রাজশাহী প্রতিনিধি
একটা সময় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল নিয়ে মানুষের ভুল ধারণা ছিল। মানুষ মনে করত, এই হাসপাতালে এলে চিকিৎসা পাওয়া যায় না। কিন্তু রামেক হাসপাতাল সম্পর্কে মানুষের এই ভুল ধারণা পাল্টে গেছে বলে মন্তব্য করেছেন রাজশাহী-২ (সদর) আসনের সাংসদ ফজলে হোসেন বাদশা।
আজ বৃহস্পতিবার সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামিম ইয়াজদানীর সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় এ কথা বলেন তিনি।
সাংসদ ফজলে হোসেন বাদশা হাসপাতালটির পরিচালনা পরিষদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। করোনাকালীন চিকিৎসকদের অবদান তুলে ধরে তিনি বলেন, হাসপাতাল খুব সেনসিটিভ জায়গা। এখানে মানুষের জীবন-মৃত্যুর বিষয় জড়িত। করোনার সময় এখানকার ডাক্তারেরা যেভাবে সেবা দিয়েছেন, সেটি প্রশংসনীয়। করোনার সময় প্রায় ১৫ হাজারের ওপর মানুষ সেবা পেয়েছেন বলে জেনেছি। এটি নিঃসন্দেহে একটি মহৎ কাজ।
সাংসদ আরও বলেন, ‘রামেক হাসপাতালের সেবার মান বেড়েছে। তবে এখনো বেডের সংখ্যা কম। তাই বেডের সংখ্যা বাড়াতে হবে, যাতে প্রত্যেকে চিকিৎসা সেবা পায়। বেড বাড়ানোর জন্য আমরা চেষ্টা করব। হাসপাতাল যেন আরও রোগীবান্ধব হয়, তার জন্যও কাজ করব।’
সৌজন্য সাক্ষাতের সময় চিকিৎসাসেবা প্রদানে দেশের সেরা তিনটি হাসপাতালের মধ্যে রামেক হাসপাতাল একটি হওয়ায় হাসপাতালের পরিচালক ও অন্য চিকিৎসকদের ফুলের শুভেচ্ছা জানান সাংসদ।
এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. নওশাদ আলী; নাক, কান ও গলা বিভাগের আবাসিক সার্জন ডা. সুব্রত সরকার; সার্জারি বিভাগের আবাসিক সার্জন ডা. এম এস রায়; মেডিসিন বিভাগের আবাসিক সার্জন ডা. পার্থ মণি ভট্টাচার্য; রেডিওলজি বিভাগের প্রধান অধ্যাপক হাফিজুর রহমান; গাইনি বিভাগের প্রধান ডা. রোকেয়া খাতুন প্রমুখ।
একটা সময় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল নিয়ে মানুষের ভুল ধারণা ছিল। মানুষ মনে করত, এই হাসপাতালে এলে চিকিৎসা পাওয়া যায় না। কিন্তু রামেক হাসপাতাল সম্পর্কে মানুষের এই ভুল ধারণা পাল্টে গেছে বলে মন্তব্য করেছেন রাজশাহী-২ (সদর) আসনের সাংসদ ফজলে হোসেন বাদশা।
আজ বৃহস্পতিবার সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামিম ইয়াজদানীর সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় এ কথা বলেন তিনি।
সাংসদ ফজলে হোসেন বাদশা হাসপাতালটির পরিচালনা পরিষদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। করোনাকালীন চিকিৎসকদের অবদান তুলে ধরে তিনি বলেন, হাসপাতাল খুব সেনসিটিভ জায়গা। এখানে মানুষের জীবন-মৃত্যুর বিষয় জড়িত। করোনার সময় এখানকার ডাক্তারেরা যেভাবে সেবা দিয়েছেন, সেটি প্রশংসনীয়। করোনার সময় প্রায় ১৫ হাজারের ওপর মানুষ সেবা পেয়েছেন বলে জেনেছি। এটি নিঃসন্দেহে একটি মহৎ কাজ।
সাংসদ আরও বলেন, ‘রামেক হাসপাতালের সেবার মান বেড়েছে। তবে এখনো বেডের সংখ্যা কম। তাই বেডের সংখ্যা বাড়াতে হবে, যাতে প্রত্যেকে চিকিৎসা সেবা পায়। বেড বাড়ানোর জন্য আমরা চেষ্টা করব। হাসপাতাল যেন আরও রোগীবান্ধব হয়, তার জন্যও কাজ করব।’
সৌজন্য সাক্ষাতের সময় চিকিৎসাসেবা প্রদানে দেশের সেরা তিনটি হাসপাতালের মধ্যে রামেক হাসপাতাল একটি হওয়ায় হাসপাতালের পরিচালক ও অন্য চিকিৎসকদের ফুলের শুভেচ্ছা জানান সাংসদ।
এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. নওশাদ আলী; নাক, কান ও গলা বিভাগের আবাসিক সার্জন ডা. সুব্রত সরকার; সার্জারি বিভাগের আবাসিক সার্জন ডা. এম এস রায়; মেডিসিন বিভাগের আবাসিক সার্জন ডা. পার্থ মণি ভট্টাচার্য; রেডিওলজি বিভাগের প্রধান অধ্যাপক হাফিজুর রহমান; গাইনি বিভাগের প্রধান ডা. রোকেয়া খাতুন প্রমুখ।
সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল সরকারি কলেজের সঙ্গে ডেমরার ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া ও পাল্টা ধাওয়া এবং সংঘর্ষের ঘটনায় কেউ নিহত হয়নি। তবে ২৫ জন শিক্ষার্থী আহত হয়েছে
৬ মিনিট আগেচট্টগ্রামে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন) নেতা চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীকে গ্রেপ্তারের প্রতিবাদে বিক্ষোভ হয়েছে। বিকেলে গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে নগরীর জামালখানে তাঁর অনুসারীরা জড়ো হতে থাকেন।
১১ মিনিট আগেঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্তদের জন্য উত্তরা দিয়াবাড়ীতে নির্মিত পুনর্বাসন ভিলেজে লটারির মাধ্যমে প্রথম ধাপে ফ্ল্যাট বরাদ্দ দেওয়া হয়েছে। আজ সোমবার বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের সম্মেলন কক্ষে এই লটারি অনুষ্ঠানের আয়োজন করা হয়।
১৬ মিনিট আগেরাজধানী ঢাকায় পুলিশের গুলিভর্তি ম্যাগাজিন চুরি ও এপিসি গাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগে ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজসহ বিভিন্ন কলেজের অজ্ঞাতনামা আট হাজার শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।
২৯ মিনিট আগে