Ajker Patrika

পরীক্ষার পর মারা যাওয়া সাফিয়া পেল জিপিএ ৫ 

বাগমারা (রাজশাহী) প্রতিনিধি
পরীক্ষার পর মারা যাওয়া সাফিয়া পেল জিপিএ ৫ 

এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ ৫ পেলেন সাফিয়া সিলভী। তবে সুখবরটা সে শুনে যেতে পারেনি সাফিয়া। পরীক্ষা শেষ হওয়ার এক দিন পর মারা গেছে সে। 

রাজশাহীর বাগমারা উপজেলার পুরান তাহেরপুর গ্রামের শফিকুল ইসলামের মেয়ে সাফিয়া সিলভী। তার মা মরিয়ম খাতুন সে স্কুল শিক্ষিকা  

পরিবারের লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, এসএসসি পরীক্ষার তিন দিন আগে সাফিয়া সিলভী হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। এক বিষয়ের পরীক্ষা দেওয়ার পর তার অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী শহরের একটি বেসরকারি হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য ভর্তি করা হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর তার অ্যাপেন্ডিসাইটিস ধরা পড়ে। অসুস্থ হওয়ার পরও সাফিয়া সিলভী পরীক্ষায় অংশগ্রহণ করে। পরীক্ষা শেষে চিকিৎসকের পরামর্শে অস্ত্রোপচারের জন্য তাকে আবারও হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই গত ২৭ নভেম্বর মারা যায় সাফিয়া সিলভী। এসএসসির ফলে সাফিয়া সিলভী প্রতি বিষয়ে এ প্লাস পেয়েছে। 

সাফিয়ার বাবা শফিকুল ইসলাম বলেন, পিএসসি ও জেএসসি পরীক্ষার পর এবার এসএসসি পরীক্ষায়ও জিপিএ ৫ পেয়েছে সাফিয়া সিলভী। তাকে নিয়ে আমাদের অনেক স্বপ্ন ছিল। অসুস্থ অবস্থায় পরীক্ষা দিয়েও সাফিয়া সিলভী ভালো ফলাফল করেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

৬ জ্যান্ত হাতি নিয়ে রাশিয়ায় মিয়ানমারের জান্তাপ্রধান, উচ্ছ্বসিত পুতিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত