বগুড়ায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী কলেজশিক্ষক নিহত

বগুড়া প্রতিনিধি
Thumbnail image
প্রতীকী ছবি

বগুড়ায় ট্রাকচাপায় জহুরুল ইসলাম (৪৫) নামের মোটরসাইকেল আরোহী এক কলেজশিক্ষক নিহত হয়েছেন। গতকাল সোমবার রাত ৮টার দিকে শহরের গোদারপাড়া সেফওয়ে মোটেলের সামনে বগুড়া-নওগাঁ আঞ্চলিক সড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত জহুরুল ইসলাম জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার বানিয়া চাপড় এলাকার মৃত সামস উদ্দিনের ছেলে। তিনি বগুড়ার শিবগঞ্জ বিএম কলেজের প্রভাষক ছিলেন।

বগুড়ার উপশহর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) রমজান আলী আজকের পত্রিকাকে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, গতকাল সন্ধ্যায় মোটরসাইকেলযোগে বাড়ি যাচ্ছিলেন জহুরুল ইসলাম। সেফওয়ে মোটেলের সামনে একটি ট্রাক পেছন থেকে তাঁকে চাপা দিয়ে চলে যায়। তাতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

এসআই রমজান আলী আরও বলেন, আইনগত প্রক্রিয়া শেষে কলেজশিক্ষকের লাশ তাঁর স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত