Ajker Patrika

শাজাহানপুরে বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি  
মাঝিড়া উচ্চবিদ্যালয় মাঠে সভায় বক্তারা। ছবি: আজকের পত্রিকা
মাঝিড়া উচ্চবিদ্যালয় মাঠে সভায় বক্তারা। ছবি: আজকের পত্রিকা

বগুড়া শাজাহানপুর উপজেলা বিএনপি আয়োজনে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বিকেলে উপজেলার মাঝিড়া উচ্চবিদ্যালয়ের মাঠে এই সমাবেশ হয়।

সমাবেশে উপজেলা বিএনপির সভাপতি ইনামুল হক শাহীন সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘গত ১৬ বছরে আমরা কথা বলতে পারি নাই। আমাদের কথা বলতে দেওয়া হয় নাই। হত্যা, গুম, গ্রেপ্তার করে আমাদের ওপরে নির্যাতন করা হয়েছে।’

শাজাহানপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ সভা পরিচালনা করেন। সভায় বক্তব্য দেন খালেদা জিয়ার উপদেষ্টা ও কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি হেলালুজ্জামান তালুকদার লালু, জেলা বিএনপি এর সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, জেলা বিএনপি এর সহ-সভাপতি ও গাবতলী উপজেলা বিএনপি এর সভাপতি মোরশেদ মিল্টন, কেন্দ্রিয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনা প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কক্সবাজারে বিমানঘাঁটিতে গুলি: যা বলছে আইএসপিআর, নিহতের মা-বাবা ও স্থানীয়রা

কক্সবাজার বিমান ঘাঁটিতে দুর্বৃত্তদের হামলা, সংঘর্ষে নিহত ১

ভারতের কাছে হারে পাকিস্তান টিম ম্যানেজমেন্টকে ধুয়ে দিলেন শোয়েব

নতুন রাজনৈতিক দলের নাম ও প্রতীক নিয়ে কী প্রস্তাব এল, জানালেন আখতার

মালিককে ঘরে আটকে রেখে খামারে পেট্রল ঢেলে আগুন, পুড়ল ৮ গরু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত