Ajker Patrika

ইন্দিরা গান্ধী বঙ্গবন্ধুকে ভাইয়ের মতো দেখতেন: রাবি ভিসি

রাবি প্রতিনিধি
আপডেট : ১০ জানুয়ারি ২০২৩, ২১: ৪৩
ইন্দিরা গান্ধী বঙ্গবন্ধুকে ভাইয়ের মতো দেখতেন: রাবি ভিসি

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে আমাদের স্বাধীনতা পূর্ণতা পায়। তিনি ফিরে না এলে আমরা এতিম জাতিতে পরিণত হতাম। বঙ্গবন্ধু বাংলার লোকায়ত দর্শনকে ধারণ করতেন। তিনি যে রাষ্ট্রের ঘোষণা করেছিলেন তার ভিত্তি ছিল ভাষা, ধর্ম নয়। এ কারণে ভাষাকে রাষ্ট্রের ভিত্তি হিসেবে গ্রহণ করেছিলেন বঙ্গবন্ধু। তাঁর রাজনৈতিক দর্শনকে নিয়ে আরও গবেষণা হওয়া প্রয়োজন।

এমন মন্তব্য করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার। 

তিনি বলেছেন, ‘ইন্দিরা গান্ধী বঙ্গবন্ধুকে নিয়ে চিন্তা করতেন, ভাইয়ের মতো দেখতেন। ভারতের প্রত্যক্ষ সহায়তা না পেলে আমাদের মুক্তিযুদ্ধ আরও দীর্ঘায়িত হতো বলে উল্লেখ করেন তিনি। স্বাধীনতার ৫০ বছর পর আজ বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশের স্বপ্ন দেখছেন, ডিজিটাল বাংলাদেশকে বাস্তবে রূপ দান করতে নিরন্তর কাজ করে যাচ্ছেন। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাই হয়ে উঠবে আগামী দিনের স্মার্ট বাংলাদেশ। সেই লক্ষ্যে পৌঁছাতে আমাদের সবার সম্মিলিত প্রচেষ্টায় হোক স্বদেশ প্রত্যাবর্তন দিবসের শপথ।’ 

আজ মঙ্গলবার বেলা ১১টায় বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রাবি উপাচার্য এসব কথা বলেন। এর আগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শেষে বিশেষ মোনাজাত করা হয়। 

অধ্যাপক হুমায়ুন কবীরের সভাপতিত্বে আলোচনা সভায় সম্মানিত অতিথি ছিলেন বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক সনৎকুমার সাহা ও মুখ্য আলোচক ছিলেন অধ্যাপক মো. আবুল কাশেম। বিশেষ অতিথি ছিলেন সহ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল-ইসলাম ও কোষাধ্যক্ষ অধ্যাপক অবায়দুর রহমান প্রামানিক। সঞ্চালনা করেন অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত