ধুনট (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার ধুনটে চাচাকে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আব্দুর রহিমকে (৬২) ২৪ বছর পর গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার বিকেলে গ্রেপ্তারের পর আজ সোমবার দুপুরে আদালতের মাধ্যমে তাঁকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়। তিনি উপজেলার প্রতাপ খাদুলী গ্রামের খলিলুর রহমানের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, জমি নিয়ে বিরোধের জেরে ১৯৯৯ সালের ৬ আগস্ট প্রতিপক্ষের হাতে খুন হন উপজেলার মথুরাপুর ইউনিয়নের প্রতাপ খাদুলী গ্রামের ইব্রাহিম খানের ছেলে গোলাম রহমান মাস্টার। এ ঘটনায় নিহতের স্ত্রী খুরশিদা বেগম বাদী হয়ে ছয়জনকে আসামি করে ধুনট থানায় মামলা করেন।
তদন্ত শেষে চারজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত ২০০৪ সালের ২৩ মে দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও অন্য দুজনকে খালাস দেন।
এর মধ্যে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত নিহতের ভাতিজা আব্দুর রহিম ১৯ মাস হাজতবাসের পর জামিনে মুক্তি পান। বাড়ি ফিরে সপরিবারে আত্মগোপন করেন তিনি। নাম-ঠিকানা পরিবর্তন করে নিজেকে শহিদুল ইসলাম পরিচয় দিয়ে ঠাকুরগাঁও সদরের গড়েয়া ইউনিয়নের ঢাংগীপুকুর গ্রামে বসবাস শুরু করেন। সেখানে তিনি গড়েয়া ফাজিল মাদ্রাসায় চাকরি করতেন এবং দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার চাপাপাড়া মসজিদের খতিবের দায়িত্ব পালন করতেন।
ধুনট থানা-পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামির অবস্থান শনাক্ত করে। গতকাল রোববার বিকেলে বগুড়ার শেরপুর উপজেলার সীমাবাড়ি এলাকায় এক আত্মীয়ের বাড়ি যাওয়ার পথে চান্দাইকোনা বাজার এলাকা থেকে পুলিশ আব্দুর রহিমকে গ্রেপ্তার করে। মামলার অপর আসামি জয়নাল আবেদীন বর্তমানে জামিনে রয়েছেন।
এ বিষয়ে জানতে চাইলে ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈকত হাসান আজকের পত্রিকাকে বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিকে ২৪ বছর পর গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।
বগুড়ার ধুনটে চাচাকে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আব্দুর রহিমকে (৬২) ২৪ বছর পর গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার বিকেলে গ্রেপ্তারের পর আজ সোমবার দুপুরে আদালতের মাধ্যমে তাঁকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়। তিনি উপজেলার প্রতাপ খাদুলী গ্রামের খলিলুর রহমানের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, জমি নিয়ে বিরোধের জেরে ১৯৯৯ সালের ৬ আগস্ট প্রতিপক্ষের হাতে খুন হন উপজেলার মথুরাপুর ইউনিয়নের প্রতাপ খাদুলী গ্রামের ইব্রাহিম খানের ছেলে গোলাম রহমান মাস্টার। এ ঘটনায় নিহতের স্ত্রী খুরশিদা বেগম বাদী হয়ে ছয়জনকে আসামি করে ধুনট থানায় মামলা করেন।
তদন্ত শেষে চারজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত ২০০৪ সালের ২৩ মে দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও অন্য দুজনকে খালাস দেন।
এর মধ্যে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত নিহতের ভাতিজা আব্দুর রহিম ১৯ মাস হাজতবাসের পর জামিনে মুক্তি পান। বাড়ি ফিরে সপরিবারে আত্মগোপন করেন তিনি। নাম-ঠিকানা পরিবর্তন করে নিজেকে শহিদুল ইসলাম পরিচয় দিয়ে ঠাকুরগাঁও সদরের গড়েয়া ইউনিয়নের ঢাংগীপুকুর গ্রামে বসবাস শুরু করেন। সেখানে তিনি গড়েয়া ফাজিল মাদ্রাসায় চাকরি করতেন এবং দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার চাপাপাড়া মসজিদের খতিবের দায়িত্ব পালন করতেন।
ধুনট থানা-পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামির অবস্থান শনাক্ত করে। গতকাল রোববার বিকেলে বগুড়ার শেরপুর উপজেলার সীমাবাড়ি এলাকায় এক আত্মীয়ের বাড়ি যাওয়ার পথে চান্দাইকোনা বাজার এলাকা থেকে পুলিশ আব্দুর রহিমকে গ্রেপ্তার করে। মামলার অপর আসামি জয়নাল আবেদীন বর্তমানে জামিনে রয়েছেন।
এ বিষয়ে জানতে চাইলে ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈকত হাসান আজকের পত্রিকাকে বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিকে ২৪ বছর পর গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।
ফরিদপুরের নগরকান্দায় ওয়াজ মাহফিলে ডেকে নিয়ে এক তরুণকে মারধরের ঘটনায় দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে থানার ওসিসহ ২০ জন আহত হয়েছে। আজ শনিবার সকাল ৮টায় নগরকান্দা পৌরসভার মীরাকান্দা ও পার্শ্ববর্তী ফুলসূতি ইউনিয়নের সলিথা গ্রামবাসীর মধ্যে এই সংঘর্ষ হয়।
২৯ মিনিট আগেইমন আওয়ামী নেতা ও মন্ত্রীদের রোষানলে পড়ে একাধিক মিথ্যা মামলায় অভিযুক্ত হয়ে বিনা বিচারে বছরের পর বছর জেলখানায় আটক ছিল। আওয়ামী লীগ সরকারের পতনের পর ইমন জামিনে মুক্তি পায়। ইমন বর্তমানে বিদেশে। কিন্তু তাঁকে এলিফ্যান্ট রোডের হামলায় আসামি করা হয়েছে...
১ ঘণ্টা আগেডা. শফিক বলেন, ‘রাজশাহী, যেটাকে শিক্ষার ভিলেজ বলা হয়, শিক্ষার গ্রাম। আমি আশা করি, ৫ তারিখের (৫ আগস্ট) পর রাজশাহীতে কোনো চাঁদাবাজি হয় না। এখানকার মানুষ ভদ্র, বিনয়ী ও সৎ। কেউ চাঁদাবাজি এখানে করে না, ঠিক না?’ এ সময় নেতা-কর্মীরা ‘চাঁদাবাজি হয়’ বলে আওয়াজ তোলেন। আমির প্রশ্ন করেন, ‘এখানেও চাঁদাবাজি হয়...
১ ঘণ্টা আগেরাজধানীর হাজারীবাগ এলাকায় একটি ছাত্রী হোস্টেল থেকে ইডেন মহিলা কলেজের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে হাজারীবাগ ৭/এ রোডের ৯১/কে নম্বর বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়...
৩ ঘণ্টা আগে