রাবি প্রতিনিধি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বিজ্ঞান অনুষদের ৩৪ জন শিক্ষক ও ৫৪ জন শিক্ষার্থীকে ডিনস অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনে এক অনুষ্ঠানে তাঁদের মধ্যে সনদ ও চেক বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব। বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক নাসিমা আখতারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সহ-উপাচার্য অধ্যাপক মোহাম্মদ মাঈন উদ্দীন অধ্যাপক ফরিদ উদ্দিন খান।
এ সময় উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব বলেন, ‘এ বিশ্ববিদ্যালয়ে অনেক গবেষক-শিক্ষক ও কৃতী শিক্ষার্থী রয়েছে। এই অ্যাওয়ার্ড দেওয়ার মাধ্যমে তা দৃশ্যমান হলো। এসব মেধাবী শিক্ষক ও শিক্ষার্থী আগামীতেও তাঁদের কৃতিত্বের ধারাবাহিকতা বজায় রাখবেন। তাঁরা অনুজদের জন্যও অনুপ্রেরণার উৎস হয়েও থাকবেন।’
তথ্যমতে, অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষকদের মধ্যে চারজনকে ২০২৩ সালের ডিনস অ্যাওয়ার্ড এবং ১৬ জন শিক্ষককে ডিনস আর্টিকেল অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। এ ছাড়া চারজন শিক্ষককে ২০২৪ সালের ডিনস অ্যাওয়ার্ড ও ১০ জন শিক্ষককে ডিনস আর্টিকেল অ্যাওয়ার্ড দেওয়া হয়। ডিনস অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষকদের মধ্যে তিনজন প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের, দুজন পপুলেশন সায়েন্স অ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট এবং একজন করে ফার্মেসি, পরিসংখ্যান ও গণিত বিভাগের।
ডিনস আর্টিকেল অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষকদের মধ্যে পাঁচজন করে আছেন প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান, গণিত, পপুলেশন সায়েন্স অ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগের, চারজন আছেন পদার্থবিজ্ঞান বিভাগের, ফার্মেসি, রসায়ন ও ফলিত গণিত বিভাগের আছেন দুজন করে এবং একজন আছেন পরিসংখ্যান বিভাগের।
অপর দিকে ২০২১ ও ২০২২ সালের স্নাতক (সম্মান) পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য যথাক্রমে ২৯ ও ২৫ জন শিক্ষার্থী ডিনস অ্যাওয়ার্ড পেয়েছেন। অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে সাতজন করে আছেন গণিত, রসায়ন, পরিসংখ্যান ও ফার্মেসি বিভাগের, ছয়জন করে আছেন পদার্থবিজ্ঞান, প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান ও ফলিত গণিত বিভাগের, তিনজন পপুলেশন সায়েন্স অ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট এবং পাঁচজন শারীরিক শিক্ষা ও ক্রীড়াবিজ্ঞান বিভাগের।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বিজ্ঞান অনুষদের ৩৪ জন শিক্ষক ও ৫৪ জন শিক্ষার্থীকে ডিনস অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনে এক অনুষ্ঠানে তাঁদের মধ্যে সনদ ও চেক বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব। বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক নাসিমা আখতারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সহ-উপাচার্য অধ্যাপক মোহাম্মদ মাঈন উদ্দীন অধ্যাপক ফরিদ উদ্দিন খান।
এ সময় উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব বলেন, ‘এ বিশ্ববিদ্যালয়ে অনেক গবেষক-শিক্ষক ও কৃতী শিক্ষার্থী রয়েছে। এই অ্যাওয়ার্ড দেওয়ার মাধ্যমে তা দৃশ্যমান হলো। এসব মেধাবী শিক্ষক ও শিক্ষার্থী আগামীতেও তাঁদের কৃতিত্বের ধারাবাহিকতা বজায় রাখবেন। তাঁরা অনুজদের জন্যও অনুপ্রেরণার উৎস হয়েও থাকবেন।’
তথ্যমতে, অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষকদের মধ্যে চারজনকে ২০২৩ সালের ডিনস অ্যাওয়ার্ড এবং ১৬ জন শিক্ষককে ডিনস আর্টিকেল অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। এ ছাড়া চারজন শিক্ষককে ২০২৪ সালের ডিনস অ্যাওয়ার্ড ও ১০ জন শিক্ষককে ডিনস আর্টিকেল অ্যাওয়ার্ড দেওয়া হয়। ডিনস অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষকদের মধ্যে তিনজন প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের, দুজন পপুলেশন সায়েন্স অ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট এবং একজন করে ফার্মেসি, পরিসংখ্যান ও গণিত বিভাগের।
ডিনস আর্টিকেল অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষকদের মধ্যে পাঁচজন করে আছেন প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান, গণিত, পপুলেশন সায়েন্স অ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগের, চারজন আছেন পদার্থবিজ্ঞান বিভাগের, ফার্মেসি, রসায়ন ও ফলিত গণিত বিভাগের আছেন দুজন করে এবং একজন আছেন পরিসংখ্যান বিভাগের।
অপর দিকে ২০২১ ও ২০২২ সালের স্নাতক (সম্মান) পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য যথাক্রমে ২৯ ও ২৫ জন শিক্ষার্থী ডিনস অ্যাওয়ার্ড পেয়েছেন। অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে সাতজন করে আছেন গণিত, রসায়ন, পরিসংখ্যান ও ফার্মেসি বিভাগের, ছয়জন করে আছেন পদার্থবিজ্ঞান, প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান ও ফলিত গণিত বিভাগের, তিনজন পপুলেশন সায়েন্স অ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট এবং পাঁচজন শারীরিক শিক্ষা ও ক্রীড়াবিজ্ঞান বিভাগের।
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মাদক সেবনের টাকা না দেওয়ায় বাবাকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। আজ রোববার বিকেলে উপজেলার গোবিন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে।
৪ মিনিট আগেলালমনিরহাটের আদিতমারী উপজেলায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত (৬৫) এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। আজ রোববার বিকেল ৩টার দিকে লালমনিরহাট বুড়িমারী রেলরুটের উপজেলার পলাশী ইউনিয়নের নামুড়ি স্টেশনের পাশে এ দুর্ঘটনা ঘটে।
৬ মিনিট আগেনির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার মন্তব্য করেছেন, তাদের কাজ কেবল নির্বাচনী ব্যবস্থার সংস্কার প্রস্তাব দেওয়া। কারা নির্বাচনে অংশগ্রহণ করবে বা যোগ্য, তা নির্ধারণ করা নির্বাচন কমিশনের দায়িত্ব। এসব বিষয় তাদের এখতিয়ারভুক্ত নয়। সংস্কারের মাধ্যমে নির্বাচনী কার্যক্রম উন্নত করাই...
৮ মিনিট আগেশিশু বিশেষজ্ঞ জাতীয় অধ্যাপক ডা. এম আর খান প্রতিষ্ঠিত সমাজসেবামূলক প্রতিষ্ঠান শিশু স্বাস্থ্য ফাউন্ডেশন, বাংলাদেশ–এর ২০২৫-২৬ সালের কার্যনির্বাহী কমিটি নির্বাচিত করা হয়েছে। সম্প্রতি এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
১৭ মিনিট আগে