পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি
রাজশাহীর পুঠিয়ায় পরীক্ষায় ফেল করিয়ে দেওয়ার হুমকি দিয়ে শ্রেণিকক্ষে এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক শিক্ষকের (৪২) বিরুদ্ধে। ভুক্তভোগীর পরিবার থানায় মামলা করলে পুলিশ গতকাল সোমবার রাতে ওই শিক্ষককে গ্রেপ্তার করে। বেলপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাসুদ পারভেজ বিষয়টি নিশ্চিত করেন।
ভুক্তভোগী ওই শিক্ষার্থীর ভাই ও মামলার বাদী বলেন, দীর্ঘদিন থেকে তার বোনকে ওই শিক্ষক উত্ত্যক্ত করতেন। শিক্ষকের কথা মতো অনৈতিক কাজে রাজি না হওয়ায় তাকে ফেল করিয়ে দেওয়ার হুমকি দেন। ঘটনার দিন অর্থাৎ গতকাল সোমবার দুপুরের পর ইংরেজি বিষয়ে পড়ানোর কথা বলে বিদ্যালয়ের ফাঁকা একটি শ্রেণি কক্ষে তাকে ধর্ষণ করা হয়। পরে তার বোন বিষয়টি বাড়িতে এসে জানায়। এরপর ওই শিক্ষকের নামে থানায় মামলা দায়ের করা হয়।
ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, ওই শিক্ষক বিদ্যালয়ের একজন দশম শ্রেণির ছাত্রীর সঙ্গে অনৈতিক কাজ করেছে বলে শুনেছি। তবে সেটা বিদ্যালয়ে নাকি বাইরে ঘটেছে তা জানা নেই। এরপর উভয় পক্ষকে গতকাল সোমবার বিকেলে বিদ্যালয়ে ডাকা হয়। কথা বলে, যদ্দুর বোঝা গেল তাতে ওই শিক্ষক অনৈতিক কাজের সঙ্গে জড়িত থাকতে পারে।
এ বিষয়ে জানতে উপজেলা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা লায়লা আকতার জাহানকে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।
বেলপুকুর থানার ওসি এসএম মাসুদ পারভেজ বলেন, ভুক্তভোগী ওই ছাত্রীর ভাই সোমবার রাতে থানায় একটি অভিযোগ দিয়েছেন। তাৎক্ষণিক অভিযোগটি মামলা হিসেবে গ্রহণ করা হয়েছে। সোমবার রাতেই অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। ভুক্তভোগীর স্বাস্থ্য পরীক্ষার জন্য মঙ্গলবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।
রাজশাহীর পুঠিয়ায় পরীক্ষায় ফেল করিয়ে দেওয়ার হুমকি দিয়ে শ্রেণিকক্ষে এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক শিক্ষকের (৪২) বিরুদ্ধে। ভুক্তভোগীর পরিবার থানায় মামলা করলে পুলিশ গতকাল সোমবার রাতে ওই শিক্ষককে গ্রেপ্তার করে। বেলপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাসুদ পারভেজ বিষয়টি নিশ্চিত করেন।
ভুক্তভোগী ওই শিক্ষার্থীর ভাই ও মামলার বাদী বলেন, দীর্ঘদিন থেকে তার বোনকে ওই শিক্ষক উত্ত্যক্ত করতেন। শিক্ষকের কথা মতো অনৈতিক কাজে রাজি না হওয়ায় তাকে ফেল করিয়ে দেওয়ার হুমকি দেন। ঘটনার দিন অর্থাৎ গতকাল সোমবার দুপুরের পর ইংরেজি বিষয়ে পড়ানোর কথা বলে বিদ্যালয়ের ফাঁকা একটি শ্রেণি কক্ষে তাকে ধর্ষণ করা হয়। পরে তার বোন বিষয়টি বাড়িতে এসে জানায়। এরপর ওই শিক্ষকের নামে থানায় মামলা দায়ের করা হয়।
ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, ওই শিক্ষক বিদ্যালয়ের একজন দশম শ্রেণির ছাত্রীর সঙ্গে অনৈতিক কাজ করেছে বলে শুনেছি। তবে সেটা বিদ্যালয়ে নাকি বাইরে ঘটেছে তা জানা নেই। এরপর উভয় পক্ষকে গতকাল সোমবার বিকেলে বিদ্যালয়ে ডাকা হয়। কথা বলে, যদ্দুর বোঝা গেল তাতে ওই শিক্ষক অনৈতিক কাজের সঙ্গে জড়িত থাকতে পারে।
এ বিষয়ে জানতে উপজেলা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা লায়লা আকতার জাহানকে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।
বেলপুকুর থানার ওসি এসএম মাসুদ পারভেজ বলেন, ভুক্তভোগী ওই ছাত্রীর ভাই সোমবার রাতে থানায় একটি অভিযোগ দিয়েছেন। তাৎক্ষণিক অভিযোগটি মামলা হিসেবে গ্রহণ করা হয়েছে। সোমবার রাতেই অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। ভুক্তভোগীর স্বাস্থ্য পরীক্ষার জন্য মঙ্গলবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।
মানিকগঞ্জে মাদক মামলায় দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ রোববার দুপুরে এই রায় দেন মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক লিয়াকত আলী মোল্লা। রায়ে দণ্ডপ্রাপ্তদের ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়।
১২ মিনিট আগেনড়াইলে মাদক মামলায় তাসলিমা বেগম (৫০) নামের এক নারীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে নড়াইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. সাইফুল আলম এ দণ্ডাদেশ দেন। রায়ে একই সঙ্গে তাঁকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
৩৪ মিনিট আগেচট্টগ্রামে এস আলম সংশ্লিষ্ট তিন ব্যাংক থেকে চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা আজ রোববার মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। এতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যান চলাচল বিঘ্ন ও পথচারীরা ভোগান্তিতে পড়েন।
১ ঘণ্টা আগেবান্দরবানের রুমা উপজেলায় সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কুকি চিন ন্যাশনাল আর্মির (কেএনএ) ৩ সদস্য নিহত হয়েছে। আজ রোববার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে এ তথ্য নিশ্চিত করেছে। আইএসপিআর জানায়, বান্দরবান জেলার রুমা উপজেলার গহিন জঙ্গলে সেনাবাহিনী কর্তৃক কেএনএ-এর গোপন আস্তানার সন্ধান পাওয়া যায়
১ ঘণ্টা আগে