Ajker Patrika

বগুড়ায় খাদ্যবান্ধব কর্মসূচির ২ হাজার কেজি চাল জব্দ

বগুড়া প্রতিনিধি
আপডেট : ২০ মার্চ ২০২৪, ২১: ২৫
বগুড়ায় খাদ্যবান্ধব কর্মসূচির ২ হাজার কেজি চাল জব্দ

বগুড়ায় একটি মুদিদোকান থেকে দুই হাজার কেজি খাদ্যবান্ধব কর্মসূচির চাল জব্দ করা হয়েছে। আজ বুধবার সন্ধ্যা ৭টার দিকে সদর উপজেলার বাঘোপাড়া বন্দরে সহকারী কমিশনার (ভূমি) রায়হানুল ইসলামের নেতৃত্ব অভিযান চালিয়ে চাল জব্দ করা হয়। অভিযানের সময় মুদিদোকানি ফটু মিয়াকে (৫০) আটক করা হয়েছে।

বগুড়া সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রায়হানুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বাঘোপাড়ায় ফটু মিয়ার মুদিদোকানে অভিযান চালানো হয়।

এ সময় সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ১৫ টাকা কেজি দরে বিক্রির ৩৯ বস্তা চাল উদ্ধার করা হয়। বস্তাগুলোয় সব মিলিয়ে প্রায় দুই হাজার কেজি চাল ছিল। আটক মুদিদোকানি ফটু মিয়াসহ স্থানীয় আরও তিন যুবক ইমরান, সিরাজুল ও নূর আলমের এ ঘটনায় সম্পৃক্ততা পাওয়া গেছে।

তাঁরা কর্মসূচির উপকারভোগী সাধারণ মানুষের কাছ থেকে স্বল্প দামে চাল কিনে অধিক দামে বাজারে বিক্রি করতেন। অভিযুক্ত বাকি তিনজন অভিযানের খবর পেয়ে পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি।

রায়হানুল ইসলাম আরও বলেন, অভিযানে অংশ নেওয়া খাদ্য পরিদর্শক রাশেদুল ইসলাম বাদী হয়ে সদর থানায় অভিযুক্ত চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করবেন। জব্দ করা চাল খাদ্যগুদামে রাখা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত