অতিরিক্ত ঘুমের বড়ি খেয়ে আইসিইউতে সাংসদপত্নী

রাজশাহী প্রতিনিধি
আপডেট : ১৯ নভেম্বর ২০২১, ১৪: ৩৭
Thumbnail image

অতিরিক্ত ঘুমের বড়ি খেয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সাংসদ আয়েন উদ্দিনের স্ত্রী এলিনা (৪০)। তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) আছেন। গতকাল বৃহস্পতিবার তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। 

সাংসদ আয়েন উদ্দিন রাজশাহী নগরীর গ্রেটার রোড কাদিরগঞ্জ এলাকার একটি বাসায় ভাড়া থাকেন। সেই বাড়ি থেকেই স্ত্রী এলিনাকে বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে রামেক হাসপাতালে নেওয়া হয়। তবে কী কারণে তিনি অতিরিক্ত ঘুমের বড়ি খেয়েছেন তা জানা যায়নি।

হাসপাতাল সূত্রে জানা গেছে, এলিনাকে জরুরি বিভাগ থেকে প্রথমে মেডিসিন বিভাগের ৩৮ নম্বর ওয়ার্ডে দেওয়া হয়। পরে রাত ১১টা ৫৫ মিনিটে এই ওয়ার্ডে ভর্তি করা হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কিছুক্ষণ পরই তাঁকে আইসিইউতে পাঠানো হয়। 

আইসিইউ ইনচার্জ ডা. আবু হেনা মোস্তফা কামাল বলেন, ‘আইসিইউতে যেহেতু আছেন, তাই তাঁর শারীরিক অবস্থা ভালো এটা বলার উপায় নেই। তাঁর অবস্থা স্থিতিশীল।’ এলিনা কতটি ঘুমের বড়ি খেয়েছেন জানতে চাইলে তিনি বলেন, ‘এটা তো তাঁর ব্যক্তিগত তথ্য। আমি এটা এভাবে সংবাদমাধ্যমকে জানাতে পারি না।’

এ বিষয়ে সাংসদ আয়েন উদ্দিনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি কল রিসিভ করেননি। নগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বিষয়ে কিছু জানেন না বলে জানিয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত