যুবলীগ নেতাকে অটোরিকশা ছিনতাই মামলায় গ্রেপ্তার, মুক্ত হয়েই আত্মগোপনে

বগুড়া প্রতিনিধি
Thumbnail image
প্রতীকী ছবি

বগুড়ায় মানবাধিকার কর্মী যুবলীগ নেতাকে আটকের পর, অটোরিকশা ছিনতাই মামলায় চালান দিয়েছে বগুড়া সদর থানা-পুলিশ। কয়েক দিন পর তিনি জামিনে মুক্তি পেয়ে আত্মগোপন করেন। ওই মানবাধিকার কর্মীর নাম ইঞ্জিনিয়ার খায়রুল আলম লাকিন (৩৬)। তিনি হিউম্যান রাইটস অ্যাসোসিয়েশন নামের একটি মানবাধিকার সংস্থার কেন্দ্রীয় কমিটির সভাপতি, বগুড়া লায়নস ক্লাবের সদস্য এবং বগুড়া জেলা যুবলীগের সদস্য।

একজন মানবাধিকার ও রাজনৈতিক কর্মীকে অটোরিকশা ছিনতাই মামলায় চালান দেওয়ার ঘটনায় নিন্দা ও উদ্বেগ জানিয়েছেন সুশাসনের জন্য নাগরিক (সুজন)–এর বগুড়া শাখার সাধারণ সম্পাদক হ‌ুমায়ূন ইসলাম তুহিন।

জানা গেছে, গত ৩০ নভেম্বর ভোর রাতে শহরের লতিফপুর কলোনি এলাকায় নিজ বাড়ি থেকে বগুড়া সদর থানা-পুলিশ লাকিনকে আটক করে। তাঁর নামে রাজনৈতিক কোন মামলা না থাকায় একটি অটোরিকশা ছিনতাই মামলায় গ্রেপ্তার দেখিয়ে, ওই দিনই আদালতে চালান দেওয়া হয়। আসামির চালান প্রতিবেদনে তদন্তকারী কর্মকর্তা স্টেডিয়াম পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) দুলাল হোসেন উল্লেখ করেন, প্রাথমিক তদন্তে গ্রেপ্তারকৃত লাকিন অটোরিকশা ছিনতাই-এর সঙ্গে জড়িত থাকার তথ্য পাওয়া যাচ্ছে। ঘটনার পর থেকে লাকিন পলাতক ছিলেন। গত ৩০ নভেম্বর দুপুর আড়াইটায় শহরের সাতমাথা-বনানী সড়কে সাতানী বাড়ির সামনে থেকে লাকিনকে আটক করা হয়।

খোঁজ নিয়ে জানা যায়, গত ১২ আগস্ট রাত ১০টার দিকে বগুড়া শহরের জহুরুল নগর এলাকায় যাত্রীবেশী ছিনতাইকারীরা অটোরিকশা চালক সানজিত হোসেনকে (১৯) ছুরিকাঘাত করে একটি অটোরিকশা ছিনতাই করে। চিকিৎসা শেষে সুস্থ হলে, গত ২৩ আগস্ট সানজিতের বাবা রফিকুল ইসলাম ৪ জনের নাম উল্লেখ করে বগুড়া সদর থানায় মামলা করেন। সেই মামলায় পুলিশ এজাহারভুক্ত তিনজনকে গ্রেপ্তার করে।

তবে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই দুলাল হোসেন বলেন, ‘লাকিনকে আমি আটক করিনি। তাঁকে থানায় আনার পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে অটোরিকশা ছিনতাই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। চার্জশিট দেওয়ার সময় লাকিনকে অটোরিকশা ছিনতাই-এর অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হবে।’

এদিকে লাকিনের ভাই তুহিন বলেন, ‘পুলিশ গ্রেপ্তারের কয়েক দিন পর, লাকিন আদালত থেকে জামিনে মুক্তি পেয়ে অন্যত্র আত্মগোপনে আছেন।’

সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর বগুড়া শাখার সাধারণ সম্পাদক হ‌ুমায়ূন ইসলাম তুহিন বলেন, ‘দেশে আইনের প্রতিষ্ঠা এখনো হয়নি। যার যে অপরাধ তাঁকে সেই মামলাতেই গ্রেপ্তার করা উচিত। থানায় মামলা নেই, তারপরেও লাকিনকে গ্রেপ্তার করে অটোরিকশা ছিনতাই মামলায় চালান দেওয়া দুঃখজনক। ভবিষ্যতে লাকিন অটোরিকশা ছিনতাই মামলার আসামি হিসেবে চিহ্নিত হয়ে থাকবে।’ এ ঘটনায় নিন্দা জানানোর পাশাপাশি সাধারণ মানুষের জন্য এমন ঘটনা উদ্বেগজনক বলে তিনি উল্লেখ করেন।

এই ব্যাপারে বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মঈনুদ্দিনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ফোনে কিছু বলতে রাজি হননি। তিনি বলেন, ‘এ বিষয়ে সাক্ষাতে বিস্তারিত বলতে হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কারা পরিদর্শক হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক

টিউলিপ সিদ্দিকের পতন ঘটাতে বাংলাদেশি ও ব্রিটিশ রাজনীতির আঁতাত

ট্রাম্পের অভিষেক: সি আমন্ত্রণ পেলেও পাননি মোদি, থাকছেন আরও যাঁরা

ট্রাম্পের শপথের আগেই বার্নিকাটসহ তিন কূটনীতিককে পদত্যাগের নির্দেশ

কিশোরগঞ্জে বিএনপি নেতা হত্যা: সাবেক চেয়ারম্যানসহ গ্রেপ্তার ৪

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত