প্রতিনিধি, বগুড়া
বগুড়ার শিবগঞ্জে স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করেই আজ বুধবার দিনব্যাপী চলেছে মহাস্থান পশুহাট। সকাল থেকেই এ হাটে ছিল উপচে পড়া ভিড়। তবে স্বাস্থ্যবিধি মেনে চলার নানা পদক্ষেপ নেওয়া হলেও সেগুলো হাটে আসা মানুষজন মানছে না বলেও জানিয়েছে হাট কর্তৃপক্ষ। উপজেলা প্রশাসনও করোনা সংক্রমণ রোধে সরকারি নির্দেশনা বাস্তবায়নে তেমন কোনো পদক্ষেপ নেয়নি।
সরেজমিনে দেখা গেছে, প্রত্যেকটি পশুর মাঝে অন্তত ৫ ফুট দূরত্ব রাখার জন্য হাটে ১৬টি জায়গায় নির্দেশনা দেওয়া আছে। কিন্তু কোনো নির্দেশনাই বাস্তবায়ন হয়নি। সেখানে হাত ধোয়ার জন্য বেসিন, হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক দেওয়া থাকলেও কেউ সেগুলো ব্যবহার করেননি। কিন্তু সরকারি নির্দেশনা বাস্তবায়নে হাটে উপজেলা প্রশাসনের কোনো নজরদারি ছিল না।
গরু ব্যাপারী ইসমাইল বলেন, আমরা মালিকপক্ষর চুক্তি অনুযায়ী ১০০টি গরু কিনে দিতে হাটে এসেছি। আমার সঙ্গে আরও পাঁচজন আছেন। বিনিময়ে প্রতি গরু থেকে আমরা ৫০০ টাকা করে পাব। হাটে অনেক ক্রেতা-বিক্রেতা এসেছে। এত ভিড়ের মধ্যে স্বাস্থ্যবিধি মেনে চলা সম্ভব নয়।
হাট কর্তৃপক্ষ মানিক ও মনিরুজ্জামান মটু বলেন, হাটে আসা ক্রেতা-বিক্রেতাদের স্বাস্থ্য সুরক্ষার জন্য হ্যান্ড স্যানিটাইজার এবং প্রচুর মাস্কের ব্যবস্থা রাখা হয়েছে। পাশাপাশি হাত ধোয়ার জন্য বেসিন স্থাপন করা হয়েছে। কিন্তু হাটে আসা মানুষদের অনেকেই তা মানছেন না।
মহাস্থান হাট কমিটির ইজারাদার রাগেবুল আহসান রিপু বলেন, হাটে ৪০ জন স্বেচ্ছাসেবী কাজ করছে। সেখানে ১৫ টির বেশি হাত ধোয়ার জায়গা করা হয়েছে এবং হাটে আসা মানুষদের স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য ৪টি পয়েন্টে মাইকিং করা হয়েছে। এরপরেও অনেক ক্রেতা-বিক্রেতা স্বাস্থ্যবিধি মানছেন না। সে ক্ষেত্রে আমাদের আর কিছু করার থাকে না।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে কুলসুম সম্পা বলেন, হাটে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য সব রকম ব্যবস্থা রেখেছিলাম। মাস্কও বিতরণ করা হয়েছে। তবে যেখানে হাজার হাজার মানুষের উপস্থিতি থাকায় সেখানে স্বাস্থ্যবিধি পুরোপুরি মেনে চলাটা কঠিন।
বগুড়ার শিবগঞ্জে স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করেই আজ বুধবার দিনব্যাপী চলেছে মহাস্থান পশুহাট। সকাল থেকেই এ হাটে ছিল উপচে পড়া ভিড়। তবে স্বাস্থ্যবিধি মেনে চলার নানা পদক্ষেপ নেওয়া হলেও সেগুলো হাটে আসা মানুষজন মানছে না বলেও জানিয়েছে হাট কর্তৃপক্ষ। উপজেলা প্রশাসনও করোনা সংক্রমণ রোধে সরকারি নির্দেশনা বাস্তবায়নে তেমন কোনো পদক্ষেপ নেয়নি।
সরেজমিনে দেখা গেছে, প্রত্যেকটি পশুর মাঝে অন্তত ৫ ফুট দূরত্ব রাখার জন্য হাটে ১৬টি জায়গায় নির্দেশনা দেওয়া আছে। কিন্তু কোনো নির্দেশনাই বাস্তবায়ন হয়নি। সেখানে হাত ধোয়ার জন্য বেসিন, হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক দেওয়া থাকলেও কেউ সেগুলো ব্যবহার করেননি। কিন্তু সরকারি নির্দেশনা বাস্তবায়নে হাটে উপজেলা প্রশাসনের কোনো নজরদারি ছিল না।
গরু ব্যাপারী ইসমাইল বলেন, আমরা মালিকপক্ষর চুক্তি অনুযায়ী ১০০টি গরু কিনে দিতে হাটে এসেছি। আমার সঙ্গে আরও পাঁচজন আছেন। বিনিময়ে প্রতি গরু থেকে আমরা ৫০০ টাকা করে পাব। হাটে অনেক ক্রেতা-বিক্রেতা এসেছে। এত ভিড়ের মধ্যে স্বাস্থ্যবিধি মেনে চলা সম্ভব নয়।
হাট কর্তৃপক্ষ মানিক ও মনিরুজ্জামান মটু বলেন, হাটে আসা ক্রেতা-বিক্রেতাদের স্বাস্থ্য সুরক্ষার জন্য হ্যান্ড স্যানিটাইজার এবং প্রচুর মাস্কের ব্যবস্থা রাখা হয়েছে। পাশাপাশি হাত ধোয়ার জন্য বেসিন স্থাপন করা হয়েছে। কিন্তু হাটে আসা মানুষদের অনেকেই তা মানছেন না।
মহাস্থান হাট কমিটির ইজারাদার রাগেবুল আহসান রিপু বলেন, হাটে ৪০ জন স্বেচ্ছাসেবী কাজ করছে। সেখানে ১৫ টির বেশি হাত ধোয়ার জায়গা করা হয়েছে এবং হাটে আসা মানুষদের স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য ৪টি পয়েন্টে মাইকিং করা হয়েছে। এরপরেও অনেক ক্রেতা-বিক্রেতা স্বাস্থ্যবিধি মানছেন না। সে ক্ষেত্রে আমাদের আর কিছু করার থাকে না।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে কুলসুম সম্পা বলেন, হাটে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য সব রকম ব্যবস্থা রেখেছিলাম। মাস্কও বিতরণ করা হয়েছে। তবে যেখানে হাজার হাজার মানুষের উপস্থিতি থাকায় সেখানে স্বাস্থ্যবিধি পুরোপুরি মেনে চলাটা কঠিন।
চট্টগ্রামের কর্ণফুলীতে কক্সবাজারগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে শাহ আমানত সেতুর টোলবক্সের সঙ্গে ধাক্কা লেগে সড়ক বিভাজকের ওপর উঠে পড়ে। এতে বাসটির সামনের অংশ দুমড়ে মুচড়ে গেছে।
১৫ মিনিট আগেআহত শিক্ষার্থী সোহেলুল হক বলেন, “আমরা গিয়ে বলেছিলাম স্যার আমাদের জীবনটা বাঁচান স্যার। তিন বছরেও আপনি কিছু করতে পারেননি। আমরা এনওসি এনেছি। আপনি সাইন করে দেন। এনওসিতে লেখা ছিল, ‘আমরা যেহেতু ওদের নিবন্ধনের ব্যবস্থা করতে পারছি না। অন্য কোথাও পড়াশোনা করলে আমাদের আপত্তি নেই।’ এই এনওসিতে তিনি...
১৯ মিনিট আগেবরিশালের গৌরনদীতে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে দুজন নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীতে উপজেলার বার্থী ইউনিয়নের তাঁরাকূপি আরিফ ফিলিং স্টেশন সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেনওগাঁর নিয়ামতপুরে একটি দিঘিতে মাছ ধরাকে কেন্দ্র করে মারামারি ও প্রতিপক্ষের মারধরে মাছচাষিসহ চারজন আহত হয়েছেন। এক ঘটনায় ১৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারদের মধ্যে তিনজন নারী রয়েছেন।
১ ঘণ্টা আগে