ভারত থেকে সিরাজগঞ্জে এল ১৬৫০ মেট্রিকটন পেঁয়াজ 

সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০১ এপ্রিল ২০২৪, ১৩: ৫২
আপডেট : ০১ এপ্রিল ২০২৪, ১৪: ০৬

ভারত থেকে বাণিজ্য মন্ত্রণালয়ের আমদানি করা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ১ হাজার ৬৫০ মেট্রিকটন পেঁয়াজ এসে পৌঁছেছে সিরাজগঞ্জে। 

গতকাল রোববার ভারত থেকে আসা একটি পণ্যবাহী ট্রেনে পেঁয়াজ আসে চুয়াডাঙ্গার দর্শনায়। সেখান থেকে সিরাজগঞ্জ বাজার রেল ইয়ার্ডে আজ সোমবার সকাল সাড়ে ৬টায় এসে পৌঁছায়। 

টিসিবির যুগ্ম পরিচালক বগুড়া অঞ্চল প্রতাপ কুমার আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

জানা গেছে, আজ সকাল ৯টায় সিরাজগঞ্জ বাজার রেল ইয়ার্ডে ট্রেন থেকে খালাস করা হচ্ছে ভারত থেকে আমদানি করা টিসিবির ১ হাজার ৬৫০ টন পেঁয়াজ। ঢাকা ও চট্টগ্রাম বিভাগের টিসিবি ডিলারদের মাধ্যমে ৪০ টাকা কেজি দরে ভোক্তাদের কাছে বিক্রি করা হবে এই পেঁয়াজ। 

৪২টি ওয়াগনে চুয়াডাঙ্গার দর্শনা হয়ে সিরাজগঞ্জ বাজার রেল ইয়ার্ডে পৌঁছায় পেঁয়াজবাহী ট্রেনটি। প্রধানমন্ত্রীর নির্দেশনায় বাণিজ্য মন্ত্রণালয়ের উদ্যোগে ভারতের সঙ্গে আমদানির চুক্তিকৃত ৫০ হাজার টন পেঁয়াজের প্রথম চালান এটি। 

টিসিবির যুগ্ম পরিচালক বগুড়া অঞ্চল প্রতাপ কুমার জানান, ভারত থেকে আমদানি করা পেঁয়াজের ১৬৫০ টনের প্রথম চালানটি ঢাকা ও চট্টগ্রাম বিভাগের টিসিবি ডিলারদের কাছে হস্তান্তর করা হচ্ছে। সোমবার ঢাকার ১০০টি ডিলারের কাছে ১ হাজার টন পেঁয়াজ হস্তান্তর হবে। বাকি ৬৫০ টন পেঁয়াজ চট্টগ্রাম ও গাজীপুরের ডিলারদের কাছে পর্যায়ক্রমে হস্তান্তর হবে। এই পেঁয়াজ খোলা বাজারে ৪০ টাকা কেজি দরে বিক্রি করা হবে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাঙ্গাইলে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান র‍্যাবের হাতে গ্রেপ্তার

পুলিশ ফাঁড়ি দখল করে অফিস বানিয়েছেন সন্ত্রাসী নুরু

ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ, জনদুর্ভোগ চরমে

শেয়ারবাজারে বিনিয়োগ সুরক্ষায় নতুন উদ্যোগ

জাতিকে ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন উপহার দিতে চাই: নতুন সিইসি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত