সিরাজগঞ্জে হেরোইন রাখার দায়ে যাবজ্জীবন

সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৩, ১৬: ৩৫

সিরাজগঞ্জের সলঙ্গায় হেরোইন রাখার দায়ের মিজানুর রহমান (৪৪) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফজলে খোদা মো. নাজির এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত মিজানুর রহমান নওগাঁ জেলার দক্ষিণ লক্ষ্মীপুর গ্রামের মকবুল হোসেনের ছেলে।

জেলা ও দায়রা জজ আদালতের স্টেনোগ্রাফার রাশেদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার অভিযোগপত্রে উল্লেখ করা হয়, ২০২১ সালের ১৯ জুন র‍্যাবের কাছে খবর আসে বগুড়া থেকে নগরবাড়ীগামী একটি লোকাল বাসে এক ব্যক্তি হেরোইন বহন করছে। এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে ঢাকা-বগুড়া মহাসড়কের সলঙ্গা থানার এক খাবার হোটেলের সামনে চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহনে তল্লাশি চালায় র‍্যাব। বগুড়া থেকে ছেড়ে আসা সৌমির পরিবহন বাসে তল্লাশি চালিয়ে মিজানুর রহমানকে ১৯০ গ্রাম হেরোইনসহ আটক করা হয়।

এ ঘটনায় র‍্যাব-১২-এর ডিএডি ছামিউল ইসলাম বাদী হয়ে সলঙ্গা থানায় মামলা দায়ের করেন। সাক্ষ্য-প্রমাণ শেষে আজ আদালত মিজানুর রহমানকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আবু সাঈদকে ৪–৫ ঘণ্টা পরে হাসপাতালে নেওয়া হয়—শেখ হাসিনার দাবির সত্যতা কতটুকু

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

বিমানবন্দরে সাংবাদিক নূরুল কবীরকে হয়রানির তদন্তের নির্দেশ প্রধান উপদেষ্টার

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

ভারত ও তরুণ প্রজন্মের নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রসঙ্গে যা বললেন মির্জা ফখরুল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত