ধুনট (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার ধুনটে ভিপি নুরের নেতৃত্বাধীন জেলা যুব অধিকার পরিষদের শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদকসহ ৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার দুপুর ২টার দিকে তাঁদের ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। গতকাল রোববার দিবাগত রাতে নিজ নিজ বাড়ি থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—ধুনট উপজেলার গোঁসাইবাড়ি ইউনিয়নের পারনাটাবাড়ি গ্রামের বাসিন্দা যুব পরিষদের শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জমশের আলী (৪৮), যুব পরিষদের নেতা রফিকুল ইসলাম (৩৬), জামাল খাঁ (৫৬), তুলাল হোসেন (৪২), রবিউল ইসলাম (২১), আব্দুল হান্নান (৪৪), জাহাঙ্গীর আলম (২২) ও শিপন মিয়া (২৫)।
উপজেলার গোঁসাইবাড়ি ইউনিয়নের পারনাটাবাড়ি গ্রামে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে হামলা চালিয়ে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি ভাঙচুর ও নেতা-কর্মীদের মারধরের অভিযোগে তাদের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের হয়েছিল। গত ১১ মার্চ ওই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম বাদী হয়ে ১৯ জনকে আসামি ধুনট থানায় এ মামলা করেন।
মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১০ মার্চ বিকেলে যুব অধিকার পরিষদের নেতা জমশের আলীর নেতৃত্বে উপজেলার পারনাটাবাড়ি গ্রামে আলোচনা সভা হয়। এ সময় নেতারা সরকার বিরোধী বক্তব্য দেন। স্থানীয় আওয়ামী লীগ নেতারা এতে বাধা দেন। এ ঘটনায় যুব অধিকার পরিষদের নেতারা ক্ষুব্ধ হয়ে গোঁসাইবাড়ি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয়ে হামলা চালিয়ে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবিসহ আসবাবপত্র ভাঙচুর ও নেতা-কর্মীদের মারধর করেন।
তবে থানা হাজতে আটক থাকাকালীন বগুড়া জেলা যুব অধিকার পরিষদের শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জমশের আলী আজকের পত্রিকাকে বলেন, ‘বগুড়া জেলার নেতা-কর্মীরা যমুনা নদীতে পিকনিক করার জন্য আমার বাড়িতে আসেন। এতে ক্ষুব্ধ হয়ে স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা তাদের অফিস ও ছবি ভাঙচুর করে আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে।’
এ বিষয়ে ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, ‘আদালতের গ্রেপ্তারি পরোয়ানা অনুযায়ী ৮ আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে বগুড়া কারাগারে পাঠানো হয়েছে।’
বগুড়ার ধুনটে ভিপি নুরের নেতৃত্বাধীন জেলা যুব অধিকার পরিষদের শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদকসহ ৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার দুপুর ২টার দিকে তাঁদের ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। গতকাল রোববার দিবাগত রাতে নিজ নিজ বাড়ি থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—ধুনট উপজেলার গোঁসাইবাড়ি ইউনিয়নের পারনাটাবাড়ি গ্রামের বাসিন্দা যুব পরিষদের শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জমশের আলী (৪৮), যুব পরিষদের নেতা রফিকুল ইসলাম (৩৬), জামাল খাঁ (৫৬), তুলাল হোসেন (৪২), রবিউল ইসলাম (২১), আব্দুল হান্নান (৪৪), জাহাঙ্গীর আলম (২২) ও শিপন মিয়া (২৫)।
উপজেলার গোঁসাইবাড়ি ইউনিয়নের পারনাটাবাড়ি গ্রামে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে হামলা চালিয়ে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি ভাঙচুর ও নেতা-কর্মীদের মারধরের অভিযোগে তাদের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের হয়েছিল। গত ১১ মার্চ ওই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম বাদী হয়ে ১৯ জনকে আসামি ধুনট থানায় এ মামলা করেন।
মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১০ মার্চ বিকেলে যুব অধিকার পরিষদের নেতা জমশের আলীর নেতৃত্বে উপজেলার পারনাটাবাড়ি গ্রামে আলোচনা সভা হয়। এ সময় নেতারা সরকার বিরোধী বক্তব্য দেন। স্থানীয় আওয়ামী লীগ নেতারা এতে বাধা দেন। এ ঘটনায় যুব অধিকার পরিষদের নেতারা ক্ষুব্ধ হয়ে গোঁসাইবাড়ি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয়ে হামলা চালিয়ে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবিসহ আসবাবপত্র ভাঙচুর ও নেতা-কর্মীদের মারধর করেন।
তবে থানা হাজতে আটক থাকাকালীন বগুড়া জেলা যুব অধিকার পরিষদের শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জমশের আলী আজকের পত্রিকাকে বলেন, ‘বগুড়া জেলার নেতা-কর্মীরা যমুনা নদীতে পিকনিক করার জন্য আমার বাড়িতে আসেন। এতে ক্ষুব্ধ হয়ে স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা তাদের অফিস ও ছবি ভাঙচুর করে আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে।’
এ বিষয়ে ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, ‘আদালতের গ্রেপ্তারি পরোয়ানা অনুযায়ী ৮ আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে বগুড়া কারাগারে পাঠানো হয়েছে।’
অহিংস গণ-অভ্যুত্থানের অন্যতম সংগঠক মাহবুবুল আলম চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশনের একটি টিম
২ ঘণ্টা আগেজামিনে কারাগার থেকে মুক্তি পাওয়ার পরই গ্রেপ্তার হয়েছেন রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সাবেক এমপি ও আওয়ামী লীগ নেতা রাহেনুল হক। সোমবার (২৫ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে তিনি রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান এবং এরপরই জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা তাঁকে গ্রেপ্তার করেন
২ ঘণ্টা আগেঅবশেষে কক্সবাজার-সেন্ট মার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে জেলা প্রশাসন। আগামী বৃহস্পতিবার কক্সবাজার শহরের নুনিয়ারছড়া বিআইডব্লিউটিএর ঘাট থেকে কেয়ারি সিন্দাবাদ নামক একটি জাহাজ পর্যটক নিয়ে সেন্ট মার্টিন যাবে
২ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলাকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল শাখা ছাত্রলীগের আপ্যায়নবিষয়ক সম্পাদক ইমন খান জীবনকে (২৮) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। রোববার (২৪ নভেম্বর) রাতে নারায়ণগঞ্জ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়
৩ ঘণ্টা আগে