বগুড়া প্রতিনিধি
বগুড়ায় পুলিশের হাতে গ্রেপ্তার নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা তৌহিদুর রহমান তৌহিদকে বহনকারী প্রিজন ভ্যানে হামলা চালানো হয়েছে। পরে সেনাবাহিনীর হস্তক্ষেপে ছাত্রলীগ নেতা তৌহিদকে কারাগারে নিয়ে যাওয়া হয়।
আজ শনিবার রাত সাড়ে ৮টার দিকে বগুড়ার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বরে এ ঘটনা ঘটে।
তৌহিদুর রহমান তৌহিদ সদ্য নিষিদ্ধ হওয়া ছাত্রলীগ বগুড়া জেলা কমিটির সহ সভাপতি। গতকাল শুক্রবার সন্ধ্যায় শিবগঞ্জ থানা-পুলিশ তৌহিদকে গ্রেপ্তার করে।
গত ২৫ আগস্ট শিবগঞ্জ থানায় করা একটি হত্যা মামলার এজাহারভুক্ত আসামি তৌহিদকে শনিবার দুপুরের পর তাঁকে আদালতে হাজির করা হয়।
বগুড়ার কোর্ট পুলিশ পরিদর্শক মোসাদ্দেক হোসেন জানান, তৌহিদকে আদালতে হাজির করা হলে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আফসান ইলাহী কারাগারে পাঠানোর আদেশ দেন।
এদিকে তৌহিদকে আদালতে হাজির করার খবর পেয়ে বিকেল থেকেই ছাত্র শিবির ও ছাত্রদলের নেতাকর্মীরা আদালত চত্বরে ভিড় জমাতে শুরু করে। তারা আদালত চত্বরে বিক্ষোভ শুরু করে। নিরাপত্তার কারণে তৌহিদকে আদালতের হাজত খানায় রাখা হয়। সন্ধ্যার পর ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের উপস্থিতি বেড়ে যায়।
রাত ৮টার দিকে জামায়াত ইসলামীর শ্রমিক সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা শাখার সহসভাপতি এরশাদুল বারী এরশাদ আদালত চত্বরে আসেন। তিনি পুলিশের সঙ্গে কথা বলে ছাত্র শিবিরের নেতাকর্মীদের আদালত চত্বর থেকে চলে যেতে বলেন। রাত সাড়ে ৮টার দিকে কড়া পুলিশি প্রহরায় তৌহিদকে প্রিজন ভ্যানে ওঠানোর সময় প্রিজন ভ্যানে হামলা চালানো হয়। এ সময় সেনাসদস্যরা হস্তক্ষেপ করে তাদের সরিয়ে দিয়ে প্রিজন ভ্যান কারাগারে যেতে সহযোগিতা করেন।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মঈনুদ্দিন বলেন, গ্রেপ্তার তৌহিদের অতীত কর্মকাণ্ডে ছাত্রদল এবং ছাত্র শিবিরের নেতাকর্মীরা বিক্ষুব্ধ ছিল। যার কারণে তারা আদালত চত্বরে আসে। তবে তাদের বিক্ষোভের মুখে পুলিশ সেনাবাহিনীর সহযোগিতা আসামি তৌহিদকে কারাগারে পৌঁছে দেওয়া হয়েছে।
বগুড়ায় পুলিশের হাতে গ্রেপ্তার নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা তৌহিদুর রহমান তৌহিদকে বহনকারী প্রিজন ভ্যানে হামলা চালানো হয়েছে। পরে সেনাবাহিনীর হস্তক্ষেপে ছাত্রলীগ নেতা তৌহিদকে কারাগারে নিয়ে যাওয়া হয়।
আজ শনিবার রাত সাড়ে ৮টার দিকে বগুড়ার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বরে এ ঘটনা ঘটে।
তৌহিদুর রহমান তৌহিদ সদ্য নিষিদ্ধ হওয়া ছাত্রলীগ বগুড়া জেলা কমিটির সহ সভাপতি। গতকাল শুক্রবার সন্ধ্যায় শিবগঞ্জ থানা-পুলিশ তৌহিদকে গ্রেপ্তার করে।
গত ২৫ আগস্ট শিবগঞ্জ থানায় করা একটি হত্যা মামলার এজাহারভুক্ত আসামি তৌহিদকে শনিবার দুপুরের পর তাঁকে আদালতে হাজির করা হয়।
বগুড়ার কোর্ট পুলিশ পরিদর্শক মোসাদ্দেক হোসেন জানান, তৌহিদকে আদালতে হাজির করা হলে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আফসান ইলাহী কারাগারে পাঠানোর আদেশ দেন।
এদিকে তৌহিদকে আদালতে হাজির করার খবর পেয়ে বিকেল থেকেই ছাত্র শিবির ও ছাত্রদলের নেতাকর্মীরা আদালত চত্বরে ভিড় জমাতে শুরু করে। তারা আদালত চত্বরে বিক্ষোভ শুরু করে। নিরাপত্তার কারণে তৌহিদকে আদালতের হাজত খানায় রাখা হয়। সন্ধ্যার পর ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের উপস্থিতি বেড়ে যায়।
রাত ৮টার দিকে জামায়াত ইসলামীর শ্রমিক সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা শাখার সহসভাপতি এরশাদুল বারী এরশাদ আদালত চত্বরে আসেন। তিনি পুলিশের সঙ্গে কথা বলে ছাত্র শিবিরের নেতাকর্মীদের আদালত চত্বর থেকে চলে যেতে বলেন। রাত সাড়ে ৮টার দিকে কড়া পুলিশি প্রহরায় তৌহিদকে প্রিজন ভ্যানে ওঠানোর সময় প্রিজন ভ্যানে হামলা চালানো হয়। এ সময় সেনাসদস্যরা হস্তক্ষেপ করে তাদের সরিয়ে দিয়ে প্রিজন ভ্যান কারাগারে যেতে সহযোগিতা করেন।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মঈনুদ্দিন বলেন, গ্রেপ্তার তৌহিদের অতীত কর্মকাণ্ডে ছাত্রদল এবং ছাত্র শিবিরের নেতাকর্মীরা বিক্ষুব্ধ ছিল। যার কারণে তারা আদালত চত্বরে আসে। তবে তাদের বিক্ষোভের মুখে পুলিশ সেনাবাহিনীর সহযোগিতা আসামি তৌহিদকে কারাগারে পৌঁছে দেওয়া হয়েছে।
নরসিংদীর বেলাব উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। পাশের শিবপুর থানার একটি বিস্ফোরক ও হত্যা মামলায় গতকাল সোমবার রাতে বেলাব সদরের নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
১ ঘণ্টা আগেঅসাধু ও অধিক মুনাফাভোগী ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণসহ আট দফা দাবিতে রাজশাহীর জেলা প্রশাসক (ডিসি) আফিয়া আখতারকে স্মারকলিপি দিয়েছে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে ক্যাবের জেলা কমিটির সদস্যরা ডিসির কার্যালয়ে গিয়ে তাঁকে এই স্মারকলিপি দেন।
১ ঘণ্টা আগেরাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশনের কার্যালয়টি নগরের পদ্মা আবাসিক এলাকায়। ওই এলাকায় গিয়ে দেখা যায়, সহকারী হাইকমিশন ভবনের রাস্তার প্রবেশমুখেই পুলিশের একটি পিকআপ। সেখানে তিনজন পুলিশ সদস্য সহকারী হাইকমিশন ভবনের দিকে যাওয়া পথচারীদের জিজ্ঞাসাবাদ করছেন। মোটরসাইকেল আরোহীকেও থামানো হচ্ছে।
১ ঘণ্টা আগেবাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিন আবেদনের শুনানির নতুন তারিখ আগামী ২ জানুয়ারি নির্ধারণ করেছেন আদালত। আজ মঙ্গলবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ সাইফুল ইসলামের আদালতে ইসকনের সাবেক এই নেতার জামিন আবেদনের শুনানি হওয়ার কথা ছিল।
২ ঘণ্টা আগে