Ajker Patrika

রাজশাহীতে ২৫ মামলার আসামি হেরোইনসহ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
রাজশাহীতে ২৫ মামলার আসামি হেরোইনসহ গ্রেপ্তার

রাজশাহীতে ২৫ মামলার আসামি ফরিদ আহমেদকে (৩৯) হেরোইনসহ আবারও গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে কাটাখালী থানা-পুলিশের একটি দল কাপাসিয়ার সরকারপাড়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে।

রাজশাহী মহানগরীর কাটাখালী থানার এমাদপুর এলাকার বাসিন্দা ফরিদ আহমেদ। গ্রেপ্তারের সময় তাঁর কাছ থেকে ৭২ গ্রাম হেরোইন জব্দ করা হয়েছে। আজ বুধবার দুপুরে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মুখপাত্র জামিরুল ইসলাম এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন।

জামিরুল ইসলাম বলেন, ফরিদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ২৫টির বেশি মামলা রয়েছে। বারবার তিনি মাদকসহ গ্রেপ্তার হন। জামিনে মুক্তি পেয়ে আবার এ কারবারে জড়িয়ে পড়েন। রাতে তিনি চারঘাটের টাংগন এলাকা থেকে হেরোইন নিয়ে কাপাসিয়া বাজারের দিকে যাচ্ছিলেন।

এ সময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল অভিযান চালিয়ে ফরিদ আহমেদকে গ্রেপ্তার করে। এ নিয়ে তাঁর বিরুদ্ধে কাটাখালী থানায় আরেকটি মামলা করা হয়েছে। ফরিদ টাংগনের দুই ব্যক্তির কাছ থেকে এ হেরোইন সংগ্রহ করেছিলেন তিনি। মামলায় তাঁদের পলাতক আসামি করা হয়েছে। তাঁদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে। আর ফরিদকে দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বনশ্রীতে স্বর্ণ ডাকাতির মামলায় গ্রেপ্তার আমিনুল ছাত্রলীগের, সুমন শ্রমিক দলের নেতা

মুসলিম ছেলে বিয়ে করে পরিবারহারা, স্বামী পরিত্যক্ত হয়ে ঢাকায় এসে ধর্ষণের শিকার

সামরিক বাহিনীর ৮ সংস্থা ও স্থাপনার নাম পরিবর্তন

মাদারীপুরে ৩ খুন: ঘটনার পেছনে পা ভাঙার প্রতিশোধসহ ৩ কারণ

মসজিদে লুকিয়েও রক্ষা পেলেন না স্বেচ্ছাসেবক লীগ নেতা ও তাঁর ভাই, ঘরবাড়ি জ্বালিয়ে দিল প্রতিপক্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত