দেশব্যাপী ছাত্র হত্যার ঘটনায় রাবির জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের প্রতিবাদ

রাবি প্রতিনিধি
Thumbnail image

দেশব্যাপী ছাত্র হত্যা, নিপীড়ন ও মিথ্যা মামলায় হয়রানির ঘটনার নিন্দা জানিয়ে প্রতিবাদ সমাবেশ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম। আজ বুধবার বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে এ কর্মসূচি পালন করেন তাঁরা।

কর্মসূচিতে কলা অনুষদের সাবেক ডিন অধ্যাপক ফজলুল হক বলেন, ‘আজ বিবেকের তাড়নায় আমাদের রাস্তায় নামতে হয়েছে। এখন আমাদের শ্রেণিকক্ষে ক্লাস নেওয়ার কথা কিন্তু এখন শিক্ষার্থীদের রক্তের দাম নিয়ে কথা বলতে হচ্ছে। স্বাধীনতার এত বছর পর ২০২৪ সালে যে রক্তক্ষয়ী সংঘর্ষে আমার সন্তানতুল্য শিক্ষার্থীরা রক্ত দিয়েছে যার প্রতিবাদে আমরা এখানে অবস্থান নিয়েছি।’

অধ্যাপক আরও বলেন, ‘এর জন্য সম্পূর্ণভাবে দায়ী বাংলাদেশ সরকার। এ হত্যার দায় সরকারকেই নিতে হবে। আমরা সাধারণ শিক্ষার্থীদের নয় দফা দাবিকে পূর্ণ সমর্থন জানাচ্ছি এবং শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনের সঙ্গে রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম সব সময় থাকবে।’

মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক এনামুল হক বলেন, ‘আমরা এত দিন চুপ ছিলাম কিন্তু এখন মৌনতা ভেঙে মাঠে নামতে হয়েছে আমাদের। ডামি সরকার প্রধানের অপবিত্র হাতে ছাত্রদের পবিত্র রক্তে রঞ্জিত হয়েছে। এই দেশ কাশ্মীর বা ফিলিস্তিন নয় যে এখানে বিমানবাহিনী, নৌ-বাহিনী, স্থল-বাহিনী দিয়ে গুলি করে শিক্ষার্থীদের রক্তকে কলুষিত করছেন। নির্বিচারে গ্রেপ্তার করে মানবাধিকার লঙ্ঘন করছেন।’

 ‘একটি গণতান্ত্রিক দেশে এটি কোনোভাবেই কাম্য না। এরপর যদি কোনো ছাত্রের গায়ে গুলি চলে তাহলে সকল পেশাজীবী মানুষ মাঠে নামবে। সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি আপনি দ্রুত সময়ের মধ্যে পদত্যাগ করে মানুষকে মুক্তি দিন। না হলে আপনাকে নামানোর জন্য শিক্ষকসহ সব পেশার নেতা–কর্মীরা ছাত্রদের সঙ্গে মাঠে নামতে বাধ্য হবে।’ বলেন, এনামুল হক।

জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক আব্দুল আলিমের সভাপতিত্বে এ সময় আরও বক্তব্য দেন আইবিএ অধ্যাপক ড. হাসানাত আলি, ড. মো. কুদরত-ই-জাহান, আরবি বিভাগের অধ্যাপক ড. ইফতেখারুল আলম মাসউদ প্রমুখ।

জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আমীরুল ইসলাম কর্মসূচির সঞ্চালনায় এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রায় ৮০ জন শিক্ষক অংশ নেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত