দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি
রাজশাহীর দুর্গাপুরে নিজের হাঁসুয়ার কোপে আমজাদ হোসেন (২৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার বিকেল ৪টার দিকে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
আমজাদ উপজেলার কিসমত গনকৈড় ইউনিয়নের উজানখলসী গ্রামের ইসমাইল হোসেন ছেলে। রাতেই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।
আমজাদের ভাই আসলাম উদ্দিন বলেন, আমজাদ ছাগলের জন্য বাড়ির পাশে একটি বাগানে পাতা কাটতে যায়। পাতা কাটতে তিনি মগডালে ওঠেন। ডালে হাসুয়া দিয়ে কোপ দিলে এসে লাগে পায়ে। এতে গভীরভাবে মাংস কেটে যায়। প্রচুর রক্তক্ষরণ দেখে আতঙ্কেই তিনি গাছ থেকে পড়ে যান। এ সময় পাশ দিয়ে এক প্রতিবেশী যাওয়ার সময় তাঁকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। দ্রুত দুর্গাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। কিন্তু চিকিৎসা শুরুর আগেই রক্তক্ষরণে আমজাদের মৃত্যু হয়।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, ‘শুনেছি ওই যুবক গাছে উঠে পাতা কাটতে গিয়ে নিজের হাঁসুয়ার কোপ পায়ে লাগে। এতে বেশি রক্তক্ষরণ হলে তিনি গাছ থেকে পড়ে যান। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। ওখানে মারা যাওয়ায় রাজপাড়া থানায় অপমৃত্যু মামলা হয়েছে। মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।’
রাজশাহীর দুর্গাপুরে নিজের হাঁসুয়ার কোপে আমজাদ হোসেন (২৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার বিকেল ৪টার দিকে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
আমজাদ উপজেলার কিসমত গনকৈড় ইউনিয়নের উজানখলসী গ্রামের ইসমাইল হোসেন ছেলে। রাতেই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।
আমজাদের ভাই আসলাম উদ্দিন বলেন, আমজাদ ছাগলের জন্য বাড়ির পাশে একটি বাগানে পাতা কাটতে যায়। পাতা কাটতে তিনি মগডালে ওঠেন। ডালে হাসুয়া দিয়ে কোপ দিলে এসে লাগে পায়ে। এতে গভীরভাবে মাংস কেটে যায়। প্রচুর রক্তক্ষরণ দেখে আতঙ্কেই তিনি গাছ থেকে পড়ে যান। এ সময় পাশ দিয়ে এক প্রতিবেশী যাওয়ার সময় তাঁকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। দ্রুত দুর্গাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। কিন্তু চিকিৎসা শুরুর আগেই রক্তক্ষরণে আমজাদের মৃত্যু হয়।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, ‘শুনেছি ওই যুবক গাছে উঠে পাতা কাটতে গিয়ে নিজের হাঁসুয়ার কোপ পায়ে লাগে। এতে বেশি রক্তক্ষরণ হলে তিনি গাছ থেকে পড়ে যান। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। ওখানে মারা যাওয়ায় রাজপাড়া থানায় অপমৃত্যু মামলা হয়েছে। মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।’
কারখানার ভেতরে আবর্জনায় ভরা। দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে চারপাশে। ছিটিয়ে রাখা হয়েছে তৈরি করা বিভিন্ন খাদ্যপণ্য। এমন অস্বাস্থ্যকর পরিবেশে যখন খাদ্যপণ্য প্রক্রিয়াজাতের কাজ চলছিল তখন পুলিশ নিয়ে উপস্থিত হলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
৪২ মিনিট আগেচট্টগ্রামের আকবরশাহতে সন্ত্রাস দমন ও জানমালের নিরাপত্তা নিশ্চিতে স্থাপন করা পুলিশ ফাঁড়ি সন্ত্রাসীদের দখল থেকে পুনরুদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, অতি শিগগিরই সেখানে ফাঁড়ির কার্যক্রম শুরু করা হবে।
৪৪ মিনিট আগেব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বায়েক ইউনিয়নের পুটিয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি যুবক আহত হয়েছেন। আজ সোমবার বিকেল ৪টার দিকে গুলির ঘটনা ঘটে।
৪৪ মিনিট আগে