বগুড়া প্রতিনিধি
বগুড়ায় হাইওয়ে পুলিশের ধাওয়ায় পালাতে গিয়ে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় মাদ্রাসাছাত্র আহতের ঘটনায় মহাসড়ক অবরোধ করে বিক্ষুব্ধ জনতা। পরে হাইওয়ের পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে দেড় ঘণ্টা পর অবরোধ তুলে নেওয়া হয়।
আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে বগুড়া-রংপুর মহাসড়কে বগুড়া সদরের বাঘোপাড়া এলাকায় অবস্থান নেয় বিক্ষুব্ধ জনতা।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ মহাসড়কে বাঘোপাড়া খোলার ঘর এলাকায় বগুড়া শহর থেকে মহাস্থানগামী একটি অটোরিকশা হাইওয়ে পুলিশের সংকেত না মেনে পালানোর চেষ্টা করে। হাইওয়ে পুলিশ অটোরিকশাটি ধাওয়া করে আটকের চেষ্টা করলে দ্রুত পালিয়ে যাওয়ার সময় এক মাদ্রাসাছাত্রকে ধাক্কা দেয়। ওই ছাত্র আহত হলে জনগণ হাইওয়ে পুলিশের ওপর ক্ষুব্ধ হয়। পরিস্থিতি বেগতিক দেখে পুলিশ ঘটনাস্থল ত্যাগ করে। পরে জনগণ মহাসড়ক অবরোধ করে।
প্রত্যক্ষদর্শীরা আরও জানান, হাইওয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা স্থানীয় গোকুল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জিয়াউল হক জিয়াকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে যান। হাইওয়ে পুলিশের জড়িত সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে বেলা দুইটার সময় অবরোধ তুলে নেয় জনতা। এদিকে অবরোধের কারণে মহাসড়কের দুই পাশে যানবাহন আটকা পড়ে।
চেয়ারম্যান জিয়াউল হক জিয়া বলেন, অটোরিকশা পালাতে গিয়ে দুর্ঘটনাকে কেন্দ্র করে হাইওয়ে পুলিশের সঙ্গে ভুল-বোঝাবুঝির কারণে জনগণ সড়ক অবরোধ করে।
হাইওয়ে পুলিশ বগুড়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার হরেশ্বর রায় বলেন, পুলিশ দেখে পালাতে গিয়ে অটোরিকশা দুর্ঘটনা ঘটায়। স্থানীয়রা দুর্ঘটনার জন্য হাইওয়ে পুলিশকে দায়ী করে মহাসড়ক অবরোধ করে। হাইওয়ে পুলিশের কোনো সদস্যের অবহেলার কারণে যদি দুর্ঘটনা ঘটে, তবে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
বগুড়ায় হাইওয়ে পুলিশের ধাওয়ায় পালাতে গিয়ে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় মাদ্রাসাছাত্র আহতের ঘটনায় মহাসড়ক অবরোধ করে বিক্ষুব্ধ জনতা। পরে হাইওয়ের পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে দেড় ঘণ্টা পর অবরোধ তুলে নেওয়া হয়।
আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে বগুড়া-রংপুর মহাসড়কে বগুড়া সদরের বাঘোপাড়া এলাকায় অবস্থান নেয় বিক্ষুব্ধ জনতা।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ মহাসড়কে বাঘোপাড়া খোলার ঘর এলাকায় বগুড়া শহর থেকে মহাস্থানগামী একটি অটোরিকশা হাইওয়ে পুলিশের সংকেত না মেনে পালানোর চেষ্টা করে। হাইওয়ে পুলিশ অটোরিকশাটি ধাওয়া করে আটকের চেষ্টা করলে দ্রুত পালিয়ে যাওয়ার সময় এক মাদ্রাসাছাত্রকে ধাক্কা দেয়। ওই ছাত্র আহত হলে জনগণ হাইওয়ে পুলিশের ওপর ক্ষুব্ধ হয়। পরিস্থিতি বেগতিক দেখে পুলিশ ঘটনাস্থল ত্যাগ করে। পরে জনগণ মহাসড়ক অবরোধ করে।
প্রত্যক্ষদর্শীরা আরও জানান, হাইওয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা স্থানীয় গোকুল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জিয়াউল হক জিয়াকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে যান। হাইওয়ে পুলিশের জড়িত সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে বেলা দুইটার সময় অবরোধ তুলে নেয় জনতা। এদিকে অবরোধের কারণে মহাসড়কের দুই পাশে যানবাহন আটকা পড়ে।
চেয়ারম্যান জিয়াউল হক জিয়া বলেন, অটোরিকশা পালাতে গিয়ে দুর্ঘটনাকে কেন্দ্র করে হাইওয়ে পুলিশের সঙ্গে ভুল-বোঝাবুঝির কারণে জনগণ সড়ক অবরোধ করে।
হাইওয়ে পুলিশ বগুড়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার হরেশ্বর রায় বলেন, পুলিশ দেখে পালাতে গিয়ে অটোরিকশা দুর্ঘটনা ঘটায়। স্থানীয়রা দুর্ঘটনার জন্য হাইওয়ে পুলিশকে দায়ী করে মহাসড়ক অবরোধ করে। হাইওয়ে পুলিশের কোনো সদস্যের অবহেলার কারণে যদি দুর্ঘটনা ঘটে, তবে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম হত্যার প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো অচল রয়েছে চট্টগ্রাম আদালতের কার্যক্রম। গতকাল বুধবারের (২৭ নভেম্বর) মতো আজ বৃহস্পতিবারও (২৮ নভেম্বর) চট্টগ্রামের ৭৪টি আদালতে কোনো বিচারিক কার্যক্রম অনুষ্ঠিত হয়নি।
১ মিনিট আগেএকসময় গ্রামবাংলার চেনা দৃশ্য ছিল দল বেঁধে মাছ ধরা। বৃষ্টির পরে নদী-খালে পানি বাড়লেই পাড়ায় পাড়ায় শুরু হতো মাছ ধরার উৎসব। পলো হাতে সবাই মিলে নদীতে নেমে যেত, চারপাশে ছড়িয়ে পড়ত আনন্দের ঢেউ। তবে কালের বিবর্তনে সেই উৎসব এখন প্রায় হারিয়ে যেতে বসেছে।
১৩ মিনিট আগেবিচার বিভাগীয় সংস্কারে বিকল্প বিরোধ নিষ্পত্তি প্রাতিষ্ঠানিকীকরণ অপরিহার্য। কার্যকর এডিআর ব্যবস্থার মাধ্যমে মামলার দীর্ঘসূত্রতা ও মামলা জট কমানো সম্ভব। ব্লাস্ট আয়োজিত ‘বিচার বিভাগীয় ও পুলিশ সংস্কার সংক্রান্ত প্রস্তাবিত সুপারিশমালা’ শীর্ষক আলোচনায় এ সব কথা উঠে আসে। গত মঙ্গলবার রাজধানীর বিশ্ব সাহিত
১৬ মিনিট আগেনিহত শাহরিয়ার নেত্রকোনার আটপাড়া উপজেলার চারকাতিয়া গ্রামের মো. ললিত মিয়ার ছেলে। তিনি শ্রীপুর পৌরসভার স্থানীয় মুনমুনের বাড়িতে ভাড়া থেকে স্থানীয় প্যারামাউন্ট কারখানায় কাজ করতেন। তাঁর মামা রনি ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার সোনারামপুর গ্রামের হুসেন আলীর ছেলে।
২৩ মিনিট আগে