নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) আসন্ন নির্বাচনে জাতীয় পার্টির (জাপা) মেয়র প্রার্থী সাইফুল ইসলাম স্বপনের পক্ষে মনোনয়নপত্র তোলা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে জাপার নেতারা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা দেলোয়ার হোসেনের কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়।
তবে এ সময় জাপার প্রার্থী দলটির রাজশাহী মহানগরের আহ্বায়ক সাইফুল ইসলাম স্বপন উপস্থিত ছিলেন না। তাঁর পক্ষে পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা রাহাত হোসেন, মহানগর জাপার যুগ্ম আহ্বায়ক সালাহউদ্দিন মিন্টু, সদস্যসচিব ওয়াসিউর রহমান দোলন, সদস্য রেজাউল করিমসহ অনেকে উপস্থিত ছিলেন।
প্রার্থী সাইফুল ইসলাম স্বপন জানান, ২৩ মে পর্যন্ত মনোনয়নপত্র দাখিল করা যাবে। তবে আগামী ২০ কিংবা ২১ তারিখে তিনি মনোনয়নপত্র দাখিল করবেন। এরপর প্রতীক বরাদ্দ হলে তিনি নির্বাচনী ইশতেহার ঘোষণা করবেন। এখন ইশতেহার প্রস্তুতের কাজ করছেন তাঁরা।
রাসিক নির্বাচনে এবার জাপা ছাড়াও আওয়ামী লীগ ও ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী ঘোষণা করেছে। ইতিমধ্যে আওয়ামী লীগের প্রার্থী ও বর্তমান মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের পক্ষে মনোনয়নপত্র তোলা হয়েছে। দ্বিতীয় মেয়র প্রার্থী হিসেবে জাপার সাইফুল ইসলাম স্বপনের পক্ষে মনোনয়নপত্র তোলা হলো। ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুরশিদ আলম ফারুকীর মনোনয়নপত্র এখনো তোলা হয়নি।
রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) আসন্ন নির্বাচনে জাতীয় পার্টির (জাপা) মেয়র প্রার্থী সাইফুল ইসলাম স্বপনের পক্ষে মনোনয়নপত্র তোলা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে জাপার নেতারা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা দেলোয়ার হোসেনের কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়।
তবে এ সময় জাপার প্রার্থী দলটির রাজশাহী মহানগরের আহ্বায়ক সাইফুল ইসলাম স্বপন উপস্থিত ছিলেন না। তাঁর পক্ষে পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা রাহাত হোসেন, মহানগর জাপার যুগ্ম আহ্বায়ক সালাহউদ্দিন মিন্টু, সদস্যসচিব ওয়াসিউর রহমান দোলন, সদস্য রেজাউল করিমসহ অনেকে উপস্থিত ছিলেন।
প্রার্থী সাইফুল ইসলাম স্বপন জানান, ২৩ মে পর্যন্ত মনোনয়নপত্র দাখিল করা যাবে। তবে আগামী ২০ কিংবা ২১ তারিখে তিনি মনোনয়নপত্র দাখিল করবেন। এরপর প্রতীক বরাদ্দ হলে তিনি নির্বাচনী ইশতেহার ঘোষণা করবেন। এখন ইশতেহার প্রস্তুতের কাজ করছেন তাঁরা।
রাসিক নির্বাচনে এবার জাপা ছাড়াও আওয়ামী লীগ ও ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী ঘোষণা করেছে। ইতিমধ্যে আওয়ামী লীগের প্রার্থী ও বর্তমান মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের পক্ষে মনোনয়নপত্র তোলা হয়েছে। দ্বিতীয় মেয়র প্রার্থী হিসেবে জাপার সাইফুল ইসলাম স্বপনের পক্ষে মনোনয়নপত্র তোলা হলো। ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুরশিদ আলম ফারুকীর মনোনয়নপত্র এখনো তোলা হয়নি।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার চৌদ্দগ্রামে গত পাঁচ মাসে পাঁচটি ডাকাতির ঘটনা ঘটেছে। এর মধ্যে ১৫ জানুয়ারি মিশ্বানী এলাকায় পুলিশ পরিচয়ে চালবোঝাই ট্রাক ছিনতাই ও একটি গাড়ি ডাকাতির অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
১ মিনিট আগেশাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) একদল গবেষকের গবেষণায় উঠে এসেছে, সিলেট বিভাগের ৩২.৭ শতাংশ শিশুর বয়সের তুলনায় উচ্চতা কম। গবেষণাটি ওই বিভাগের শিশুদের অপুষ্টির চিত্র বিশ্লেষণ করে ঝুঁকিপূর্ণ উপজেলাগুলো চিহ্নিত করেছে।
৫ মিনিট আগেভর্তি পরীক্ষার্থীদের ভোগান্তি কমাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা ঢাকা, রাজশাহী, রংপুর, খুলনা ও চট্টগ্রাম—এই পাঁচ বিভাগীয় শহরে নেওয়ার উদ্যোগ নেয় রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে আসনবিন্যাসে দেখা গেছে, কেন্দ্র পছন্দক্রমের প্রথমে থাকা সত্ত্বেও রংপুর
১১ মিনিট আগেরাজধানী, ডেমরা, স্বামী, মোটরসাইকেল, আত্মহত্যা, গৃহবধূ, অভিযোগ, মামলা
১৫ মিনিট আগে