নাটোর প্রতিনিধি
নাটোরে পুলিশ-বিএনপি সংঘর্ষের ঘটনায় মামলার এজাহারভুক্ত ৪১ জন বিএনপি নেতাকর্মী কারাগার থেকে মুক্তি পেয়েছেন। গতকাল সোমবার রাতে তাঁদের মুক্তি দেওয়া হয়। বিএনপির পক্ষ থেকে রাতেই কারামুক্ত নেতাকর্মীদের ফুলের মালা পরিয়ে সংবর্ধনা জানানো হয়। তাঁদের বরণ করে নিতে মোটরসাইকেল শোভাযাত্রাও করেন নেতাকর্মীরা।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক আমিনুল হক, সদস্যসচিব রহিম নেওয়াজ, সদস্য শহিদুল ইসলাম বাচ্চু প্রমুখ।
দলীয় নেতাকর্মী ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২১ সালের ২২ নভেম্বর বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে নাটোর শহরের আলাইপুর দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করে বিএনপি। এ সময় পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের সংঘর্ষ হয়। এ সময় সদর থানার ওসি ও সাংবাদিকসহ অন্তত ২০ জন আহত হন।
এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মোট ১১৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় চার শতাধিক লোককে আসামি করে মামলা রুজু করা হয়। সংঘর্ষের দিনই অভিযান চালিয়ে পুলিশ বিএনপির ১০ নেতাকর্মীকে গ্রেপ্তার করে। মামলার অন্য আসামিরা গত ১ ডিসেম্বর উচ্চ আদালত থেকে চার সপ্তাহের আগাম জামিন নেন। জামিনের মেয়াদ শেষ হওয়ায় ৪ জানুয়ারি জেলা বিএনপির সদস্যসচিব রহিম নেওয়াজসহ ৮০ জন নেতাকর্মী নাটোরের জেলা ও দায়রা জজ শরিফ উদ্দিনের আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানান। শুনানি শেষে আদালতের বিচারক বিএনপির ৩১ জন নেতাকর্মীকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন এবং ৪৯ জনের জামিন মঞ্জুর করেন।
আসামিপক্ষের আইনজীবী রুহুল আমিন তালুকদার টগর জানান, হাইকোর্টে সব আসামির জামিনের জন্য আবেদন করা হয়। সোমবার সন্ধ্যায় হাইকোর্ট থেকে জামিন আদেশ কারাগারে আসার পর রাতেই ওই ৪১ জনকে মুক্তি দেওয়া হয়।
নাটোরে পুলিশ-বিএনপি সংঘর্ষের ঘটনায় মামলার এজাহারভুক্ত ৪১ জন বিএনপি নেতাকর্মী কারাগার থেকে মুক্তি পেয়েছেন। গতকাল সোমবার রাতে তাঁদের মুক্তি দেওয়া হয়। বিএনপির পক্ষ থেকে রাতেই কারামুক্ত নেতাকর্মীদের ফুলের মালা পরিয়ে সংবর্ধনা জানানো হয়। তাঁদের বরণ করে নিতে মোটরসাইকেল শোভাযাত্রাও করেন নেতাকর্মীরা।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক আমিনুল হক, সদস্যসচিব রহিম নেওয়াজ, সদস্য শহিদুল ইসলাম বাচ্চু প্রমুখ।
দলীয় নেতাকর্মী ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২১ সালের ২২ নভেম্বর বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে নাটোর শহরের আলাইপুর দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করে বিএনপি। এ সময় পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের সংঘর্ষ হয়। এ সময় সদর থানার ওসি ও সাংবাদিকসহ অন্তত ২০ জন আহত হন।
এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মোট ১১৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় চার শতাধিক লোককে আসামি করে মামলা রুজু করা হয়। সংঘর্ষের দিনই অভিযান চালিয়ে পুলিশ বিএনপির ১০ নেতাকর্মীকে গ্রেপ্তার করে। মামলার অন্য আসামিরা গত ১ ডিসেম্বর উচ্চ আদালত থেকে চার সপ্তাহের আগাম জামিন নেন। জামিনের মেয়াদ শেষ হওয়ায় ৪ জানুয়ারি জেলা বিএনপির সদস্যসচিব রহিম নেওয়াজসহ ৮০ জন নেতাকর্মী নাটোরের জেলা ও দায়রা জজ শরিফ উদ্দিনের আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানান। শুনানি শেষে আদালতের বিচারক বিএনপির ৩১ জন নেতাকর্মীকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন এবং ৪৯ জনের জামিন মঞ্জুর করেন।
আসামিপক্ষের আইনজীবী রুহুল আমিন তালুকদার টগর জানান, হাইকোর্টে সব আসামির জামিনের জন্য আবেদন করা হয়। সোমবার সন্ধ্যায় হাইকোর্ট থেকে জামিন আদেশ কারাগারে আসার পর রাতেই ওই ৪১ জনকে মুক্তি দেওয়া হয়।
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের (শেবাচিম) পরিচালকের দায়িত্বভার গ্রহণ করছেন সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম মশিউল মুনীর। আজ সোমবার দুপুরে তিনি এই দায়িত্ব বুঝে নেন। তিনি হাসপাতালের ৬৮তম পরিচালক।
৫ মিনিট আগেজুলাই অভ্যুত্থানের হত্যা মামলায় গাজীপুরের শ্রীপুরে যুবলীগ নেতা মো. আব্দুস সাত্তার সরকাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার রাতে উপজেলার বাউনী বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
১২ মিনিট আগেবগুড়ায় ছাত্র-জনতার আন্দোলনের সময় নিহত আব্দুল মান্নানের মরদেহ কবর থেকে উত্তোলন করা হয়েছে। আজ সোমবার সকালে সদর উপজেলার এরুলিয়া বানদিঘী পূর্বপাড়া গ্রামের কবরস্থান থেকে লাশ তুলে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।
১৮ মিনিট আগেব্যাটারিচালিত অটোরিকশা চলাচলে হাইকোর্টের নিষেধাজ্ঞার ওপর স্থিতাবস্থা দিয়েছেন চেম্বার আদালত। এই সিদ্ধান্তে ব্যাটারিচালিত রিকশা চলাচলে কোনো বাধা নেই বলে জানিয়েছেন উভয় পক্ষের আইনজীবীরা। আজ সোমবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হকের আদালত এ আদেশ দেন...
৩২ মিনিট আগে