Ajker Patrika

মান্দায় গভীর নলকূপের ঘরে তালা, সেচ সংকটে আলুর আবাদ

মান্দা (নওগাঁ) প্রতিনিধি 
গভীর নলকূপ দখল করে ঘরে ঝুলছে তালা। ছবি: আজকের পত্রিকা
গভীর নলকূপ দখল করে ঘরে ঝুলছে তালা। ছবি: আজকের পত্রিকা

নওগাঁর মান্দার দেবীপুর মৌজায় একটি গভীর নলকূপ দখল করে ঘরে তালা ঝুলিয়ে রাখার অভিযোগ উঠেছে কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে। এতে ওই মাঠের অন্তত ২৭০ বিঘা জমিতে রোপণ করা আলুর সেচ সংকট দেখা দিয়েছে।

কৃষকেরা বলেন, দেবীপুর মাঠে অন্তত ১০ দিন আগেই আলুর বীজ রোপণ কাজ শেষ হয়েছে। বরেন্দ্র অঞ্চলের জমিতে বীজ রোপণের এক সপ্তাহের মধ্যেই সেচ দিতে হয়। কিন্তু এখন পর্যন্ত গভীর নলকূপটি চালু হয়নি। সময় মতো সেচকাজ না হলে ক্ষতির মুখে পড়বেন কৃষকেরা।

গভীর নলকূপের অপারেটর আলতাজ উদ্দিন বলেন, ‘দেবীপুর মাঠে আমাদের ৫০ বিঘা ফসলি জমি রয়েছে। প্রায় ১০ বছর আগে আমার ব্যক্তিমালিকানার জমিতে বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের একটি গভীর নলকূপ স্থাপন করা হয়। ওই সময় থেকে আমি অপারেটরের দায়িত্ব পালন করছি।’

অপারেটর আলতাজ উদ্দিন অভিযোগ করে বলেন, ‘হঠাৎ করে দু’সপ্তাহ আগে চৌবাড়িয়া গ্রামের মোহাম্মদ আলী, আসাদ আলী, আশরাফুল ইসলামসহ কয়েকজন ব্যক্তি দখল করে গভীর নলকূপের ঘরে তালা ঝুলিয়ে দেয়। বিষয়টি সমাধান করে গতকাল বৃহস্পতিবার দুপুরে সেখানে বিদ্যুৎ সংযোগ দেয় বিএমডিএ কর্তৃপক্ষ। ওই দিন রাত ৮টার দিকে মোহাম্মদ আলীর নেতৃত্বে গভীর নলকূপের ঘরে আবারও তালা ঝুলিয়ে দেওয়া হয়।’

মাঠের কৃষক শফিকুল ইসলাম বলেন, ‘আমি ১০ দিন আগে ওই মাঠের ৮ বিঘা জমিতে আলুর চাষ করেছি। বরেন্দ্র অঞ্চলের মাটি হওয়ায় জমিতে আর্দ্রতা নেই। এ কারণে রোপণের ৫ থেকে ৬ দিনের মধ্যে সেচের প্রয়োজন ছিল। কিন্তু এখন পর্যন্ত নলকূপটি চালু হয়নি। সময়মতো সেচ না হলে আলুর চারা গজানোর পরিমাণ কমে যাবে। ফলন বিপর্যয়ের মুখে পড়তে হবে।’

এ বিষয়ে অভিযুক্ত মোহাম্মদ আলীর সঙ্গে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি।

মান্দা বিএমডিএ’র সহকারী প্রকৌশলী এসএম মিজানুর রহমান বলেন, জটিলতা নিরসন করে গতকাল বৃহস্পতিবার ওই নলকূপে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে। কিন্তু মোহাম্মদ আলী ও আসাদ আলীসহ কয়েক ব্যক্তি আবারও তালা ঝুলিয়ে দিয়েছে কেন তা আমার বোধগম্য নয়। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নয়াদিল্লিতে নতুন হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ, ৩ মাস সময় নিল ভারত

খেজুরে অতি মুনাফা, হতাশ ক্রেতা

চাপে পড়ে ৫টি বাস রিকুইজিশন দিয়েছেন পিরোজপুরের ডিসি, সরকারের হস্তক্ষেপ নেই: প্রেস সচিব

কলাবাগানে সাবেক সহকারী অ্যাটর্নি জেনারেলের মরদেহ উদ্ধার

রাতে স্বামীর জন্মদিন উদ্‌যাপন, সকালে নদীতে মিলল নববধূর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত