ে নার্গিসকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে সকালে পুলিশ মরদেহ উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করে মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন আজকের পত্রিকাকে বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাথরুমে ঢুকে নার্গিস নিজেই বঁটি দিয়ে নিজের গলা কেটে আত্মহত্যা করেছেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।’
তিনি আরও বলেন, ‘প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা হলেও ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। তদন্তে হত্যাকাণ্ড হিসেবে তথ্য-প্রমাণ পাওয়া গেলে দায়ী ব্যক্তিকে চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।’
দুটি বগি রেখে রাজশাহী থেকে খুলনার উদ্দেশে ছেড়ে গেছে সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেন। আজ মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) ভোর ৬টা ২০ মিনিটে রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যায় ট্রেনটি। ১০ কিলোমিটার দূরে হরিয়ান স্টেশন এলাকায় পৌঁছালে পেছনের দুটি বগি মূল ট্রেন থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।
৭ মিনিট আগেনোয়াখালী সদরের বিনোদপুরে তাসলিমা বেগম রোজি (৬০) নামের এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করা হয়েছে। গতকাল সোমবার রাত সাড়ে ৮টার দিকে বিনোদপুর ইউনিয়নের জালিয়াল গ্রামের আলী আহমদ চাপরাশির বাড়িতে এ ঘটনা ঘটে। তিনি ওই বাড়ির ওবায়দুল হকের স্ত্রী।
৩৩ মিনিট আগেপ্রথমবারের মতো আজ মঙ্গলবার অনুষ্ঠিত হবে কুমিল্লা মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন। বিএনপির ওয়ার্ড পর্যায়ের নেতাদের ভোটে মহানগর বিএনপির নেতা নির্বাচিত হওয়ার কথা থাকলেও তা হচ্ছে না। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক।
৯ ঘণ্টা আগেবইমেলার বাংলা একাডেমি অংশে কাব্যিক অডিওবুকের স্টল। নামেই বোঝা যায়, এখানে কাগজের কোনো সম্পর্ক নেই। স্টলে নেই কোনো বইয়ের তাক। সঙ্গে একটি মোবাইল থাকলেই হলো।
৯ ঘণ্টা আগে