রাবি প্রতিনিধি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ১৭টি আবাসিক হলের শিক্ষার্থীরা আজ বৃহস্পতিবার সকাল থেকে হল ছাড়তে শুরু করেন। পুরো ক্যাম্পাসে এখন শিক্ষার্থীর উপস্থিতি হাতেগোনা। আজ সকাল ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হল ও ক্যাম্পাস প্রদক্ষিণ করে এ চিত্র দেখা গেছে।
বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের রোকেয়া হল ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা হলের সামনে আজ সকাল ১০টার দিকে অন্তত ১০ জন রিকশাচালককে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। তাঁদের সঙ্গে কথা বলে জানা যায়, আজ সকাল থেকেই শিক্ষার্থীরা হল ছাড়ছেন। তাঁরা প্রত্যেকেই চার-পাঁচজন শিক্ষার্থীকে গন্তব্য পৌঁছে দিয়ে এসেছেন।
বিশ্ববিদ্যালয়ের মাদার বখশ হলের আবাসিক শিক্ষার্থী মো. শিহাব। তাঁর বাসা রাজবাড়ীতে। আজ সকাল ১০টার পর বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রের সামনে তাঁর সঙ্গে কথা হয়। তিনি বলেন, সকাল থেকে গাড়ি চলাচল করছে। তবে রাস্তায় গিয়ে আটকে যান কিনা সেই শঙ্কায় আছেন।
তবে দূরদূরান্তে থাকা বেশ কয়েকজন ছাত্রী হল ত্যাগের নির্দেশ দেওয়ায় বিপদে পড়েছেন বলে জানিয়েছেন। নাম প্রকাশ না করা শর্তে তারা জানান, আজকে সারাদেশের আন্দোলনকারীরা ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করবেন। তাদের বাসা রাজশাহী থেকে অনেকটা দূরে হওয়ায় তাঁরা বাড়ি ফিরতে পারছেন না। এজন্য তারা কাছের বন্ধু অথবা আত্মীয়দের বাসায় উঠবেন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, গতকাল রাতে হলগুলোতে গড়ে ২৫-৩০ জন শিক্ষার্থী অবস্থান করছিলেন ৷ তাঁদেরকে আজ সকালের মধ্যে হল ত্যাগ করতে নির্দেশ দেওয়া হয়েছে। পুরো ক্যাম্পাস এখন আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। যদিও তাঁরা সকাল থেকে ক্যাম্পাসের বাইরে অবস্থান করছেন। আমরা সাহায্য চাইলে তাঁরা সহযোগিতা করবেন।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) জামিরুল ইসলাম জানান, গতকাল সন্ধ্যায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানের পর ক্যাম্পাসে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তাঁরা রাতে ক্যাম্পাসে সতর্ক অবস্থানে ছিলেন। এখন পরিস্থিতি স্বাভাবিক আছে। হাতেগোনা কয়েকজন ছাড়া বাকি সবাই হল ছেড়েছেন। যে কয়েকজন হলে আছেন, তারাও দ্রুত হল ত্যাগ করবেন।
এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বর্তমানে কোটা সংস্কারব্যবস্থা আন্দোলনের কোনো সমন্বয়ক কমিটি নেই। শুরুতে যে সমন্বয়ক কমিটি ছিল, তাঁদেরকে অবাঞ্ছিত ঘোষণা করেছেন শিক্ষার্থীরা। এরপর থেকে শিক্ষার্থীরা ‘কোটা পুনর্বহাল করা চলবে না (রাবি)’ নামের একটি ফেসবুক গ্রুপ থেকে কর্মসূচি ঘোষণা করে আসছেন। আজ বেলা ১১টা পর্যন্ত সেই গ্রুপে কোনো কর্মসূচির ঘোষণা দেননি আন্দোলনকারীরা।
তবে চলমান কোটাসংস্কার পদ্ধতি আন্দোলনকে কেন্দ্র করে দেশব্যাপী শিক্ষার্থীদের ওপর হামলা এবং নিপীড়নের প্রতিবাদে কর্মসূচির ডাক দিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নিপীড়নবিরোধী শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবকবৃন্দ। আজ দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী স্মৃতি ফলকের চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হওয়ার কথা। তাঁরা আশেপাশে থাকা সচেতন শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের কর্মসূচিতে অংশ নেওয়ার অনুরোধ জানিয়েছেন।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ১৭টি আবাসিক হলের শিক্ষার্থীরা আজ বৃহস্পতিবার সকাল থেকে হল ছাড়তে শুরু করেন। পুরো ক্যাম্পাসে এখন শিক্ষার্থীর উপস্থিতি হাতেগোনা। আজ সকাল ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হল ও ক্যাম্পাস প্রদক্ষিণ করে এ চিত্র দেখা গেছে।
বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের রোকেয়া হল ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা হলের সামনে আজ সকাল ১০টার দিকে অন্তত ১০ জন রিকশাচালককে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। তাঁদের সঙ্গে কথা বলে জানা যায়, আজ সকাল থেকেই শিক্ষার্থীরা হল ছাড়ছেন। তাঁরা প্রত্যেকেই চার-পাঁচজন শিক্ষার্থীকে গন্তব্য পৌঁছে দিয়ে এসেছেন।
বিশ্ববিদ্যালয়ের মাদার বখশ হলের আবাসিক শিক্ষার্থী মো. শিহাব। তাঁর বাসা রাজবাড়ীতে। আজ সকাল ১০টার পর বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রের সামনে তাঁর সঙ্গে কথা হয়। তিনি বলেন, সকাল থেকে গাড়ি চলাচল করছে। তবে রাস্তায় গিয়ে আটকে যান কিনা সেই শঙ্কায় আছেন।
তবে দূরদূরান্তে থাকা বেশ কয়েকজন ছাত্রী হল ত্যাগের নির্দেশ দেওয়ায় বিপদে পড়েছেন বলে জানিয়েছেন। নাম প্রকাশ না করা শর্তে তারা জানান, আজকে সারাদেশের আন্দোলনকারীরা ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করবেন। তাদের বাসা রাজশাহী থেকে অনেকটা দূরে হওয়ায় তাঁরা বাড়ি ফিরতে পারছেন না। এজন্য তারা কাছের বন্ধু অথবা আত্মীয়দের বাসায় উঠবেন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, গতকাল রাতে হলগুলোতে গড়ে ২৫-৩০ জন শিক্ষার্থী অবস্থান করছিলেন ৷ তাঁদেরকে আজ সকালের মধ্যে হল ত্যাগ করতে নির্দেশ দেওয়া হয়েছে। পুরো ক্যাম্পাস এখন আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। যদিও তাঁরা সকাল থেকে ক্যাম্পাসের বাইরে অবস্থান করছেন। আমরা সাহায্য চাইলে তাঁরা সহযোগিতা করবেন।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) জামিরুল ইসলাম জানান, গতকাল সন্ধ্যায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানের পর ক্যাম্পাসে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তাঁরা রাতে ক্যাম্পাসে সতর্ক অবস্থানে ছিলেন। এখন পরিস্থিতি স্বাভাবিক আছে। হাতেগোনা কয়েকজন ছাড়া বাকি সবাই হল ছেড়েছেন। যে কয়েকজন হলে আছেন, তারাও দ্রুত হল ত্যাগ করবেন।
এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বর্তমানে কোটা সংস্কারব্যবস্থা আন্দোলনের কোনো সমন্বয়ক কমিটি নেই। শুরুতে যে সমন্বয়ক কমিটি ছিল, তাঁদেরকে অবাঞ্ছিত ঘোষণা করেছেন শিক্ষার্থীরা। এরপর থেকে শিক্ষার্থীরা ‘কোটা পুনর্বহাল করা চলবে না (রাবি)’ নামের একটি ফেসবুক গ্রুপ থেকে কর্মসূচি ঘোষণা করে আসছেন। আজ বেলা ১১টা পর্যন্ত সেই গ্রুপে কোনো কর্মসূচির ঘোষণা দেননি আন্দোলনকারীরা।
তবে চলমান কোটাসংস্কার পদ্ধতি আন্দোলনকে কেন্দ্র করে দেশব্যাপী শিক্ষার্থীদের ওপর হামলা এবং নিপীড়নের প্রতিবাদে কর্মসূচির ডাক দিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নিপীড়নবিরোধী শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবকবৃন্দ। আজ দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী স্মৃতি ফলকের চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হওয়ার কথা। তাঁরা আশেপাশে থাকা সচেতন শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের কর্মসূচিতে অংশ নেওয়ার অনুরোধ জানিয়েছেন।
রাজধানীর ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের গাফিলতির কারণে ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের (ডিএমআরসি) শিক্ষার্থীর মৃত্যুর অভিযোগ উঠেছে। এ নিয়ে বেশ কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ করলে গতকাল শনিবার তাঁদের ওপর কবি নজরুল কলেজের কিছু শিক্ষার্থী হামলা করে বলে অভিযোগ করা হয়।
৩ মিনিট আগেগাজীপুরের শ্রীপুরে অবস্থিত সাফারি পার্কের ম্যাকাউ পাখিশালার নেট (জাল) কেটে দুইটি গ্রিন উইং ম্যাকাও পাখি চুরি ঘটনা ঘটেছে। এ ঘটনায় পার্কের পক্ষ থেকে শ্রীপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। আজ রোববার পাখি চুরি যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বনসংরক্ষক...
১৭ মিনিট আগেড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের (ডিএমআরসি) শিক্ষার্থীর মৃত্যু ও হামলার বিচারের দাবিতে পুরান ঢাকার ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে ঘেরাও করেছে রাজধানীর ৩৫ টির বেশি কলেজের শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা হাসপাতালের প্রধান ফটক বন্ধ করে দেয় এবং নামফলক ভেঙে ফেলে।
২১ মিনিট আগেমানিকগঞ্জে মাদক মামলায় দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ রোববার দুপুরে এই রায় দেন মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক লিয়াকত আলী মোল্লা। রায়ে দণ্ডপ্রাপ্তদের ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়।
৩৫ মিনিট আগে