বদলগাছি ও নওগাঁ প্রতিনিধি
নওগাঁর বদলগাছি উপজেলার পয়নারী এলাকায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে বাসের চালকসহ ৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ১৫-২০ জন। বুধবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বদলগাছী-পত্নীতলা আঞ্চলিক মহাসড়কের পয়নারী ব্রিজ এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। মাতাজিহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল মতিন হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা বলছে, যাত্রীবাহী বাসটি একটি ট্রাক্টরের সঙ্গে সংঘর্ষের পর নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে আম গাছের সঙ্গে ধাক্কা লাগে। দুর্ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। পরে হাসপাতালে ১ জনের মৃত্যু হয়। তবে নিহতের সংখ্যা আরও বাড়তে পাড়ে বলেও তাদের ধারণা।
নিহতেরা হলেন, বদলগাছী উপজেলার সোয়াসা গ্রামের আব্দুল জব্বারের ছেলে (বাস চালক) আব্দুর রশিদ (৩৭) ও একই গ্রামের জিতু পাহানের ছেলে শ্রী গিরিজ পাহান (৩৫)। পরে নওগাঁ সদর হাসপাতালে এক শিশুর মৃত্যু হয়, তবে শিশুটির নাম পরিচয় এখনো পাওয়া যায়নি।
এ বিষয়ে পুলিশ, স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা ঘটনার বর্ণনায় বলছে, রাত আটটার দিকে পত্নীতলা উপজেলার আগ্রাদ্বিগুন থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাসটি নওগাঁ শহরের দিকে যাচ্ছিল। পথে বদলগাছি উপজেলার শেষ সীমান্ত পয়নারী ব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাক্টরের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ট্রাক্টরটি উল্টে রাস্তার নিচে খাদে পড়ে যায়। অপরদিকে বাসটি সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুমড়ে-মুচড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই বাসচালকসহ দুজনের মৃত্যু হয়। এ দুর্ঘটনায় বাসে থাকা আরও ১৫-২০ জন যাত্রী আহত হয়েছেন। পরে বদলগাছি, মহাদেবপুর থানা-পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় বাসিন্দারা আহত ব্যক্তিদের উদ্ধার করে নিকটস্থ বদলগাছি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে আহতদের মধ্যে গুরুতর কয়েকজনকে নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
বদলগাছি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা কর্মকর্তা কানিজ ফারহানা বলেন, ‘গুরুতর আহত ব্যক্তিদের নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। কিছু আহত ব্যক্তিদের স্বাস্থ্য কমপ্লেক্সে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।’
নওগাঁ সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স ফারুক আহম্মেদ বলেন, ‘হাসপাতালে রাত ১১টা পর্যন্ত বদলগাছির বাস দুর্ঘটনায় ১৫ জন রোগী এসেছে। এদের মধ্যে ৪-৫ জনের অবস্থা গুরুতর। আমরা আমাদের সাধ্যমতো রোগীদের চিকিৎসা সেবা দেওয়ার চেষ্টা করছি। একজন শিশু মারা গেছে তার নাম পরিচয় পাওয়া যায়নি।’
এ বিষয়ে বদলগাছি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, ‘দুর্ঘটনায় আহত ব্যক্তিদের উদ্ধার করে সুচিকিৎসা নিশ্চিত করা হচ্ছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
নওগাঁর বদলগাছি উপজেলার পয়নারী এলাকায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে বাসের চালকসহ ৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ১৫-২০ জন। বুধবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বদলগাছী-পত্নীতলা আঞ্চলিক মহাসড়কের পয়নারী ব্রিজ এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। মাতাজিহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল মতিন হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা বলছে, যাত্রীবাহী বাসটি একটি ট্রাক্টরের সঙ্গে সংঘর্ষের পর নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে আম গাছের সঙ্গে ধাক্কা লাগে। দুর্ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। পরে হাসপাতালে ১ জনের মৃত্যু হয়। তবে নিহতের সংখ্যা আরও বাড়তে পাড়ে বলেও তাদের ধারণা।
নিহতেরা হলেন, বদলগাছী উপজেলার সোয়াসা গ্রামের আব্দুল জব্বারের ছেলে (বাস চালক) আব্দুর রশিদ (৩৭) ও একই গ্রামের জিতু পাহানের ছেলে শ্রী গিরিজ পাহান (৩৫)। পরে নওগাঁ সদর হাসপাতালে এক শিশুর মৃত্যু হয়, তবে শিশুটির নাম পরিচয় এখনো পাওয়া যায়নি।
এ বিষয়ে পুলিশ, স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা ঘটনার বর্ণনায় বলছে, রাত আটটার দিকে পত্নীতলা উপজেলার আগ্রাদ্বিগুন থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাসটি নওগাঁ শহরের দিকে যাচ্ছিল। পথে বদলগাছি উপজেলার শেষ সীমান্ত পয়নারী ব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাক্টরের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ট্রাক্টরটি উল্টে রাস্তার নিচে খাদে পড়ে যায়। অপরদিকে বাসটি সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুমড়ে-মুচড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই বাসচালকসহ দুজনের মৃত্যু হয়। এ দুর্ঘটনায় বাসে থাকা আরও ১৫-২০ জন যাত্রী আহত হয়েছেন। পরে বদলগাছি, মহাদেবপুর থানা-পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় বাসিন্দারা আহত ব্যক্তিদের উদ্ধার করে নিকটস্থ বদলগাছি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে আহতদের মধ্যে গুরুতর কয়েকজনকে নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
বদলগাছি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা কর্মকর্তা কানিজ ফারহানা বলেন, ‘গুরুতর আহত ব্যক্তিদের নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। কিছু আহত ব্যক্তিদের স্বাস্থ্য কমপ্লেক্সে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।’
নওগাঁ সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স ফারুক আহম্মেদ বলেন, ‘হাসপাতালে রাত ১১টা পর্যন্ত বদলগাছির বাস দুর্ঘটনায় ১৫ জন রোগী এসেছে। এদের মধ্যে ৪-৫ জনের অবস্থা গুরুতর। আমরা আমাদের সাধ্যমতো রোগীদের চিকিৎসা সেবা দেওয়ার চেষ্টা করছি। একজন শিশু মারা গেছে তার নাম পরিচয় পাওয়া যায়নি।’
এ বিষয়ে বদলগাছি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, ‘দুর্ঘটনায় আহত ব্যক্তিদের উদ্ধার করে সুচিকিৎসা নিশ্চিত করা হচ্ছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
নির্মাণকাজের দায়িত্ব পাওয়া বেসরকারি আবাসনপ্রতিষ্ঠান কম্প্রিহেনসিভ হোল্ডিংস ছয় দফা সময় বাড়িয়েও কাজ শেষ না করায় বিপাকে পড়েছে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ (জাগৃক)।
৬ মিনিট আগেকুষ্টিয়ার দৌলতপুরে একটি তেলের গোডাউনে অগ্নিকাণ্ড হয়েছে। ফায়ার সার্ভিসের ৫টি ইউনিটের চার ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় দুই কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী।
৩০ মিনিট আগেরাজধানীর সবুজবাগ থানাধীন ভাইগদিয়া এলাকায় মো. নয়ন আহম্মেদ ওরফে রমজান নামের এক যুবককে পিটিয়ে মেরেছে স্থানীয় জনতা। গতকাল বুধবার বিকেলে এ ঘটনা ঘটে। এ সময় রমজানের এক সহযোগীকে জনরোষ থেকে উদ্ধার করে মুগদা জেনারেল হাসপাতালে ভর্তি করেছে পুলিশ।
৮ ঘণ্টা আগেরাজধানীর মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পের খোলা স্পটে বর্জ্য অপসারণের সময় বোমা বিস্ফোরণে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) চারজন পরিচ্ছন্নতা কর্মী আহত হয়েছেন। তারা হলেন মো. আলমগীর হোসেন (৩৬), মো. ইয়াছিন (৪০), আসাদ মিয়া (৫৮) ও সাইফুল ইসলাম (৪৭)। আহত পরিচ্ছন্নতা কর্মীরা বর্তমানে রাজধানীর শহীদ সোহ্রাওয
৯ ঘণ্টা আগে