প্রতিনিধি, রাজশাহী
রাজশাহীতে করোনার সংক্রমণ কমেছে। সেই সঙ্গে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে রোগীর মৃত্যুর সংখ্যাও কমেছে। সবশেষ শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় হাসপাতালটিতে সাতজনের মৃত্যু হয়েছে। আড়াই মাসের মধ্যে এটি সর্বনিম্ন মৃত্যু।
এর আগে গত ৭ জুন করোনা ইউনিটে সাতজনের মৃত্যু হয়েছিল। এরপর টানা ৭৫ দিন প্রতি ২৪ ঘণ্টায় সাতজনের বেশি রোগী মারা গেছেন। গত বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত সময়ের মধ্যেই ১২ জন মারা যান। সবচেয়ে বেশি রোগী মারা গেছেন জুলাই মাসে।
উত্তরবঙ্গের সবচেয়ে বড় এই হাসপাতালটিতে রাজশাহী ছাড়াও চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, নওগাঁ, জয়পুরহাট, বগুড়া, পাবনা, সিরাজগঞ্জ, কুষ্টিয়া, মেহেরপুর থেকে রোগী আসেন চিকিৎসার জন্য। গত জুনে রোগীর চাপ বাড়তে থাকায় করোনা ডেডিকেটেড শয্যার সংখ্যা বাড়াতে শুরু করা হয়।
জুলাইয়ের মধ্যেই শয্যার সংখ্যা বাড়িয়ে ৫১৩টি করা হয়। কিন্তু তারপরও হাসপাতালে রোগী রাখার জায়গা হচ্ছিল না। পরিস্থিতি এমন হয়েছিল যে, অক্সিজেন স্যাচুরেশন কমে না গেলে কোনো করোনা আক্রান্তকে ভর্তিই নেওয়া হচ্ছিল না। তবে এখন হাসপাতালে শয্যা খালি থাকছে।
রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, সবশেষ ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে রাজশাহীর পাঁচজন এবং চাঁপাইনবাবগঞ্জ ও নাটোরের একজন করে রোগী মারা গেছেন। এদের মধ্যে রাজশাহীর তিনজন এবং নাটোরের একজন করোনা পজিটিভ ছিলেন। অন্য তিনজন মারা গেছেন করোনার উপসর্গ নিয়ে। তাঁদের নমুনা পরীক্ষা হয়নি।
গতমাসে এই হাসপাতালের করোনা ইউনিটে মারা গেছেন ৫৩১ জন। এর আগে জুন মাসে মারা গেছেন ৪০৫ জন। চলতি মাসে এ পর্যন্ত মৃতের সংখ্যা ২৭২ জন। শনিবার সকাল ৮টা পর্যন্ত হাসপাতালের করোনা ইউনিটে রোগী ভর্তি ছিলেন ২৫৪ জন। শয্যা ফাঁকা ছিল ২৫৯টি।
রামেক হাসপাতালের পরিচালক জানান, গত জুন থেকে এ পর্যন্ত করোনা ইউনিটে সবচেয়ে বেশি রাজশাহী এবং চাঁপাইনবাবগঞ্জের রোগী মারা গেছেন। করোনার ডেলটা ধরনে প্রথমে চাঁপাইনবাবগঞ্জ এবং পরে রাজশাহীতে সংক্রমণও ছিল বেশি। এ কারণে প্রথমে চাঁপাইনবাবগঞ্জ এবং পরে রাজশাহীতে আঞ্চলিক লকডাউন দেওয়া হয়। এর সুফলও মিলেছে। দুটি জেলাতেই করোনার সংক্রমণ কমেছে। তিনি বলেন, ‘ঈদুল আজহা এবং তারপর লকডাউনের বিধিনিষেধ উঠে যাওয়ায় সংক্রমণ আবার বেড়ে যাওয়ার আশঙ্কা ছিল। তবে সংক্রমণ তেমন বাড়েনি। এর অর্থ হলো-বেশির ভাগ মানুষ জুন-জুলাইয়েই আক্রান্ত হয়েছেন।’
গত জুনের শুরুতেই রাজশাহীতে নমুনা পরীক্ষার বিপরীতে সংক্রমণের হার পৌঁছেছিল ৫০ শতাংশের কাছাকাছি। সিভিল সার্জনের কার্যালয়ের হিসাব অনুযায়ী, সবশেষ শুক্রবার এ জেলায় সংক্রমণের হার পাওয়া গেছে ১৯ দশমিক ১৯ শতাংশ। এ দিন রাজশাহীর ৩২৩টি নমুনা পরীক্ষা করে ৬২ জনের দেহে করোনাভাইরাসের উপস্থিতি মিলেছে। এর মধ্যে ১৯৩টি নমুনা পরীক্ষা হয়েছে আরটি-পিসিআর ল্যাবে। আর র্যাপিড অ্যান্টিজেন টেস্ট হয়েছে ১৩০টি।
রাজশাহীর সিভিল সার্জন ডা. কাইয়ুম তালুকদার বলেন, আগস্টের ১ থেকে ৭ তারিখ পর্যন্ত গড় সংক্রমণ হয়েছে ২০ দশমিক ১৯ শতাংশ। দ্বিতীয় সপ্তাহের গড় সংক্রমণ ১৫ দশমিক ৬৯ শতাংশ। আর তৃতীয় সপ্তাহে সংক্রমণের হার হয়েছে ১৩ দশমিক ২০ শতাংশ। সুতরাং রাজশাহীতে সংক্রমণও কমছে। আক্রান্ত কমে যাওয়ার কারণে হাসপাতালে মৃত্যুর সংখ্যাও কমেছে।
রাজশাহীতে করোনার সংক্রমণ কমেছে। সেই সঙ্গে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে রোগীর মৃত্যুর সংখ্যাও কমেছে। সবশেষ শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় হাসপাতালটিতে সাতজনের মৃত্যু হয়েছে। আড়াই মাসের মধ্যে এটি সর্বনিম্ন মৃত্যু।
এর আগে গত ৭ জুন করোনা ইউনিটে সাতজনের মৃত্যু হয়েছিল। এরপর টানা ৭৫ দিন প্রতি ২৪ ঘণ্টায় সাতজনের বেশি রোগী মারা গেছেন। গত বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত সময়ের মধ্যেই ১২ জন মারা যান। সবচেয়ে বেশি রোগী মারা গেছেন জুলাই মাসে।
উত্তরবঙ্গের সবচেয়ে বড় এই হাসপাতালটিতে রাজশাহী ছাড়াও চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, নওগাঁ, জয়পুরহাট, বগুড়া, পাবনা, সিরাজগঞ্জ, কুষ্টিয়া, মেহেরপুর থেকে রোগী আসেন চিকিৎসার জন্য। গত জুনে রোগীর চাপ বাড়তে থাকায় করোনা ডেডিকেটেড শয্যার সংখ্যা বাড়াতে শুরু করা হয়।
জুলাইয়ের মধ্যেই শয্যার সংখ্যা বাড়িয়ে ৫১৩টি করা হয়। কিন্তু তারপরও হাসপাতালে রোগী রাখার জায়গা হচ্ছিল না। পরিস্থিতি এমন হয়েছিল যে, অক্সিজেন স্যাচুরেশন কমে না গেলে কোনো করোনা আক্রান্তকে ভর্তিই নেওয়া হচ্ছিল না। তবে এখন হাসপাতালে শয্যা খালি থাকছে।
রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, সবশেষ ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে রাজশাহীর পাঁচজন এবং চাঁপাইনবাবগঞ্জ ও নাটোরের একজন করে রোগী মারা গেছেন। এদের মধ্যে রাজশাহীর তিনজন এবং নাটোরের একজন করোনা পজিটিভ ছিলেন। অন্য তিনজন মারা গেছেন করোনার উপসর্গ নিয়ে। তাঁদের নমুনা পরীক্ষা হয়নি।
গতমাসে এই হাসপাতালের করোনা ইউনিটে মারা গেছেন ৫৩১ জন। এর আগে জুন মাসে মারা গেছেন ৪০৫ জন। চলতি মাসে এ পর্যন্ত মৃতের সংখ্যা ২৭২ জন। শনিবার সকাল ৮টা পর্যন্ত হাসপাতালের করোনা ইউনিটে রোগী ভর্তি ছিলেন ২৫৪ জন। শয্যা ফাঁকা ছিল ২৫৯টি।
রামেক হাসপাতালের পরিচালক জানান, গত জুন থেকে এ পর্যন্ত করোনা ইউনিটে সবচেয়ে বেশি রাজশাহী এবং চাঁপাইনবাবগঞ্জের রোগী মারা গেছেন। করোনার ডেলটা ধরনে প্রথমে চাঁপাইনবাবগঞ্জ এবং পরে রাজশাহীতে সংক্রমণও ছিল বেশি। এ কারণে প্রথমে চাঁপাইনবাবগঞ্জ এবং পরে রাজশাহীতে আঞ্চলিক লকডাউন দেওয়া হয়। এর সুফলও মিলেছে। দুটি জেলাতেই করোনার সংক্রমণ কমেছে। তিনি বলেন, ‘ঈদুল আজহা এবং তারপর লকডাউনের বিধিনিষেধ উঠে যাওয়ায় সংক্রমণ আবার বেড়ে যাওয়ার আশঙ্কা ছিল। তবে সংক্রমণ তেমন বাড়েনি। এর অর্থ হলো-বেশির ভাগ মানুষ জুন-জুলাইয়েই আক্রান্ত হয়েছেন।’
গত জুনের শুরুতেই রাজশাহীতে নমুনা পরীক্ষার বিপরীতে সংক্রমণের হার পৌঁছেছিল ৫০ শতাংশের কাছাকাছি। সিভিল সার্জনের কার্যালয়ের হিসাব অনুযায়ী, সবশেষ শুক্রবার এ জেলায় সংক্রমণের হার পাওয়া গেছে ১৯ দশমিক ১৯ শতাংশ। এ দিন রাজশাহীর ৩২৩টি নমুনা পরীক্ষা করে ৬২ জনের দেহে করোনাভাইরাসের উপস্থিতি মিলেছে। এর মধ্যে ১৯৩টি নমুনা পরীক্ষা হয়েছে আরটি-পিসিআর ল্যাবে। আর র্যাপিড অ্যান্টিজেন টেস্ট হয়েছে ১৩০টি।
রাজশাহীর সিভিল সার্জন ডা. কাইয়ুম তালুকদার বলেন, আগস্টের ১ থেকে ৭ তারিখ পর্যন্ত গড় সংক্রমণ হয়েছে ২০ দশমিক ১৯ শতাংশ। দ্বিতীয় সপ্তাহের গড় সংক্রমণ ১৫ দশমিক ৬৯ শতাংশ। আর তৃতীয় সপ্তাহে সংক্রমণের হার হয়েছে ১৩ দশমিক ২০ শতাংশ। সুতরাং রাজশাহীতে সংক্রমণও কমছে। আক্রান্ত কমে যাওয়ার কারণে হাসপাতালে মৃত্যুর সংখ্যাও কমেছে।
যশোরের শার্শা উপজেলায় সমাবেশকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন।
১৩ মিনিট আগেমানবাধিকার নিয়ে সেমিনার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। আজ মঙ্গলবার র্যাব সদর দপ্তরের এলিট হলে এ সেমিনারের আয়োজন করা হয়
২১ মিনিট আগেবিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ঢাকায় গত দুই দিনের পরিস্থিতি থেকে বোঝা যায়, পতিত স্বৈরাচারের সময়ে যারা নিজেদের স্বার্থ হাসিল করেছে তারা ষড়যন্ত্র অব্যাহত রেখেছে।
২৪ মিনিট আগেছাত্র-জনতার আন্দোলনের সময় গুলিতে আহত হন সোহেল আহমেদ (৩৬)। এই ঘটনায় ঢাকার সাভার থানায় দায়ের হওয়া মামলার বিষয়ে তিনি অবগত নন। মামলায় যাদের আসামি করা হয়েছে তাঁরা গুলি করেননি বলে দাবি করেছেন সোহেল আহমেদ।
৩০ মিনিট আগে