Ajker Patrika

অগ্নিসংযোগ, পেট্রলবোমা নিক্ষেপে বগুড়ায় চলছে অবরোধ

বগুড়া প্রতিনিধি
আপডেট : ০৬ নভেম্বর ২০২৩, ১৫: ৫৮
অগ্নিসংযোগ, পেট্রলবোমা নিক্ষেপে বগুড়ায় চলছে অবরোধ

বিচ্ছিন্নভাবে যানবাহন ভাঙচুর, অগ্নিসংযোগ, পেট্রলবোমা নিক্ষেপসহ ককটেল বিস্ফোরণের মধ্যে দিয়ে বগুড়ায় চলছে বিএনপি-জামায়াতের ডাকা অবরোধ কর্মসূচি। আজ সোমবার সকাল থেকেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মহাসড়কে কঠোর অবস্থান নেন। এর মধ্যেই বেলা ১১টার দিকে মহাসড়কে একটি যানবাহনে আগুন দেওয়ার ঘটনা ঘটে। 

বগুড়া-ঢাকা মহাসড়কে বগুড়া শহরতলির বেতগাড়ী এলাকায় মহাসড়ক উন্নয়নকাজে নিয়োজিত পানিবাহী লরির কেবিনে আগুন দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভান। 

এর আগে গতকাল রোববার রাত ৯টার দিকে একই মহাসড়কে ফটকি ব্রিজ এলাকায় কয়েকটি যানবাহনে ভাঙচুরের ঘটনা ঘটে। 

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, ‘ভাঙচুরের ঘটনায় থানায় কেউ অভিযোগ করেনি। তবে শুনেছি ফটকি ব্রিজ এলাকায় ট্রাকের গ্লাস ভাঙচুর করা হয়েছে। এ ছাড়া গতকাল রাতে চারমাথা বাস টার্মিনাল ও ঝোপগাড়ি এলাকায় বেশ কয়েকটি যানবাহনে ভাঙচুর করা হয়। একই সময়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দুটি ট্রাকে পেট্রলবোমা নিক্ষেপ করা হলেও ট্রাকে আগুন ধরেনি।’

আজ সকাল থেকেই অবরোধের সমর্থনে বিএনপির নেতা-কর্মীরা মহাসড়কে নামতে পারছেন না। তাঁরা বিচ্ছিন্নভাবে মহাসড়কের আশপাশে দুপুর পর্যন্ত অবস্থান নিয়ে থাকেন। দুপুরের পর তাঁরা চলে যান। 

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইহান ওলিউল্লাহ বলেন, গতকাল রাতে মহাসড়কে বিভিন্ন স্থানে যানবাহনে ভাঙচুরের চেষ্টা করা হয়েছে। গতকাল অবরোধ চলাকালে যানবাহনে ভাঙচুর এবং ককটেল বিস্ফোরণের ঘটনায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের ৫৫ জনের নাম উল্লেখ করে পুলিশ বাদী হয়ে দুটি মামলা দায়ের করেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত